![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীতে ভেসে চলা ভাসমান কচুরিপানাগুলোর মতই আমার জীবন...
সহস্র হেলিকপ্টার ভেঙ্গে পড়ুক; আকাশে আমরা আমাদের ঘুড়ি উড়াবোই ।
অজস্র নেটওয়ার্কের টাওয়ার ভেঙ্গে পড়ুক; আমরা আবার নির্বিঘ্নে আকাশ দেখবো ।
কোটি কোটি মোবাইলফোনের স্ক্রিন নষ্ট হয়ে যাক; আমরা আবার কাঁদা মাখামাখি করবো ।
নদীকে দূষিত করা শূয়োরগুলো সব মরে যাক; আমরা আবার ন্যাংটা হয়ে নদীতে নামবো ।
সমস্ত প্রসাধনী সামগ্রী বিক্রি বন্ধ হয়ে যাক; প্রিয়তমাকে সাজাবো সজনে পাতা, পায়ে নূপুর আর হাতভর্তি কাচের চুড়ি দিয়ে ।
—সাব্বির আহমেদ সাকিল
২৪ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ | বর্ষাকাল | বুধবার
২| ০৮ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৪
শুভবাদী রোদ বলেছেন: ভালো লেগেছে। কিন্তু ন্যাংটা শব্দটার বদলে অন্য কোনো সমার্থক শব্দ হলে ভালো শোনাতে পারে। আর শেষ লাইনটির ছন্দপতন হয়েছে মনে হলো।
ভালো থাকুন।
৩| ০৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৫০
রাজীব নুর বলেছেন: আক্ষেপ থাকা ভালো। আক্ষেপ মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে।
৪| ০৮ ই জুলাই, ২০২০ রাত ৯:১৮
নেওয়াজ আলি বলেছেন: ক্ষমতাবানেরা দুষিত করে । বালু উত্তোলন করে । দখল করে
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৬
কৃষিজীবী বলেছেন: নদীকে দূষিত করা শূয়োরগুলো সব মরে যাক; আমরা আবার ন্যাংটা হয়ে নদীতে নামবো । মনের কথা কইছেন ভাই