![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীতে ভেসে চলা ভাসমান কচুরিপানাগুলোর মতই আমার জীবন...
উড়ে গ্যাছে বকপক্ষী,
উড়ে গ্যাছে বুড়ো শালিক।
এই পঁচা,সস্তা আবাস্থল থেকে
ওরা আর ফিরবেনা,
পিছন ফিরে দেখবেনা ।
হায়েনার হিংস্রতাকে অনেক মানা হয়ে গ্যাছে ওদের
সহ্য সীমারেখাটাও গ্যাছে অতিক্রম করে,
পালানোর পথ খুঁজে পেয়েছে অবশেষে
তবুও ছায়ার মতন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে
আর ফেলে দেয় মৃত্যুকুপে!
ভালো নেই আজ সুখতারা
ভালো নেই আজ নীল জোছনা
ভালো নেই শ্রাবণের মেঘ
ওদের ভালো থাকা আর হয়না
বাঁশবাগান ভেদ করে আলো দেয়া হয়না ।
জাগতে না পারার আফসোস জমিয়ে
একতারায় তোলে বেসুর গান ।
আর সাথে মস্তিষ্কে দেয় অনবরত শান!
২২ শে জুন, ২০১৯ বিকাল ৪:১৭
নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: অনেক ধন্যবাদ ।
২| ১৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২২ শে জুন, ২০১৯ বিকাল ৪:১৮
নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: অনেক ধন্যবাদ ।
৩| ২০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৩
কালো যাদুকর বলেছেন: সমসাময়িক কবিতা, তবে শেষ লাইনটা বুঝলাম না।
২২ শে জুন, ২০১৯ বিকাল ৪:২১
নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: 'মস্তিষ্কে শান' দেয়া বলতে অনিয়মের বিরুদ্ধে জেগে ওঠার যে প্রয়াস তা বোঝানো হয়েছে ।
৪| ২০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৮
অজ্ঞ বালক বলেছেন: লাস্টের লাইনে আইসা থতমত খাইয়া গেলাম। এমনিতে সুন্দর লিখসেন।
২২ শে জুন, ২০১৯ বিকাল ৪:২১
নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: 'মস্তিষ্কে শান' দেয়া বলতে অনিয়মের বিরুদ্ধে জেগে ওঠার যে প্রয়াস তা বোঝানো হয়েছে ।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
করুণাধারা বলেছেন: ভালোই লাগলো।