![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীতে ভেসে চলা ভাসমান কচুরিপানাগুলোর মতই আমার জীবন...
প্রেমিকা যদি বাংলিশ টাইপিং করে এবং সেইসাথে মুরাদ টাকলা হয় তবে প্রেমিক-প্রেমিকার কথোপকথনটি যেরকম হতে পারে—
প্রেমিক: জান কই তুমি?
প্রেমিকা: Kano cade. Tumy koy?
প্রেমিক: কাঁধে? মানে? কার কাঁধে উঠেছ তুমি?
প্রেমিকা: Are baba ame to cad e cad e?
প্রেমিক: চাঁদে? তুমি কবে নাসায় জয়েন করলা যে চাঁদে নিয়ে গেলো তোমাকে?
প্রেমিকা: Ufffs! Ara ame cad e re cad e. Amadar cad e bosa aca.
প্রেমিক: ওহ ছাদে বসে আছো! এইবার বুঝলাম...কি করতেছ ওখানে?
প্রেমিকা: Goa kala daksi.
প্রেমিক: ছিঃ! কার কালো...
প্রেমিকা: Goa kala. Amadar pasar basai ek barate goa kaltasa.
...প্রেমিক ভাষার এই নির্মম অত্যাচার সহ্য করতে না করতে পেরে ফোন দিলো...
—হ্যালো?
—হ্যাঁ বলো...
—ম্যাসেজে কিসব যা তা বলতেছিলা!
—কই? কি যা তা বলতেছিলাম?
—বললানা যে কার কালো গোয়া দেখতেছিলা ছাদে বসে ।
—আরে ‘জুয়া’ খেলা দেখতেছিলাম ছাদে বসে । পাশের বাসার ভাড়াটিয়ারা জুয়া খেলতেছিলো ।
—ওহ আচ্ছা এই কথা তাহলে ।
—হুম ।
—সাব্বির আহমেদ সাকিল
২৪ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ | বর্ষাকাল | বুধবার | ০৮ জুলাই ২০২০ ইং
২| ০৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৪০
কৃষিজীবী বলেছেন: BAL likhecen, MOGA paice /ভালো লিখেছেন, মজা পাইছি
৩| ০৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৯
রাজীব নুর বলেছেন: এভাবে চ্যাটিং আমার খুব অপছন্দ।
৪| ০৮ ই জুলাই, ২০২০ রাত ৯:২১
নেওয়াজ আলি বলেছেন: বাংলার বারটা বাজে
৫| ০৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র-ছাত্রী ওর এভাবে চ্যাট করে থাকেন । জঘন্য লাগে।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এ রকম আজ কাল অনেকের মুখেই শোনা যায় ।
বাংলা ও পারে না । ইংরেজিও পারে না।
গাধার স্টেশন।