![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীতে ভেসে চলা ভাসমান কচুরিপানাগুলোর মতই আমার জীবন...
পৃথিবীর রূপ বদলে যাচ্ছে; কোটি বছরের পুরোনো সেই রূপ—
‘ভাগ্য’ এখন হাতের নাগালে; হাত বাড়াও—হাত তোলো—হাত নাড়াও!
এই দু’লাইন ভাবতে ভাবতে পৃথিবী বুড়ো হতে চললো ।
অভ্যন্তরীন আলোচ্য সংলাপের ইতি ঘটলো ।
কেউ কেউ পৃথিবীকে দেখতে চেয়েছে সুডৌল স্তনের কুঁড়ির মতোন,
কেউ আবার আতশী কাচের মতোন;
কেউবা দেখতে চেয়েছে উর্বর জরায়ুজ অঙ্কুরোদগমের মতো
আর আমি দেখতে চেয়েছি পেয়ালা হাতে প্রেমিকার বিচরণের মতোন ।
—সাব্বির আহমেদ সাকিল
২৭ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ | বর্ষাকাল | শনিবার | ১১ জুলাই ২০২০ ইং | রাত্রি ০১ টা ৫৫ মিনিট
২| ১১ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন ভাইসাহেব।
৩| ১২ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৮
নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন ভাইসাহেব।