![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীতে ভেসে চলা ভাসমান কচুরিপানাগুলোর মতই আমার জীবন...
‘রাষ্ট্রভাবনা’ নিয়ে এক পঁয়ষট্টি বছরের দি ওল্ড ম্যান এবং তেইশ বছরের টগবগে তরুণের মধ্যে কথোপকথন চলত্যাছে—
দি ওল্ড ম্যান : কি হে ছোকরা‚[অগ্রাহ্যস্বরে] ৪৮ বছরে কোনো পরিবর্তন ঘটাইতে পারলানা তোমরা । চায়া দ্যাখো এখনও বুইড়া ব্যাটা-ই চেয়ারে বইসা শাসনব্যবস্থা চালায় । তোমাগো গরম রক্ত‚ বাহুতে পেশীশক্তি আর তোমাগো পুষ্টিগুণসম্পন্ন বীর্য দিয়াও তো কিছু করতে পারতাছোনা । এই রক্ত-শৌর্য-বীর্য-বাহুবল-বুদ্ধি তো কোনো কামেই আসতাছেনা । সত্যি কথাটা কি জানো বাপু‚ পুরো স্টেট তো পাগলছাগলে ছারখার হয়ে গ্যাছে । রাজার কর্মচারীরা কে কি বলে তাদের কথাবার্তার তো কোনো ঠিক ঠিকানা নাই ।
তরুণ : [মুখে হাত দিয়া] হ‚ ঠিকই । তয় এই অবস্থাটা খুব শিঘ্রই পরিবর্তন হইবো চিন্তা কইরেননা । আরও কিছু বছর অ্যান্ড্রোপজ-মেনোপজ হওয়াদের নিয়া চলতে থাকুক । ওগো তো উপরওয়ালার কাছে অচিরেই স্যালেন্ডার করতে হইবো । তারপর তরুণরাই নেতৃত্ব দিবো । এই বুড়োদের পশ্চাতে কিক দিয়া তরুণরা নেতৃত্ব দিবোই দিবো ।
দি ওল্ড ম্যান : আমাগোও সেইটা-ই চাওয়া ভাতিজা । তোমরাই পারো এই অবস্থাকে পরিবর্তন করতে । সব ভেঙ্গেচুরে নতুন করে গড়তে । তোমাদের বাহুবল-শক্তি-সাহস-বুদ্ধি আছে তোমরা ক্যান মস্তিষ্ক বিকৃত হওয়া লোকগো কথায় উঠবস করবা । তোমরাই ওগো উঠবস করাইবা । ওদের বলবা‚ “ডিয়ার ওল্ড ম্যান আপনে বইসা থাকেন যা করন লাগবো আমরাই করতাছি । মিডিয়াকে কি বলতে হইবো‚ শাসন কিভাবে করতে হবে‚ রাষ্ট্র কিভাবে চালাতে হবে তা আমরাই দেখতাছি । আপনি বরং হাতে রিমোট কন্ট্রোল নিয়া টিভিসেটের সামনে বসে থাকুন...”
তরুণ : [তরুণ মৃদুস্বরে হেসে বলল] এইতো আর ক’টাদিন...
১৯ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ | বুধবার
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৩
কনফুসিয়াস বলেছেন: দেশটা শেষ করে দিল।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০১
নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: শেষটা দেখে তবেইনা মরুন । দেখার তো আরও অনেককিছু বাকি!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: মৃত্যুর জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে আর ভালো লাগে না। মরতে যখন হবেই তখন সেই ভয়ংকর ব্যাপারটা ঘটে গেলেই ভালো হয়। দুশ্চিন্তা থেকে মুক্তি। সকল সমস্যার সমাধান!