নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।
>যখন কিশোরী মেয়েটি অভিমান করে ফ্যানের সাথে ওড়না টাঙ্গিয়ে ঝুলে পড়ে । দরজা ভাঙ্গার পর ঝুলন্ত শরীরটাকে আপনজন জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে।
>যখন লাশকে কবরস্থান কিংবা শ্মশানের দিকে নিয়ে যাওয়া হয় তখন প্রিয়জনের নির্বাক চোখ সেই লাশের দিকে তাকিয়ে থাকে ।
> যখন বাড়িতে আগুন লাগে তখন দিশেহারা হয়ে চারিদিকে হন্য হয়ে পানি খোঁজে । কিংবা মাথায় হাত দিয়ে বসে পড়ে ।
>যখন চোখের সামনে কাউকে ছুরিকাঘাত কিংবা পিস্তলের বুলেটে ক্ষতবিক্ষত করে ফেলা হয় ।
>যখন কোনো মিছিল-সমাবেশে কিংবা কোনো শহরে বোমা মারা হয় আর মানুষ লাশের উপর দিয়ে দৌঁড়ে পালাতে থাকে নিজেকে রক্ষা করবার জন্য ।
>যখন মানুষ কারোর ভালোবাসায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং তাঁর নির্ঘুম চোখ তাঁরই ছায়া দেখে বেড়ায় । কিংবা যখন বিচ্ছেদ ঘটে মানুষ অসহায়‚ নিঃস্ব এবং হতবিহ্বল হয়ে পড়ে ।
>যখন ডাক্তার একজন রোগীকে বলেন আপনার সময় আর এই কয় দিন । কারণ রোগের বিস্তার আপনার সারা শরীরে ছড়িয়ে পড়েছে ।
>যখন প্রিয় কেউ মারা যায় আর সেই খবর শোনার পর আপনি বাকরুদ্ধ হয়ে পড়েন ।
>যখন সন্তান প্রসবের সময় ভালোবাসার স্ত্রী মারা যায়।
>যখন সারা মাসের বেতনটা একসাথে পায় এবং পথে ছিনতাইকারীরা তাঁর সব অর্থ ছিনিয়ে নিয়ে যায় ।
>যখন চোখ‚ হাত বেঁধে অপহরণকারী কিংবা কোনো বাহিনী ঘর থেকে কিংবা রাস্তা থেকে তুলে নিয়ে যায় ।
>যখন ফাঁসি কার্যকরের আগে বলা হয় তাঁর শেষ ইচ্ছে কি ।
>যখন পরীক্ষার রেজাল্ট প্রকাশের সময় নিজের রেজাল্ট আনপাবলিশড কিংবা নট প্রোমোটেড লেখা থাকে ।
>যখন জীবনে সাফল্য আসে এবং মা/বাবা মারা যায় ।
⏭ সাব্বির আহমেদ সাকিল
▶২৮ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ‚ হেমন্তকাল | ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী | ১৩ ডিসেম্বর ২০২১ ইং | সোমবার | শেরে বাংলা নগর‚ বগুড়া
#সাব্বিরসাকিল #যখন #জীবন #ভাবনা #বগুড়া
১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৫
সাব্বির আহমেদ সাকিল বলেছেন: ধন্যবাদ । ভালোবাসা জানবেন ।
২| ১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৩
আহমেদ জী এস বলেছেন: সাব্বির আহমেদ সাকিল,
এসব অনুভূতির কোনও শব্দ থাকেনা, কোনও রং ও হয়না! এর না হয় ভাষান্তর, না যায় তাকে ধরা...............
১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৫
সাব্বির আহমেদ সাকিল বলেছেন: ধন্যবাদ । ভালোবাসা জানবেন ।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:০৫
রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন জনাব।
কিছু অনুভূতি ব্যখ্যা করা যায় না।
১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৬
সাব্বির আহমেদ সাকিল বলেছেন: ধন্যবাদ । ভালোবাসা জানবেন ।
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৭
মোহামমদ কামরুজজামান বলেছেন: কিছু অনুভূতি কখনো প্রকাশ যোগ্য নয় ।
আপনি যতগুলো ঘটনার উল্লেখ করেছেন এসবগুলোর একটির অনুভূতিও ও কেউ কখনো কোন ভাবেই প্রকাশ করতে পারবেনা বা অন্যকে বুঝাতে পারবেনা যদিনা সে সেই ঘটনার ভূক্ত ভোগী হয়।