![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীতে ভেসে চলা ভাসমান কচুরিপানাগুলোর মতই আমার জীবন...
ে দিতে পারবে?
হয়ত! হয়ত! সে আশা সে কল্পনা । ইচ্ছেঘুড়িকে মেলে দিই ঐ দূর আকাশে সেখানে সে বিচরণ করুক । বড়সড় হোক, নিজেকে নিজের করতে শিখুক । ভালোবাসুক নাহয় শুভ্র গাঙচিল হয়ে । ভালোবাসুক, দূরে থাকুক বা কাছে থাকুক । হোকনা রাতের কোনো এক হুতুমপেঁচা । ভয় দেখাক, অদ্ভুত সে ভয় অশরীরীর মতন । আমাকে নিয়ে যাক কোনো এক অজানায় । যেখানে অসভ্য সমাজের হায়েনারা আমাদের খুঁজে পাবেনা । সেখানে আমাদের চারপাশ জুড়ে থাকবে লাল-নীল আসমান আর সবুজ মাঠ আর...আর ছোটছোট কিছু চাওয়া-পাওয়া আরকিছু ইচ্ছে আরকিছু স্বপ্ন যা বোনা হবে দুজনে....
(নোট: অনেকদিন পর এসব উদ্ভট ভাবনাগুলোকে লিখলাম । কতটুকু গোছাতে পেরেছি জানিনা । আশাকরি পাঠকের দুর্বোধ্য হবেনা! লিখার সাথে বাস্তবের মিল খুঁজতে গেলে পাঠক হোঁচট খাবেন ।)
লিখা : সাব্বির আহমেদ(আলোহীন ল্যাম্পপোস্ট)
©somewhere in net ltd.