![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীতে ভেসে চলা ভাসমান কচুরিপানাগুলোর মতই আমার জীবন...
ছোটবেলায় এলাকাতে যখন ক্রীড়া প্রতিযোগিতা হতো তখন খুব ভোরে উঠতাম । ফজরের নামাজটা পড়েই মঞ্চ ডেকোরেশনের কাজের জন্য সেখানে চলে যেতাম । সারারাত আলাদা একটা উদ্দীপনা কাজ করতো । মনে মনে সংকল্প করতাম আগামীকাল দৌঁড়ে ফাস্ট হতেই হবে আমাকে ।
যখন দৌঁড় দিয়ে গন্তব্যে পৌঁছে যেতাম তখন আব্বা বুকের ভিতরে জাপটে ধরতো । বোতলে করে পানি নিয়ে যেতো । দৌঁড়ে ফাস্ট হওয়ায় আব্বা কি যে খুশি হতো । যখন আমার ছোটভাই একটু বড় হলো তখন সেও দৌঁড় প্রতিযোগিতা দিতো । আমার থেকে ও বেশী জোরে দৌঁড়াতে পারতো-পারে । সম্প্রতি ওর আর আমার অনেক পুরষ্কারের ক্রেস্ট‚ মেডেল‚ থালা-বাটি রাখার জন্য আব্বা একটা র্যাকও বানিয়েছেন । র্যাকে আমার থেকে আমার ছোটভাইয়ের অর্জন-ই বেশী । এবং ওরে নিয়ে আমি প্রতিনিয়ত গর্ব করি ।
তখন যে আমরা দৌঁড়ে ফাস্ট হতাম তখন আব্বা সেই ক্রীড়া প্রতিযোগিতার কমিটিতে ছিলেন । কিন্তু কখনো আব্বা স্বজনপ্রীতিতা করেননাই বা বাড়তি কোনো সুযোগ সুবিধাও দিতেননা । হোক সেটা খেলাতে কিংবা খাবারের প্যাকেট দুইটা বেশি দিয়ে । আমাদের নিজ কর্মেই আব্বা বিশ্বাসী ছিলেন । আমরাও সেল্ফ কনফিডেন্ট ছিলাম সবসময় । কাজ-ই আমাদের বড় করে তুলবে‚ আমাদের মূল্য দিবে ।
এখন হাতে-পায়ে অনেক বড় হইছি । সবই বুঝি । তয় বড় হওয়াতে ঘোর আপত্তি লাগে এখন । কতকিছুকে বুঝেশুনে চলতে হয় । কতকিছুকে মেনে নিয়ে হয় । আগেকার দিনগুলো কত ভালো ছিলো‚ রাজনীতি ছিলোনা‚ স্বজনপ্রীতি ছিলোনা । আবার সেখানে প্রত্যাবর্তন করতে ইচ্ছে করে যেখানে কোনো ক্রিটিক্যাল লোক নেই‚ ক্রিমিনাল নেই‚ পলিটিক্স নেই‚ নেপোটিজম নেই...
সাধের জীবনের সাধ ফুরিয়ে আসছে দিনদিন । প্রতিদিন কত মানুষ‚ কত মুখোশ দেখি । নিজেকে হাঁসফাঁস লাগে‚ দম বন্ধ হয়ে আসে । কখনও আবার নিজের প্রতি হেল্পলেস হয়ে পড়ি । বড় বয়সের পৃথিবীর এতসব রীতিনীতি‚ সংস্কৃতি‚ রাজনীতি নিতে পারিনা‚ মানতে পারিনা‚ মানা যায়না । অসহ্য লাগে । ভীষণ অসহ্য লাগে ভাই!!!
◾সাব্বির আহমেদ সাকিল
▪️২৩ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ | রোববার | ০৭ মার্চ ২০২১ | রাত্রি ০৩ টা ২৭ মিনিট
জহুরুল নগর‚ বগুড়া
#সাব্বিরসাকিল #অলিখিত #আগুনের_দিন
০৯ ই মে, ২০২১ ভোর ৪:৪২
নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ । ভালোবাসা জানবেন । ❤️
২| ০৮ ই মার্চ, ২০২১ রাত ১২:১০
রাজীব নুর বলেছেন: আপনার বাবার সাথে আমার বাবার মিল আছে।
০৯ ই মে, ২০২১ ভোর ৪:৪৩
নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: আহা । ভালোবাসা জানবেন । ❤️
৩| ০৮ ই মার্চ, ২০২১ সকাল ৭:১৮
কবিতা ক্থ্য বলেছেন: কৈশরের দিনগুলো আসলেই মধুর- কোনো কিছুর বিনিময়েই যা কখনো ফিরে আসে না।
০৯ ই মে, ২০২১ ভোর ৪:৪২
নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ । ভালোবাসা জানবেন । ❤️
৪| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩৬
শায়মা বলেছেন: একেবারেই দেখতে পেলাম সেই ছেলেবেলা!!!
০৯ ই মে, ২০২১ ভোর ৪:৪১
নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ । ভালোবাসা জানবেন । ❤️
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০২১ রাত ১০:১০
চাঁদগাজী বলেছেন:
আপনি আজীবন কিশোর হয়ে থাকলে ভালো হতো।