![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীতে ভেসে চলা ভাসমান কচুরিপানাগুলোর মতই আমার জীবন...
‘কবিতা’ সেতো কন্ঠরোধ হওয়া চিৎকার‚
‘কবিতা’ সেতো পুকুর দাঁপিয়ে বেড়ানো পাতিহাস‚
‘কবিতা’ সেতো লাশের উপর উল্লাশ হওয়া মিছিল
‘কবিতা’ সেতো গুম হওয়া লাশের দর কষাকষি
‘কবিতা’ সেতো ভোরের নিমগাছে অলক্ষুণে দাঁড়কাক
‘কবিতা’ সেতো দাঙ্গায় ভেঙে পড়া কোমর
‘কবিতা’ সেতো হাজারো প্রতিবাদের মিশে যাওয়া দরুণ
‘কবিতা’ সেতো ধর্ষিতা বোনের খুবলে খাওয়া স্তনের কাটাদাগ
‘কবিতা’ সেতো ‘অনলি মি’ হয়ে যাওয়া হাজারও আর্তনাদ ।
‘কবিতা’ সেতো উজানের ঢেউ খেলানো কালো স্রোত
‘কবিতা’ সেতো মিথ্যে আশ্বাসের পর্বত
‘কবিতা’ সেতো বিক্রি হয়ে যাওয়া অমানুষ
‘কবিতা’ সেতো নিশ্চুপ হয়ে যাওয়া হাজারও কারণ
‘কবিতা’ সেতো ধর্ষকের জামিন হওয়া ফাঁসির রশি
‘কবিতা’ সেতো সিফিলিসে আক্রান্ত পোস্টার
‘কবিতা’ সেতো ধুম্র ধূসর ভাষা
‘কবিতা’ সেতো অবিশ্রান্ত ঝিঁঝি পোকার ডাক ।
‘কবিতা’ সেতো দু’ পয়সায় কেনা পতিতা
‘কবিতা’ সেতো প্রহর গোনা মৃত্যুর অপেক্ষা...
‘কবিতা’ সেতো এক অপমৃত্যু!!!
২২ শে জুন, ২০১৯ বিকাল ৪:২২
নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।