নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

সাব্বির আহমেদ সাকিল

আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।

সাব্বির আহমেদ সাকিল › বিস্তারিত পোস্টঃ

আমার পত্রিকা পড়ার দিনগুলো এবং প্রথম আলোর সংশ্লিষ্টতা

১০ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১১

কতদিন হলো কাগজের পত্রিকা পড়া হয়না‚ পঁচা কাগজের গন্ধ শোঁকা হয়না । গত চার সেপ্টেম্বরে আমার নিউজ এসেছিলো বলে বহুদিন পর একটা পত্রিকা কিনেছিলাম‚ যদিও ইচ্ছে করছিলো দোকানের সমস্ত পত্রিকাগুলো কিনে ফেলি; কিন্তু ফিনানশিয়াল ক্রাইসিস তা হতে দেয়নি । একটাসময় ছিলো যখন প্রতিদিন এক কিলোমিটার দূরে গিয়ে পত্রিকা নিয়ে আসতে হতো । মেইনরোড থেকে বাড়িটা একটু দূরে হওয়ায় এবং এলাকাতে কেউ পত্রিকা নিতোনা বলে পত্রিকাওয়ালা এলাকাতে ঢুকতোনা ।

প্রতিদিন গ্রামীনফোন অফিসে আমার জন্য আমার প্রিয় পত্রিকা দৈনিক প্রথম আলো রেখে যেতেন । আমার খালাতো ভাই তখন গ্রামীনফোনে চাকরি করতেন‚ মাঝেমধ্যে ভাই পত্রিকাটা বাড়িতে দিয়ে যেতেন । সাংগঠনিক কাজে ব্যস্ত থাকার কারণে অনেকসময় চার-পাঁচ দিনের পত্রিকা জমা হয়ে যেত । তখন বিছানার উপরে সবগুলো পত্রিকা খুলে পজিটিভ নিউজগুলো পড়তাম ।

আমার প্রিয় একজন লেখক ছিলেন প্রয়াত সৈয়দ আবুল মকসুদ স্যার । পত্রিকা নেয়া শুরু করার পর তাঁর কোনো কলাম পড়িনি এমনটা বোধহয় কখনও হয়নি । কি নিদারুণ ভাবনা‚ লেখার কি শৈল্পিক গঠন । আমারও ইচ্ছে করতো-করে তাঁর মতো লেখাগুলো পত্রিকাতে প্রকাশ করতে । যেখানে সাধারণ মানুষের কথা স্থান পাবে‚ কৃষি‚ স্বাস্থ্য‚ রাজনীতি‚ অর্থনীতি‚ গুম‚ খুন‚ ধর্ষণ‚ দুর্নীতি স্থান পাবে ।

আমি নির্দিষ্ট বিষয়কেন্দ্রিক কোনো লেখক হতে চাইনা । লেখালেখির প্রসারতা ছড়াতে চাই সবটা ক্ষেত্রেই ।

আমার আম্মাও পত্রিকা পড়তেন । চোখে কম দেখতে পান বলে চোখে চশমা লাগিয়ে পড়তে হতো তাকে । মা’র চোখের চিকিৎসাটা তাড়াতাড়ি করে ফেলা দরকার । এত স্বল্প বয়সেই চোখটা খুইয়েছেন । আমি জানিনা আল্লাহপাক কবে সেই সামর্থ্য দিবেন আমাকে । আমি দেখতে পারবো মা চশমা ছাড়া সকালবেলা কুরআন পড়ছেন‚ অবসরে দৈনিক প্রথম আলো পড়ছেন‚ নিজেই সুঁইতে সুতা লাগাচ্ছেন ।

বর্তমানে পত্রিকা পড়ার জন্য এখন অনলাইন ভার্শনের দ্বারস্থ হওয়া ছাড়া অন্যকোনো উপায় নেই । ব্যস্ততা ছাপিয়েও কলামগুলো পড়ি যত্ন সহকারবারে । সারাক্ষণ নিউজফিডে কতরকম খবরের লিংক ভেসে আসে । অথচ তাঁর কয়টাইবা পড়া হয়‚ জানা হয়; তবুও চেষ্টা করি দেশ-বিদেশের খবরাখবরগুলো জেনে রাখতে ।

প্রথম আলো বন্ধুসভা করার সুবাদে সাপ্তাহিক আড্ডার দিন গিয়ে মাসুদ ভাইকে বলতাম পত্রিকাগুলো কই । স্টোররুমে পত্রিকা থাকতো‚ মাসুদ ভাই খুব ভালো করে সাজিয়ে রাখেন পত্রিকাগুলো । আমিও পড়ে পড়ে সেগুলোকে আবার সাজিয়ে রাখতাম । সেদিনের পত্রিকা ছাড়া অন্যদিনের পত্রিকাগুলো স্টোররুমেই পড়তাম । অন্যরা কি ভাববে না ভাববে সেই কারণে । তখন শেরপুরে রোডে অফিস ছিলো । এরপর সেখান থেকে ট্রান্সফার করা হলো কালীমন্দিরের পিছনে রেজাউল বাকি সড়কে ।

সাংগঠনিক কত সুন্দর দিনকাল কাটিয়েছি কত জ্ঞানগর্ভ মানুষদের সাথে‚ কত কিছু জেনেছি-শিখেছি‚ কত নিরহংকার‚ কত বিনয়ী বন্ধুসভার সেই পুরোনো-নতুন মানুষগুলো । খুব মিস করি সময়গুলোকে । মিস করি প্রথম আলোকে ।


সাব্বির আহমেদ সাকিল
২৬ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ‚ শরতকাল | শুক্রবার | ১০ সেপ্টেম্বর ২০২১ ইং | রাত্রি ০১ টা ১২ মিনিট | ময়মনসিংহ

#সাব্বিরসাকিল #লেখালেখি #পত্রিকা #মা #প্রথমআলো #বন্ধুসভা #বগুড়া #ময়মনসিংহ

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: আজ দুই বছর ধরে পত্রিকা পড়া ছেড়ে দিয়েছি। এমন কি টিভিতে খবরও দেখি না।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১৭

নগরবালক বলেছেন: দেশে থাকি না তাই কাগজের পত্রিকা পড়া হয় না। অনলাইন ভার্শন বাংলা ডয়েচে আর বিবিসি পরা হতো, খবর পড়লে মন খারাপ হয় তাই পড়া বাদ দিয়ে দিয়েছি। ফেসবুকে বিভিন্নজনের শেয়ার করা জঘন্য সব খবর হোমপেজে আসতো, তাছাড়া রাজনৈতিক ব্যাক্তিবর্গের জঘন্য মিথ্যাচার , এসকল নানাবিধ কারনে ফেসবুক ব্যাবহারও বাদ দিয়ে দিয়েছি। এখন রাতে ঘুম ভাল হয়। তবে শুক্রবারের সাহিত্য পাতা মিস করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.