নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

সাব্বির আহমেদ সাকিল

আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।

সাব্বির আহমেদ সাকিল › বিস্তারিত পোস্টঃ

রাত্রি যাপনের ভালোবাসা

০২ রা জুন, ২০২১ দুপুর ১:৪৩

মহাজাগতিক নিয়মে পৃথিবীর প্রতিটি রাত গমন করে । কারোর ঘুমে‚ আবার কারোর নির্ঘুমে । পৃথিবীর কিছু মানুষের কাছে রাত ভালোবাসার মানুষটির মতো সুন্দর । যেই সৌন্দর্যকে ঘিরে দু’জনে বেঁচে থাকে । রাতগুলো সেই প্রেমিকাটির মতোই চিরসুন্দর । প্রেমিকার কানের দুলের মতো দূরের আকাশে মিটিমিটি করে হেসে ওঠে উজ্জ্বল নক্ষত্র ।

দিন আর রাত মিলে মহাকাল বয়ে যায় । মাঝরাতে ঘড়ির কাঁটার দিকে তাকালেই বোঝা যায় জীবনটা কত সংকীর্ণ । যেমনটি ভালোবাসার মানুষকে ভালোবাসার সেই সময়টি । সেই ভালো সময়গুলো । সেই সুন্দর হাসিগুলো । সেই কাছাকাছি থাকার মুহূর্তগুলো ।

সমাজ‚ সভ্যতা‚ ধর্মীয় গোষ্ঠীর গণ্ডি পেরিয়েও মানুষ ভালোবেসেছে । ভালোবাসার মানুষের কাছে নত হয়েছে‚ পরাজয় বরণ করেছে । পৃথিবীর স্বর্গসুখগুলো নিহিত আছে কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে । আবার নরকতুল্য দুঃখ আছে তাকে হারিয়ে ফেলার মধ্যে । উভয়ই আছে । শুধু আলাদা আলাদা জীবন । গতানুগতিক ধারায় সবার ভালোবাসা হয়না । একসাথে থাকা হয়না । মনের লেনাদেনা হয়না ।

ভাবনাগুলো হারতে বসে । তাকে ঘিরে গল্পের নদী বয়ে যায় । শুধু লেখা হয়না । মনেহয় কলমটা কলমদানিতে পড়ে আছে‚ শুধু ভিতরে কালিটা নেই । জীবনগুলো লেখার জন্য কলমের প্রয়োজন‚ কালির প্রয়োন আর সেই কালি-ই হচ্ছে ভালোবাসা ।

সবকিছুই ঘিরে থাকে পৃথিবীর সকল মৌলিক উপাদান দিয়ে । মৌলিকতা না থাকলে জীবন স্থবির হয়ে পড়ে । জীবনকে একটা পাথরচাপার মতো বোঝা মনেহয় তখন । কিছু ক্ষুদ্র ভালোবাসা নিয়ে মানুষ সুখে থাকে । জীবনে কেউ কৃষ্ণচূড়ার রাঙা ফুলের মতো করে গড়ে তোলে আবার কেউবা গাছটি সন্ধান পায়না ।

সাব্বির আহমেদ সাকিল
১৯ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার | ০২ জুন ২০২১ ইং | কলাবাগান‚ ঢাকা

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২১ দুপুর ২:৩২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভালো লাগল আপনার পোস্টটি।

২| ০২ রা জুন, ২০২১ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: কিছু বুঝলাম না। পুরো পোষ্টে পড়ার কিছু খুঁজে পেলাম না।

৩| ০৪ ঠা জুন, ২০২১ বিকাল ৫:৫৯

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: ধন্যবাদ । ❤️

৪| ১২ ই জুন, ২০২১ ভোর ৬:১০

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: @মাহমুদুর রহমান সুজন ভাই অনেক ধন্যবাদ আপনাকে । ভালোবাসা জানবেন । ❤️

৫| ১২ ই জুন, ২০২১ ভোর ৬:১১

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: @রাজীব নূর আপনার জ্ঞানের লেভেলের প্রসারতা দরকার ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.