নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

সাব্বির আহমেদ সাকিল

আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।

সাব্বির আহমেদ সাকিল › বিস্তারিত পোস্টঃ

ধূমকেতু এক্সপ্রেসে কিছু সুন্দর মুহূর্ত

৩০ শে আগস্ট, ২০২১ ভোর ৬:১০

রাত্রিকালে কত সুন্দর একটা সময় বয়ে যায় । একটা দীর্ঘ ট্রেন যাত্রা । দূর থেকে ভেসে আসছে কত উজ্জ্বল আলো । কত ছোট ছোট পল্লীগ্রাম পার হয়ে যায় । কত পুকুর‚ কত নদী পার হয়ে যায় কখনও ধীরে‚ কখনও জোরে ছুটে যাচ্ছে একটা দীর্ঘ বাহন । চারপাশে কত মানুষ‚ কত ধর্মের মানুষ‚ কত বর্ণের মানুষ‚ কত জাতের মানুষ; কেউ জেগে আছে কেউবা আবার ঘুমে অচেতন ।

ক্ষণিক পরপর রেলের ক্যাটারিং বয়রা চা-বিস্কিট‚ চিপস‚ পানি‚ চকলেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে । আমার মনে হচ্ছে কোটি কোটি বছর ধরে যেন এই ট্রেন ছুটে চলছে । ডিজেলের পরিবর্তে যেন কয়লা দিয়ে ট্রেনটা চলছে ।

ঝোপঝাড়ে কতশত জোনাকিরা লুকোচুরি খেলছে । আবার ঝিঁঝিঁপোকারা ডাকাডাকি করছে । একটা স্টেশনে থামলে ইলশেগুঁড়ি বৃষ্টি নামছে আবার আরেক স্টেশনে বৃষ্টির কোনো ছিটেফোঁটা নেই । প্রতিটা স্টেশনে দোকানিরা পসরা সাজিয়ে রেখেছে ফলমূল‚ কেক‚ বিস্কিট‚ কলা‚ পাউরুটি‚ কোমল পানীয় আরও কত বাহারি রকমের খাবার ।

দূরবর্তী কোচগুলো যেন খসে পড়া নক্ষত্রের মতো ছুটে যাচ্ছে এক মহাকাশ থেকে আরেক মহাকাশে । রাস্তার পাশের সোডিয়াম আলোর একটা নিদারুণ কম্বিনেশন । সবকিছুকে ছাপিয়ে জীবন যেন পার হয়ে যাচ্ছে একটা প্রাচীন নিঃসঙ্গতায় । রাতের মৃদু শীতল হাওয়া এসে রমণীর মুখের অবয়ব ঢেকে দিচ্ছে । তাঁর স্বচ্ছ হাসিতে যেন মোৎজার্টের অপেরা বেজে চলেছে ।

অজানা এক শিহরণ জাগছে অন্তরের ভিতরে । স্রষ্টার নির্দেশে কত সুন্দর পৃথিবীতে এসেছে ভাবা যায় । ঝড়ো হাওয়াতে আশেপাশে থেকে ঢুকে পড়ছে সজনে পাতা‚ আমের পাতা । আকাশজুড়ে শুকতারা দেখা যাচ্ছে । আর পাহাড়ের মতো শুভ্র নির্মল মেঘ ।

জ্বরের ঘোরে সবকিছুতে বিরক্তি লাগছে । তবুও অজানা কারণে মনটা ভালো লাগছে । হয়তোবা রাতের সৌন্দর্যে আমি বাঁধা পড়ে গেছি । আমি তো এরকমই বাঁধা পড়তে চাই কোনো এক রমণীর সাথে‚ যে কোটি বছর ধরে বিস্ময়ের অপলক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আমার দিকে...আর আমি কোটি বছর ধরে ঠিক তাঁরই দিকে...

সাব্বির আহমেদ সাকিল
১৫ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ‚ শরতকাল | সোমবার | ৩০ আগস্ট ২০২১ ইং | রাত্রি ০৩ টা ০৯ মিনিট | ধুমকেতু এক্সপ্রেস(রাজশাহী-ঢাকা)

#সাব্বিরসাকিলর #ট্রেনযাত্রা #ধুমকেতু #রাজশাহী #ঢাকা #ভ্রমণডায়েরি

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২১ সকাল ৯:০২

শেরজা তপন বলেছেন: অসুস্থতার মধ্যেও যে জার্নিটা উপভোগ করেছেন সেটা বড় বিষয়
লেখা ভাল লেগেছে

২| ৩০ শে আগস্ট, ২০২১ সকাল ৯:১১

জগতারন বলেছেন:

অসুস্থার মাঝেও আপনা র সুন্দর অনুভুতি !
এবং সেই অনুভুতি 'সামু' পাঠক;
আমাদের সাথে বিলায়ে দেবার জন্য আপনার
প্রতি আমার অভিন্দন ও সুভেচ্ছা জানবেন।

৩| ৩০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: বর্ণনাটা খুব ভালো হয়েছে। উপমাগুলিও ভালো ছিল। চাইলে এটা নিয়ে একটা কবিতা লিখতে পারতেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.