নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।
আজ পহেলা অগ্রহায়ণ । বগুড়ার সাতমাথায় কলেজ থিয়েটার এর আয়োজনে হয়ে গেলো নবান্ন উৎসব । সহযোগিতা করেছে বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বগুড়া থিয়েটার ।
অথচ এই উৎসবটা আগে আমার ক্যাম্পাসে হতো । হাজার হাজার শিক্ষার্থীতে মুখরিত ও প্রাণবন্ত হয়ে উঠতো উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ।
আজ নবান্ন উৎসবটা দেখে খুব খারাপ লাগলো । কারণ ক্যাম্পাসের উৎসবটা এখন দূরে সরে গেছে বিধায় । আস্তে আস্তে সব উৎসব‚ অনুষ্ঠানে ভাটা পড়ে যাচ্ছে । একঘেয়েমি আর আলসেমির কেন্দ্র হয়ে উঠছে প্রিয় ক্যাম্পাসখানা ।
আগের মতো প্রাণবন্ত উৎসবমুখর ক্যাম্পাস এখন আর পাইনা । হৈ-হুল্লোড় খুঁজে পাইনা । ক্যাম্পাসে রাজনীতি হোক‚ মারামারি হোক তারপরেও দেখা যেত যেকোনো প্রোগ্রামে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ । সবাই অবাক দৃষ্টিতে প্রোগ্রাম দেখছে । হাততালি দিচ্ছে ।
এইসব ঐতিহ্যকে ধরে রাখতে না জানলে সরকারি আজিজুল হক কলেজ অন্যসকল কলেজের মতোই মৃতপ্রায় হয়ে উঠবে । অথচ একটাসময় অন্য কলেজের ছেলে-মেয়েরাও জানতো যে সরকারি আজিজুল হক কলেজের প্রোগ্রাম হবে‚ দলবেঁধে ছুঁটে আসতো অন্য কলেজের ছেলেমেয়েরা । কি চাকুরিজীবী কি শ্রমজীবী অনেকেই অফিস‚ কর্ম শেষে করে সবার সাথে মেতে উঠতো এই ক্যাম্পাসে ।
ক্যাম্পাসে প্রোগ্রাম করার ব্যাপারে কলেজ প্রশাসনের ভূমিকা অপরিসীম । আমরা সবাই চাই সরকারি আজিজুল হক কলেজের সেই ঐতিহ্য আবারও ফিরে আসুক । ভালো রেজাল্টের সুনামের পাশাপাশি সংস্কৃতি চর্চার সুনামও অব্যাহত থাকুক । তবেই তেষট্টি একরের ক্যাম্পাসটি পূর্ণতা পাবে ।
⏭ সাব্বির আহমেদ সাকিল
▶০১ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ‚ হেমন্তকাল | ১০ রবিউস সানি ১৪৪৩ হিজরী | ১৬ নভেম্বর ২০২১ ইং | মঙ্গলবার | শেরে বাংলা নগর‚ বগুড়া
#সাব্বিরসাকিল #নবান্ন #উৎসব #সআহক #বগুড়া
২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৫০
সাব্বির আহমেদ সাকিল বলেছেন: করোনার কারণে হারায়নি ভাই; উদ্যোগ না নেওয়ার কারণে হারিয়ে যাচ্ছে ।
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩৪
রাজীব নুর বলেছেন: উৎসব হারায় নি। গত দুই বছর করোনার জন্য অফ ছিলো। এখন করোনা প্রায় চলে গেছে। তাই উৎসব আবার হবে।