![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীতে ভেসে চলা ভাসমান কচুরিপানাগুলোর মতই আমার জীবন...
প্রিয়তমা—আমি আর আসবোনা,
শতবার ডাকলেও আমি আর ফিরবোনা,
জেনে রেখো, আমার প্রতিটি কবিতার জলছাপে শুধু তুমি মিশে আছো;
প্রিয়তমা জেনে রেখো আমি আর আসবোনা,
আমার শরীর হিম হয়ে আসছে তোমার চুমুতে
প্রিয়তমা আমি আর আসবোনা,
যখনই আমি তোমার কাছে ছুটে যেতে চাই,
লক্ষ ঘাস-লতা জড়িয়ে ধরে আমার পায়ে!
প্রিয়তমা আমি আর আসবোনা,
হে করতোয়া নদী, আমি আর আসবোনা
তোমার জলে পা ভেজাবোনা,
হে জোছনা, আমি আর আসবোনা
তোমার পসরে আর গোসল করবোনা ।
হে মুক্ত মাঠ, আমি আর আসবোনা
তোমার সবুজ অরণ্যে আর হারাবোনা ।
প্রিয়তমা আমি আর আসবোনা,
গল্প বলার ছলে তোমাকে আর কাছে ডাকবোনা;
তোমাকে নিয়ে বর্ষায় কাদা পানিতে নামতে বলবোনা,
প্রিয়তমা আমি আর আসবোনা,
চোখে কাজল দিতে বলবোনা, কপালে কালো টিপ দিতে বলবোনা, চুলটা এলোমেলো করে রাখতে বলবোনা, পায়ে আলতা দিতে বলবোনা, চোখে চোখ রাখতে বলবোনা, হাতে হাত রাখতে বলবোনা ।
প্রিয়তমা আমি আর আসবোনা!
নির্লজ্বের মতো চোখ ফিরে তাকাবোনা ।
প্রিয়তমা আমি আর আসবোনা,
প্রতি মাসে পূর্ণিমার খবর তোমাকে আর জানাবোনা!
“প্রিয়তমা—আমি আর আসবোনা”
—সাব্বির আহমেদ সাকিল
০৬ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ | বর্ষাকাল | মঙ্গলবার | ২১ জুলাই ২০২০ ইং | রাত্রি ০৯ টা ৪০ মিনিট
২| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৩| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৫৯
কামরুননাহার কলি বলেছেন: কেনো আসবেন না প্রিয়তমার কাছে?
৪| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৫:০০
কামরুননাহার কলি বলেছেন: প্রিয়তমায় কি বকা দিয়েছে?
৫| ২২ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৮
ফুয়াদের বাপ বলেছেন: কবিতার অবগাহনে ভাবাগের ভেলায় ভেসেছেন বুঝা যাচ্ছে। প্রিয়তমার প্রতি প্রাকৃতিক অভিমান-অধিকার। তবে যদি সে তা বুঝে, ভালোবাসার রসায়ন জমে উঠবে। কল্পরাজ্যে ভ্রমনে ভেবে দেখুন যখন বলছেন, "প্রিয়তমা আমি আর আসবোনা"। অভিমানের কাব্য শুনে মুখ টিপে হাসছে-প্রেমে ভাসছে আপনার প্রিয়তমা। এলো চুলের ডগা দিয়ে আদর করে দিচ্ছে পাগলা অভিমানকে, রক্তিম উষ্ঠ এ্যাঁটে দিচ্ছে আপনার ললাট-নাসিকার কেন্দ্রস্থলে, আর এক গাল খলখল হাসিতে বলছে, "ঢং, এতো রাগ!!!"
৬| ২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১১
নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ @নেওয়াজ আলি ভাই । ভালোবাসা জানবেন । ❤
৭| ২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১১
নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ @রাজীব নূর ভাই । ভালোবাসা জানবেন । ❤
৮| ২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১২
নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: তাকে এক কোটি বছর দেখিনাতো সেজন্য! @কামরুন্নাহার কলি । ভালোবাসা জানবেন। ❤
৯| ২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৩
নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: হাহাহা । ধন্যবাদ @ফুয়াদের বাপ ❤
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৩৬
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখা