![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীতে ভেসে চলা ভাসমান কচুরিপানাগুলোর মতই আমার জীবন...
সেই যে আমাদের শেষ দেখা‚ শেষ কথা ।
যখন কার্তিকে ধান হলদে হয় ।
যৌবনভরা নদী শুকিয়ে যায়‚
তারপর থেকে তুমি নেই—কবিতা নেই ।
সন্ধ্যের স্টেশনে ছাই উড়ে গেলে
আমিও চেয়ে থাকি ঐ দূরে ।
যখন তুমি তাড়াহুড়ো করো
কাপড় তুলতে‚ হাঁসেদের ঘরের কপাট খুলে দাও ।
কোনো এক দুপুরবেলায় দেখেছিলাম তোমায়
হালকা গোলাপী রঙে মুখ ঢেকেছিলে ।
‘ভালোবাসি’ কথাট শুনতেই—
তোমার লজ্জায় লাল হওয়া‚ আর আমার
নিজের অপরাধী হওয়া!
হাওয়া বদলে গেছে
শীত চলে এলো
তুমি উনুনে কি এখনও কাপড় শুকাও?
হেমন্তের শাড়ির মতো তোমার হৃদয়
এখনও কি ছায়া খোঁজে আমার ।
আমার আবোলতাবোল কথাগুলোকে কি
এখনও কবিতা মনে হয়?
নাকি ফেরিওয়ালার মতো সাদা কাগজ মনে হয়...
⏭ সাব্বির আহমেদ সাকিল
⛔১৯ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ‚ হেমন্তকাল | শুক্রবার | ০৪ ডিসেম্বর ২০২০ ইং
০৯ ই মে, ২০২১ ভোর ৪:৪৯
নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: ভালোবাসা জানবেন । ❤️
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২৩
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
০৯ ই মে, ২০২১ ভোর ৪:৪৯
নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: ভালোবাসা জানবেন । ❤️
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৬
আরাফআহনাফ বলেছেন: এক কথায়, অসাধারন "শেষের" কবিতা।
ভালো থাকুন - শুভেচ্ছা সতত।