নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটা অদৃশ্য শিরোনাম । যার বিস্তারিতই দেখে শুধু মানুষ, মূল শিরোনাম দেখেনা কেউ । কেউ কেউ আবার বিস্তারিত সংবাদের মাঝেই হার মেনে যায়...

নির্বাক কাকতাড়ুয়া

নদীতে ভেসে চলা ভাসমান কচুরিপানাগুলোর মতই আমার জীবন...

নির্বাক কাকতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

কতদিন হয়ে গেলো—

১৫ ই জুন, ২০২০ রাত ১২:১৩

তোমাকে দেখলে মনেহয় যেন তুমিই সেই নদী‚ যেখানে বেগুনি আর সাদা কচুরিপানার ফুল ভেসে যায় । অথচ কতদিন হলো নদী দেখিনা!

তোমাকে দেখলে মনেহয় তুমিই ঐ নীল আকাশ‚ যেখানে রং-বেরঙের ঘুড়ি ওড়ে । অথচ কতদিন হলো নীল আকাশ দেখিনা!

তোমাকে দেখলে মনেহয় তুমিই সেই পাহাড়ি ঝর্ণা‚ বয়ে যাও অবিরাম । অথচ কতদিন হলো ঝর্ণা দেখিনা!

তোমাকে দেখলে মনেহয় তুমিই সেই ঝুম বৃষ্টি‚ ঝরে পড়ো মুষলধারে । অথচ কতদিন হলো ঝুম বৃষ্টি দেখিনা!

তোমাকে দেখলে মনেহয় তুমিই সেই জোছনা—একটা বিশাল থালার মত জোছনা‚ চারিদিকে মিষ্টি আলো ছড়াও । অথচ কতদিন হলো জোছনা দেখিনা!

তোমাকে দেখলে মনেহয় তুমিই সেই পাহাড়‚ ঠাঁয় দাঁড়িয়ে থাকো নিশ্চুপ হয়ে । অথচ কতদিন হলো পাহাড় দেখিনা!

তোমাকে দেখলে মনেহয় তুমিই সেই মধ্যরাতের তারা—আকাশভরা তারা‚ মিটিমিটি করে জ্বলো সারারাত । অথচ কতদিন হলো তারা দেখিনা!

তোমাকে দেখলে মনেহয় তুমিই সেই ঝাউবনের জোনাকি‚ দল বেঁধে আলো ছড়াও । অথচ কতদিন হলো জোনাকি দেখিনা!

তোমাকে দেখলে মনেহয় তুমিই সেই শরতের শুভ্র মেঘ‚ সারি সারি হয়ে উড়ে বেড়াও । অথচ কতদিন হলো মেঘ দেখিনা!

তোমাকে দেখলে মনেহয় তুমিই সেই বৃষ্টিতে ভিজে থাকা থাকা কদম ফুল । অথচ কতদিন হলো কদম দেখিনা!

তোমাকে দেখলে মনেহয় তুমিই সেই নরম দূর্বাঘাস‚ যেখানে প্রতিদিন সকালে শিশির জমে থাকে । অথচ কতদিন হলো দূর্বাঘাস দেখিনা!

তোমাকে দেখলে মনেহয় তুমিই সেই বকুল ফুল‚ সকাল হলেই কি সুন্দরভাবে বিছিয়ে থাকো । অথচ কতদিন হলো বকুল ফুল দেখিনা!

তোমাকে দেখলে মনেহয় তুমিই সেই দূরের কেউ—অন্যের কেউ‚ কারোর বুকে মাথা রাখো—ভালো আছো—আনন্দে আছো—শান্তিতে আছো । তাইতো কতদিন হলো দেখিনা তোমায়!

এইতো সেই তুমি যাকে ভালোবাসি বলে ভালো থাকতে বলি— প্রার্থনায় সঁপি—ভালো থাকতে দূরেই থাকতে বলি...

“কতদিন হলো”
—সাব্বির আহমেদ সাকিল
৩০ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | শনিবার | রাত্রি ১১ টা ৫৪ মিনিট

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২০ দুপুর ২:০২

বিজন রয় বলেছেন: সুন্দর কল্পনা আর তার প্রকাশ!!

+++++

২| ০৬ ই জুলাই, ২০২০ রাত ২:৩২

নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.