নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটা অদৃশ্য শিরোনাম । যার বিস্তারিতই দেখে শুধু মানুষ, মূল শিরোনাম দেখেনা কেউ । কেউ কেউ আবার বিস্তারিত সংবাদের মাঝেই হার মেনে যায়...

নির্বাক কাকতাড়ুয়া

নদীতে ভেসে চলা ভাসমান কচুরিপানাগুলোর মতই আমার জীবন...

নির্বাক কাকতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

একজন গ্রাম্য ছেলের ভালোলাগা

৩০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২১




গোসলের আগে গরু-বাছুরের কাছে যাওয়া হয় প্রায়শই | অন্যত্র বেশী ঘাসের উপরে বেঁধে রেখে এসে তারপর বাড়ি ফিরে গোসল দিই | কখনো সখনো পুকুরে গিয়েও দুইটা ডুব দিয়ে আসি | প্রতিদিনের মতো আজকেও গিয়ে দেখি মা-ছেলে দু'জনেই সুয়ে আছে | গাভীটা লেজ দিয়ে মাছি তাড়াচ্ছে আর তারপাশে বাছুরটা নিশ্চুপে সুয়ে আছে | আমি বাছুরের কাছে গিয়ে বসে পড়লাম, বাছুরের মাথাটা আমার উরুর উপরে রাখলাম | চোখে-মুখে শুকনো মাটি লেগে ছিলো, সেগুলো কাঠি দিয়ে পরিষ্কার করে দিলাম | কানের ভিতরে ময়লাগুলো বের করে দিলাম |

শরতের দুপুরের মিষ্টি রোদ গায়ে লাগছে | ঘুঘুরা খাবার খুঁজে বেড়াচ্ছে | সারসগুলো মেহগনির ঘন ছায়ায় উড়ে এসে বসছে | বাড়ির আশপাশের মুরগির ছানাগুলো ছোটাছুটি করছে | রাস্তা দিয়ে অনেকেই কর্মস্থল থেকে বাড়ি ফিরছে দুপুরের খাবার খাওয়ার জন্য, কেউবা আবার ছুঁটে যাচ্ছে কর্মস্থলে |

বাড়ির পাশে ইট ভাটার বিশাল খোলা মাঠ | এবছর জমিগুলোকে ছেড়ে দিয়েছে ভাটার মালিকরা | পরিবেশ অধিদপ্তর বগুড়া'র হস্তক্ষেপে বেশ কয়েকটি ইট ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে | যেই মাঠে আগে কাঁচা ইট বানানো হতো, এখন সেই মাঠে আবার ফসল ফলবে | ঘাস গজাবে, ধান হবে, মাসকলাই হবে | আবার সবুজে ভরে উঠবে বাড়ির পিছনটায় | দু'দিন আগে মাসকলাই বুনেছিও নিজের জমিতে | পরিবেশ, গ্রামীণ সৌন্দর্যকে বিলীন করে দেওয়া রাক্ষসদের হাত থেকে যেন রক্ষা পেতে চলেছে আগের সেই সৌন্দর্য | জানিনা কতটুকু ফিরে পাওয়া যাবে!

ফসলের মাঠে আবার উড়ে বেড়াবে গঙ্গাফড়িং, প্রজাপতি | পেঁচা এসে পোকা ধরবে | শিশুরা সবুজ মাঠ দেখে চোখ জুড়াবে | বুড়োরা গা এলিয়ে বসে থাকবেন বাঁশের মাচাঙে ।

গ্রামীণ আবহের সৌন্দর্য এখন খুব বেশী নেই | যা ছিল তা প্রায় বিলীন বলা চলে | যা ছিল তা ছোটবেলাতেই | বর্তমান প্রজন্মকে দেখি ফ্রি ফায়ার আর পাবজির মতো গেমের সবুজ মাঠে অস্ত্রশস্ত্র নিয়ে গোলাগুলি করতেই বেশী স্বাচ্ছন্দ্যবোধ করে | আফসোস!

শরতের নীল আকাশের নিচে সবুজ ঘাসের উপর বসে এরকম সময় কাটানো কতটা আনন্দের, উৎসাহের তা হয়তোবা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় | এই আকাশ, মাঠ, গাছপালা, মাটি সবকিছুকে ভালোবাসি | অনেক বেশী ভালোবাসি | ❤

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.