নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটা অদৃশ্য শিরোনাম । যার বিস্তারিতই দেখে শুধু মানুষ, মূল শিরোনাম দেখেনা কেউ । কেউ কেউ আবার বিস্তারিত সংবাদের মাঝেই হার মেনে যায়...

নির্বাক কাকতাড়ুয়া

নদীতে ভেসে চলা ভাসমান কচুরিপানাগুলোর মতই আমার জীবন...

নির্বাক কাকতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

সেন্সরবোর্ড: ০১

২০ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৪২

আমি তোমাতেই খুঁজে পাই মম;
একটি নদীর ভিতরে আরেকটি নদী
একটি পাহাড়ের ভিতরে আরেকটি পাহাড়
একটি জোছনার ভিতরের আরেকটি জোছনা
যেন; একটি প্রকৃতির ভিতরে আরেকটি প্রকৃতি ।

আমি ভালোবাসি তোমার স্বচ্ছতাকে‚ তোমার প্রাণবন্ত হাসিকে‚ তোমার মলিন মুখটাকেও!
যখন ঝড় বয়ে চলে তখনও;
কিষাণেরা পড়ন্ত সূর্যের আনাগোনায় যখন বাড়ি ফেরে
আমি তখন তোমাকে দেখি যেন তুমি এক ধ্রুব সাদা ।
যেন তুমি আকাশের বুকে একঝাঁক সাদা-বক
পছন্দের রঙ নিয়ে আমার নীল আকাশ রাঙিয়ে তোলো ।
অপার্থিব পৃথিবীতে আমি তোমাকে দেখেছি
ভিতরে ভিতরে দৈবাৎ আরেকটি আমি
যেন তোমার ভিতরে আমি বাস করি;
যেন আমার ভিতরে তুমি । মিশে হই একাকার ।
কখনও নিজেই হারিয়ে যাই অচেনা কোনো রাস্তায়‚
তোমার লক্ষবিন্দুকে উদ্দেশ্য করে করে—
আমি যদি কখনও ঐ দূরের জোছনা হই
প্রকৃতি’ আর আমাকে ছুঁতে পারবেনা
আমি যদি নক্ষত্র হই
এই প্রকৃতি’ আর ধরতে পারবেনা আমায় ।


—সাব্বির আহমেদ সাকিল
০৭ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | সোমবার | সকাল ০৮ টা ৫৮ মিনিট

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৩০

দজিয়েব বলেছেন: কবিতাটা সুন্দর লাগলো ভাইয়া। কিন্তু নামের রহস্যটি কিন্তু বুঝলাম না...

২| ২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৯

নেওয়াজ আলি বলেছেন: অনন্য অপূর্ব

৩| ২০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা। ভাষা সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.