![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীতে ভেসে চলা ভাসমান কচুরিপানাগুলোর মতই আমার জীবন...
শোনো, পৃথিবী[তুমি] থমকে গেলে আমিও থমকে দাঁড়াই!
তোমার দু'চোখে চোখ রাখি; ইচ্ছে করেই চোখ সরাইনা—অনিচ্ছাতেওনা!
তোমার নেশায় বুঁদ হয়ে থাকি ।
জানো, তোমাকে না দেখলে আমার না কবিতা বোনা হয়না;
তুমি যদি মাঝেমধ্যে—সম্ভব হলে প্রতিদিন; তোমার জানালাতে আসতে
আমি শুধু একটিবার দেখবো—এক পলক দেখবো, আমার জন্য না, আমার কবিতার জন্য ।
শোনো, একই আসমানের নিচে দু'জনেই থাকি—তবুও কেনো একই ছাদে আমরা থাকিনা,
একজন-আরেকজনকে ভালোবাসার কথা বলিনা, গভীর প্রণয়ে জড়িয়ে ধরিনা, চুমু খাইনা ।
শোনো, আমরা কি এরকমই? "বহুদিন ভালোবাসাহীন" এই সূত্রকে মেনে চলবো;
উঠোনের দখিন কোণে একটা কেয়া গাছ লাগাচ্ছি,
গাছ বড় হলে পাতাও বড় হবে—তারপর নৌকা বানিয়ে যাবো'
তোমার কাছে—তোমার ভালোবাসার কাছে—তোমার চুমুর কাছে—
—সাব্বির আহমেদ সাকিল
৩০ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ | বর্ষাকাল | মঙ্গলবার | ১৪ জুলাই ২০২০ ইং | রাত্রি ০২ টা ২৬ মিনিট
২| ১৪ ই জুলাই, ২০২০ ভোর ৪:৫৭
নেওয়াজ আলি বলেছেন: এত দিনে করোনা শেষ হলে ভালো হয়
৩| ১৪ ই জুলাই, ২০২০ সকাল ৯:৩৬
খায়রুল আহসান বলেছেন: "কেয়া-পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে--
তালদিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে" - কবিগুরুর কবিতার এ দুটি চরণ মনে পড়লো।
৪| ১৪ ই জুলাই, ২০২০ সকাল ৯:৪৮
নজসু বলেছেন:
ভালো লাগা।
৫| ১৪ ই জুলাই, ২০২০ দুপুর ১২:০১
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ। সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০২০ রাত ৩:৩২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: "বহুদিন ভালোবাসাহীন"
.................................................
জীবন চলে না,
তবে বিষেজ্ঞরা বলছে করনা কালে
প্রায় এক কোটি বেশী সন্তান জন্ম গ্রহন করবে !!!