নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটা অদৃশ্য শিরোনাম । যার বিস্তারিতই দেখে শুধু মানুষ, মূল শিরোনাম দেখেনা কেউ । কেউ কেউ আবার বিস্তারিত সংবাদের মাঝেই হার মেনে যায়...

নির্বাক কাকতাড়ুয়া

নদীতে ভেসে চলা ভাসমান কচুরিপানাগুলোর মতই আমার জীবন...

নির্বাক কাকতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

শূন্য এবং অসীম শূন্য

৩০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০০

হঠাৎ করে সোনালী সূর্যের আবহে পৃথিবীটা রঙীন হয়ে থাকে । সেই আকাশে রং-বেরঙের ঘুড়ি ওড়ে, চিল ওড়ে । হেমন্তের কাশফুলগুলো দুলতে থাকে হাওয়ায় হাওয়ায় । টুকরো টুকরো মেঘ ভেসে বেড়ায় আকাশে । কখনো এমন হয় যে, হুটহাট করে বারিধারা নামে । চলে মেঘ আর বৃষ্টির আলাপন । সূর্যটা ঝলমল করে হাসতে থাকে । ছোট্ট শিশুরা মাঠ থেকে বাড়ি ফেরে ।

হতে পারে একজন প্রেমিকের প্রেমিকার নাম "মেঘ", আর প্রেমিকের নাম "আকাশ" । সেই আকাশের বুকে মেঘ থাকে । শরতের শুভ্র মেঘ, যখন সে হাসে । আবার কখনো আষাঢ়ের কালো মেঘ, যখন সে অভিমান করে । রাগ-অভিমান হয় তবুও একসাথেই যাঁদের থাকা ।

আকাশে অনেক নিচ দিয়ে প্রজাপতি ওড়ে, ফড়িং ওড়ে । আকাশের বুকে মেঘ সেসব দেখে মুগ্ধ হয়, বিস্মিত হয় । ওরাও মাটিতে নেমে আসতে চায় । সবুজ তেপান্তর, ঝর্ণা, নদী, ফুল । ছুঁয়ে দিতে চায় । যেখানে ওরাও হারিয়ে যেতে চায় কোনো এক অজানা রাস্তায় ।

মানুষ কি খুব বেশী স্বার্থান্বেষী, লোভী! যাঁর কারণে মানুষ ছোটে ব্যারিকেড ভেঙ্গে তবুও যেন কারোর সাথে দেখা নেই, কথা নেই, প্রেম নেই । ক্লান্ত, জীর্ণশীর্ণ হয়ে পড়ে থাকে একটা শাখাযুক্ত বটগাছের ছায়ায় । খুব সাধারণে কি খুব মানুষের জীবন চলেনা । তবুও যেন হিসেব মেলেনা জীবনখাতার । কারোর হয়তোবা সাদা পাতা রয়ে যায় অনেকটাজুড়ে । কারোর কাঁটাছেঁড়া থাকে ।

কারোর থাকে শূন্য । কেবলই শূন্য । অসীম শূন্য । বেহিসেবী গড়মিলে জীবন থেমে যায় । অস্ত নেমে আসে মনের আকাশে । আহ্! নেই কিচ্ছুটি নেই । অজানা এক আহবানে মানুষ মোটামুটি ভালো থাকে । মানুষ কি চায়, মানুষ কি ভালোবাসতে জানে, মানুষ কি মরতে জানে । প্রশ্ন রয়ে যায় । অনুক্ত থেকে যায় কত স্বাদ, আহ্লাদ, স্বপ্ন, সুখ কত-কি!

⏯ সাব্বির আহমেদ সাকিল
⛔০৯ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ | শরতকাল | সোমবার | ২৪ আগষ্ট ২০২০ ইং | ১২ টা ৫৭ মধ্যাহ্ন দুপুর

#sabbirdiaries #কাব্যসমগ্র

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.