নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটা অদৃশ্য শিরোনাম । যার বিস্তারিতই দেখে শুধু মানুষ, মূল শিরোনাম দেখেনা কেউ । কেউ কেউ আবার বিস্তারিত সংবাদের মাঝেই হার মেনে যায়...

নির্বাক কাকতাড়ুয়া

নদীতে ভেসে চলা ভাসমান কচুরিপানাগুলোর মতই আমার জীবন...

নির্বাক কাকতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

সত্য ও ন্যায়ের পক্ষের মানুষগুলো কবে একজোট হবেন?

০৯ ই মে, ২০২১ ভোর ৪:৫৫

একজন শিক্ষক লাঞ্চিত হইলে অন্য শিক্ষকরা লাঞ্চিতবোধ করেননা | একজন ইমাম লাঞ্চিত হইলে অন্য ইমামরা লাঞ্চিতবোধ করেননা | একজন রিক্সাওয়ালা লাঞ্চিত হইলে অন্য রিক্সাওয়ালারা লাঞ্চিতবোধ করেননা | একজন সাংবাদিক লাঞ্চিত হইলে অন্য সাংবাদিকরা লাঞ্চিতবোধ করেননা |(সব পেশার মানুষ যাঁরা: সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে কিংবা লিখতে গিয়ে অপমানিত‚ লাঞ্চিত‚ মারধোরের স্বীকার হন!)



এইরকম একটা সমাজব্যবস্থা‚ রাষ্ট্রব্যবস্থায় আমরা প্রতিনিয়ত বড় হচ্ছি | সত্য ও ন্যায়ের পক্ষের এই মানুষগুলোর পাশে কেউ দাঁড়ায়না | অথচ অন্যায়কারী‚ কুচক্রীমহল কত্ত একতাবদ্ধ হয়ে কত সুন্দরকরে শোষণ করে যাচ্ছে সবাইকে |

যেই সমাজব্যবস্থায় এইভাবে নীতিবান লোকগুলো অপমান‚ অপদস্ত‚ লাঞ্চিত হওয়ার পরও অন্য নীতিবানদের গায়ে লাগেনা‚ কোনো প্রতিবাদ হয়না সেই সমাজের এইসব নীতিবানদের কোনো মূল্য আদৌ আছে কি? তাঁরা তো নিজেদের শ্রদ্ধার জায়গাটাও ধরে রাখছেননা তবে পরবর্তী প্রজন্ম কি শিখবে? কি জানবে?

শাহবাগের সাংবাদিককে পেটানো‚ রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী পলিটেকনিকের শিক্ষককে লাঞ্চনা‚ বরিশালে ইমামের মাথায় মল ঢেলে দেয়ার মতো ঘটনাগুলোর জন্য সত্যিই বড় ব্যথিত হই‚ বিমর্ষ হয়ে যাই; কেন প্রতিবাদ হয়না‚ কেন অপরাধীকে শাস্তির আওতায় আনা হয়না ভেবে!

২৩ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | ০৬ মে ২০২১ ইং

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২১ ভোর ৫:১২

চাঁদগাজী বলেছেন:



রাষ্ট্রীয় ব্যবস্হা সামাজিক আচরণগুলোর সিকিউরিটি দেয়; আমাদের প্রশাসন সেটা রক্ষা করছে না; ফলে, সমাজ বিশৃংখল হয়ে গেছে।

২| ০৯ ই মে, ২০২১ ভোর ৫:৩০

অনল চৌধুরী বলেছেন: ২ টাকার লোভে যারা বিক্রি হয়ে যায়, তারা ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হতে পারেনা।
আমাদের শান্তিনগর এলাকার কাউন্সিলরের সাবেক সচিব বিরাট চেতনা ব্যাবসায়ী সারাদিন টাকার লোভে জামাতিদের পায়ের নীচে বসে থাকে আর প্রকৃত মুক্তিযুদ্ধে পক্ষের লোকদের ক্ষতি করে।

৩| ০৯ ই মে, ২০২১ সকাল ১০:০০

কামাল১৮ বলেছেন: সমাজের সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই।প্রশাসন যেখানে নিজেই খারাপ সেই প্রশাসন সমাজে শৃঙ্খলা আনবে কি করে। ক্ষমতার পরিবর্তন আনা ছাড়া প্রশাসনের পরিবর্তন কোন অবস্থাতেই সম্ভব না।সবার অগে দরকার গনতা্ন্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা।

৪| ০৯ ই মে, ২০২১ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: সত্য আর ন্যায় টাকার কাছে অসহায়।

৫| ০৯ ই মে, ২০২১ রাত ১০:০০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: প্রতিবাদ বা শাস্তি হবে না। জাতি সব ক্ষেত্রেই বিভ্রান্ত। সততা, মানবিকতা, নৈতিকতা বিলুপ্ত রাষ্ট্র, সমাজ ও ধর্মীয় মূল্যবোধ থেকে।
এদেশের পুঁজিপতিরা করোনা বা মহামারীর প্রণোদনা চায় নিজের স্বাচ্ছন্দের জন্য। ধর্মীয় নেতারা হুমকি দেয় তাদের সম্পত্তির হিসাব সরকার কেন চাইছে বলে, রাজনৈতিক নেতা, পাতিনেতারা নিজের বিবেক-বুদ্ধি শয়তানের কাছে বন্ধক দিয়ে তৈল মর্দনে ব্যস্ত।

দুর্ভাগ্যক্রমে এদের সঠিক পথে পরিচালিত করার জন্য কোনো প্রফেটও আসার সম্ভাবনা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.