![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীতে ভেসে চলা ভাসমান কচুরিপানাগুলোর মতই আমার জীবন...
যেখানে বেড়ে গেছে শুকুনের আনাগোনা । সেখানে বাঁচতে চাওটা মিছে আত্নশান্তনা । দিন যায় মাস যায় বছর কেটে যায় প্রকৃতি একের পর এক রং বদলায়,দেয়ালে লটকে থাকা গিরগিটিটাতো প্রতিনিয়ত রং বদলাচ্ছেই । রং বদলানোতো প্রাকৃতিক নিয়ম । এই নিয়মে ভঙ্গ করা যায়না কখনো । প্রতিদিন রাত শেষেই ভোরের আলো ফোঁটে । পূর্বে উঠে পশ্চিমে অস্ত যায় । নিশাচর প্রানীরা খাবার খোঁজে আবার অভুক্ত কুকুররা কিছু না পেয়েও ঘুমিয়ে পরে । ব্যস্ত চারপাশের সাথে খাপ খাইয়ে উঠতে পারাটা অনেক বড় বিষয় । অপার ভঙ্গিমায় ছোট্ট মেয়েটা নদীর জলে শাপলা তোলে । জোঁকেও ভয়কে পারি দিয়ে তবুও এগিয়ে চলে । বিঁধে যাওয়া জোঁকটা শক্ত করে আটকে রেখেছে যেন তার আপন সম্পত্তি । বৃষ্টির মুখ দেখে কৃষকের মুখে ফোঁটে অনাবিল হাসি । প্রত্যকটা জিনিস তার নিয়মমাফিক চলে । সাঁঝ হলেই বাবুই পাখিটাও সাধ করে তার কুঁড়েঘরে ফেরে । কখনো আবার পুরাতন কবরের উপর নতুন কবর গড়ে ওঠে। ধব্বংস,মৃত এটাইতো পৃথিবী ।
বিচিত্র মায়ার এ পৃথিবী!!!
৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৯
নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: আপনিও সবসময় ভালো থাকবেন ভাইয়া ।
২| ৩০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৬
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর । এটাই জীবন , এভাবেই বয়ে চলে সময় কাল আর নিঃশ্বাসের দিন।
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৩
নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া । ভালো থাকবেন খুব ।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগলো জীবনবোধ। ভাল থাকবেন।