নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটা অদৃশ্য শিরোনাম । যার বিস্তারিতই দেখে শুধু মানুষ, মূল শিরোনাম দেখেনা কেউ । কেউ কেউ আবার বিস্তারিত সংবাদের মাঝেই হার মেনে যায়...

নির্বাক কাকতাড়ুয়া

নদীতে ভেসে চলা ভাসমান কচুরিপানাগুলোর মতই আমার জীবন...

নির্বাক কাকতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

বিচিত্র পৃথিবী...

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৯

আল্লাহতা’আলা নির্দিষ্ট কিছু মানুষ দিয়েই নির্দিষ্ট কাজ করে নিয়ে থাকেন । সবার উপরেই দায়িত্ব-অদায়িত্ব বণ্টন করা আছে । তিনি কাউকে বানিয়েছেন বাদশা‚ কাউকে ফকির‚ কাউকে বিজ্ঞানী‚ কাউকে চিত্রশিল্পী; কাউকে এরকম বানিয়েছেন যাদের কষ্ট করে কিছু তৈরি করতে হয়না‚ লিখতে হয়না‚ ভাবতে হয়না ।

পৃথিবীর এত রং । অথচ সবাই সবার মতন নয়; কেউ বুদ্ধি-শ্রম দিয়ে তৈরি করবে আর অন্যকেউ সেটা উপভোগ করবে । তাই সব দায়িত্ব সবার জন্য নয়! তাই পৃথিবীতে আমরা সবাই আলাদা ।

যেমন একটি মৌচাকে যেমন পুরুষ মৌমাছির কাজ শুধু রাণীর সাথে যৌনসঙ্গম করা তেমনি কর্মীর কাজ হলো মধু সংগ্রহ‚ চাক পরিষ্কার করা আর রাণীর কাজ হলো প্রজনন করে সংখ্যা বৃদ্ধি করা । পিপীলিকার ক্ষেত্রেও এরকম দায়িত্ব ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে; পৃথিবীর সকল প্রজাতির প্রাণীর মধ্যেই আলাদা করে কাজ ভাগ করে দেয়া আছে ।

সাধারণত মায়ের পেট থেকে বের হওয়ার পরই মানুষের আসল পরিচিতি ঘটে । কেউবা নামীদামী ক্লিনিকে জন্মায়‚ কেউবা কুঁড়েঘরে‚ কেউবা ফুটপাতে । সবই আল্লাহ্ তা’আলার পূর্ব নির্ধারিত ফাইল ।

কি অদ্ভুত পৃথিবী । কেউ ভাবছে পৃথিবী থেকে শতকোটি মাইল দূরের ঐ মঙ্গল গ্রহে পানি আছে কি-না তা জানতে আর সেজন্য সেটা নিয়ে গবেষণা করছে । আর কেউবা সামান্য একটা বেতনের জন্য জুতোর তলা ক্ষয় করে ফেলতেছে । কেউ যেখানে মায়ের অপারেশনের টাকা জোগাড় করতে করতে হন্য হয়ে গেছে অন্যদিকে সন্ত্রাসীরা ভাবছে তাকে খুন করে টাকাগুলো কিভাবে ছিনিয়ে নেয়া যাবে ।

কোটি কোটি টাকা দিয়ে বিলাসী পন্য তৈরি করে বিক্রি করা হয় অথচ যেই লোক এটি তৈরি করে সেই কারিগরে-ই কখনও সেটা কেনার মতন সৌভাগ্য হয়না । কি বিচিত্র!


১লা ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ | বসন্তকাল | শুক্রবার

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৭

অজ্ঞ বালক বলেছেন: জীবন হয় একটি "কুত্তী" :|

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: যা আছে তাতে সন্তুষ্ট হলে সুখি হওয়া যায়, সমস্যা হলো সুন্তুষ্ট শব্দ সবাই বানান করতে পারে না। আমিও অভিধান দেখে নিশ্চিত হয়েছি।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: যারা বড় বড় ইমারত তৈরি করে তারা সেই ইমারতে থাকতে পারে না। তারা থাকে বস্তিতে।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২২

নেওয়াজ আলি বলেছেন: ভালো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.