নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটা অদৃশ্য শিরোনাম । যার বিস্তারিতই দেখে শুধু মানুষ, মূল শিরোনাম দেখেনা কেউ । কেউ কেউ আবার বিস্তারিত সংবাদের মাঝেই হার মেনে যায়...

নির্বাক কাকতাড়ুয়া

নদীতে ভেসে চলা ভাসমান কচুরিপানাগুলোর মতই আমার জীবন...

নির্বাক কাকতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

নারীর ইতিকথা ও বর্তমান নারী স্বাধীনতার পেছনের গল্প

১২ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৮

একবিংশ শতাব্দীতে নারীকে কি পেয়েছে-কি পায়নি সেটার হিসেব কষতে চাইনা | তবে এই শতাব্দীতে এসে মেয়েরা যে এন্ড্রোপজ হওয়া ধনী বুইড়া ব্যাটাদের সাথে বিয়ে হওয়ার হাত থেকে বাঁচতে পেরেছে এটাই নারীদের অন্যতম বড় বিপ্লব বলা যেতে পারে | বা তাঁদের আশা, স্বপ্নকে যে একটা বাস্তবিক রূপরেখা দাঁড় করানো গেছে এটা অনেক বড় একটি বিষয় |

তবে নারীরা যেন এটি ভুলে না যান, পৃথিবীর গোঁড়া থেকেই ধনী পুরুষরা নারীদের শুধু শরীরটাই চেয়েছেন, এখন যেমন কর্পোরেট ওয়াল্ডেও এটাই চান | কারণ পুরুষের এত টাকা দিয়ে কি করবে, তাঁর তো সেসব অর্থ-সম্পদ শেষ করার জন্য নারীদেহ লাগবেই | শরীর যত টাটকা, টসটসে মিডিয়াতে তাঁর তত রেট | এই ট্রেডিশান কোটি বছর আগেও ছিল, পৃথিবী যদি আরও কোটি বছর বেঁচে থাকে তবে এই ধারা অব্যাহত থাকবে | নো ওয়ান ক্যান বি ডেস্ট্রয় ঈট!

আগে নারীদের অবস্থাটা ভয়াবহরকম খারাপ ছিলো বই-পুস্তক পড়ে তো সেসব-ই জানা যায় | যতই বলা হোক নারীরা শুধু কামনার দাশ না, কিন্তু যাঁরাই এসব নিয়ে সভা, সেমিনার, আন্দোলন করেন অথচ নারীরা তাঁদের কাছেই হেনস্তার স্বীকার হোন, ফাকড আপ হোন | কারণ এর মত সহজ একটা পুরুষালী সুকৌশল ব্যবহার করে নারীভোগ আর বোধহয় কোথাও নেই |

মিডিয়াতে নারীকে শুধু শর্ট কাপড় পড়েই স্বাধীনতা বোঝানো হয়েছে এ যুগে | অথচ এঁরা জানেনা যে নারীর-পুরুষের ইজ্জত, সভ্রম আদিকাল থেকেই একই রীতিতে চলে এসেছে | শুধু সভ্য সমাজে নয়, অ্যামাজন বনেও নারী তার স্তন, যোনিকে ঢেকে রাখেন—পুরুষ ঢেকে রাখেন তাঁর শিশ্নকে | আধুনিকতার ছোঁয়া যেখানে নেই, সেখানে তো লজ্জার প্রশ্ন আসেনা; এরকম অনেকেই মনে করতে পারেন | অথচ এই মহাকাল চক্রবাঁকে এভাবেই ঘুরে এসেছে |

বহু পুরুষ বরাবরই চেয়েছে একাধিক সঙ্গমে লিপ্ত হতে | যাঁর যত টাকা তাঁর তত সঙ্গমের খায়েশ | একারণে দেখা যায় বিংশ শতাব্দীতে বিবাহের প্রভাব কতটা দৃঢ় ছিল | তখন মিডিয়ার অবস্থা এতটা উন্নততর ছিলোনা বলে হয়তোবা আমরা তখনকার নারীদের ধর্ষণ, হেনস্তার কথা বলতে পারিনা—জানিনা | অথচ বংশ পরম্পরার মতন নারীদের সাথে এটি ঘটে এসেছে আদিকাল থেকেই | নারী যদি সেটি না বুঝে লাফান-দৌঁড়ান-স্বাধীনচেতা হতে চান তবে পিছন থেকে যাঁরা কলকাঠি নাড়ান, বাহবা দেন তাঁদের হাতেই শরীর বিকিয়ে দিতে হয়েছে—হচ্ছে—হবে...

সূত্র এই একটাই | বুঝলে বুঝপাতা—না বুঝলে তেজপাতা |

[ফুটনোটঃ সব পুরুষ —সব নারী এক না এই কমন কথা সবার-ই জানা | এখানে শুধু নারীকে কিভাবে ব্যবহার করা হয়েছে-হচ্ছে সেটাই মূখ্য বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে | পুরুষালী সমাজ ব্যবস্থা আগে থেকেই এরকমই ছিলো—আছে—থাকবে!]


—সাব্বির আহমেদ সাকিল
২৮ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ | বর্ষাকাল | রোববার | ১২ জুলাই ২০২০ ইং

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৮

নীল আকাশ বলেছেন: শালীন ভাষা ব্যবহার করেও অনেক কিছু সুন্দর ভাবে প্রকাশ করা যায়।

২| ১২ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:


আপনার ইংরেজী, "নো ওয়ান ক্যান বি ডেষ্ট্রয় ঈট"

-আপনি একজন "আই এম জিপিএ ফাইভ"

৩| ১২ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৭

নেওয়াজ আলি বলেছেন: নারী বলতে এখন দেশে ডাঃ সাবরিনা

৪| ১২ ই জুলাই, ২০২০ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: নারীদের আমি বুঝি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.