নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

সাব্বির আহমেদ সাকিল

আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।

সাব্বির আহমেদ সাকিল › বিস্তারিত পোস্টঃ

আধুনিকায়ন যেভাবে হিপনোটাইজ করছে আমাদের যুব সমাজকে

২১ শে মে, ২০২২ রাত ৮:১১



সুক্ষ্মভাবে কোনোকিছুকে পুশ করে দেয়া হলে তাঁর ফলাফল আস্তে আস্তে মানুষের মধ্যে বিস্তার লাভ করে । ক্যান্সার কোষের মতো । ক্যান্সার একদিনে তৈরি হয়না, এক কোষ থেকে আরেক কোষে রূপান্তর ঘটায়; আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে পড়ে ।

মানুষের দুঃখ, দূর্দশা, হতাশা, অভাবগুলোও এভাবেই ছড়িয়ে পড়ে । তবুও মানুষ কিছু করেনা, করতে পারেনা । বাজারের দ্রব্যমূল্য থেকে শুরু করে বিদ্যুৎ, গ্যাস, বাড়ি নির্মাণের ম্যাটারিয়াল । হোটেলের পুরি-সিঙ্গারা থেকে শুরু করে বিলাসবহুল জিনিসপত্রগুলোও । একটার প্রভাব আরেকটার সাথে সংযুক্ত ।

বাংলাদেশে সবকিছুর ৪০% মূল্যবৃদ্ধি পেয়েছে বর্তমান সরকারের আমলে । তবুও মানুষ কিনছে, খাচ্ছে । কিন্তু এত বাড়তি দাম তবুও মানুষ নিশ্চুপ কেন! এই যে তরুণ, যুবক সমাজের কথা বলি, সমাজ-রাষ্ট্রব্যবস্থা বদলের কথা বলি কিন্তু সেই সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে কেন নিশ্চুপ থাকতে দেখা যায়!

সবই নিছক আধুনিকতার প্রভাব । এই আধুনিকতার ফল । মানুষের আত্না, সত্ত্বাকে কিভাবে নিষ্ক্রিয় করা হয়েছে এই আধুনিকতার নামে । যদিও এটি দাজ্জালের কাজ । ইলুমিনাতি, ফ্রিমেসনরা এর পিছনে কলকাঠি নাড়িয়েছে । এবং তাঁরা সফলকামও হয়েছে ।

স্বাধীনতার পরের নাটক, সিনেমাগুলো পর্যালোচনা করলে দেখা যায় সেখানে উঠে এসেছে মানুষের অভাব, দুঃখ, দূর্দশা, গ্রামীণ সাদামাটা জীবন । মানুষ এই নাটক, সিনেমাগুলো গ্রহণও করেছে পজিটিভলি । মানুষের জীবনের সাথে সাদৃশ্য খুঁজে পেয়েছে ।

কিন্তু বর্তমানে এরকম কোনো নাটক, সিনেমা বানানো হয়না । কারণ মানুষ এই আধুনিকায়নের ফলে গ্রহণ করছে ভাঁড়ামো, মিথ্যাকে । মানুষের বর্তমান চাহিদার সাথে তাল মিলিয়ে নির্মাতারা সেভাবেই তৈরি করছে প্লট । যেখানে আপনার জীবনের সাথে সাদৃশ্যপূর্ণ তেমন কোনো ঘটনা নেই ।

দাজ্জালের এটা একটা বড় সফলতা যে বর্তমান আধুনিকতাকে কাজে লাগিয়ে মানুষকে এভাবেই কন্ট্রোল করতে পেরেছে । মিডিয়া, ডিরেক্টর, চলচ্চিত্র, সংস্কৃতিকে এত সহজেই হাত করতে পেরেছে ।

এসবকে একীভূত করে ফায়দা লুটছে । কি সুন্দর ম্যাজিক । মানুষের ক্ষোভ, বিদ্রোহকে কিভাবে অতি সহজেই কন্ট্রোল করতে পারছে...

সাব্বির আহমেদ সাকিল
০৭ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ | শনিবার | ২১ জুন ২০২২ ইং

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০২২ রাত ৮:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: পাঁচমেশালি অভিব্যক্তি।অভাব অভিযোগ আছে; আছে হতাশাও। তবে মানুষ এখনও স্বপ্নদ্রষ্টা যা মানুষকে বাঁচতে সাহায্য করে।
শুভকামনা আপনাকে।

২১ শে মে, ২০২২ রাত ৯:৪৯

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: একটা সাথে আরেকটার কানেকশন আছে । সেজন্যই আসলে পাঁচমিশালি লেগেছে । ধন্যবাদ ।

২| ২১ শে মে, ২০২২ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: দাজ্জাল একটা কাল্পনিক চরিত্র।

২২ শে মে, ২০২২ বিকাল ৫:৪৯

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: ধর্মীয় গ্রন্থ পড়ুন । তাহলে এই মিথ্যা ভাবনাটা দূর করতে পারবেন...

৩| ২১ শে মে, ২০২২ রাত ১০:২৮

শূন্য সারমর্ম বলেছেন:


দাজ্জাল ঠেকাতে মাহাদী আসছে কবে?

২২ শে মে, ২০২২ বিকাল ৫:৫০

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: আসবেন...খুব শিগগিরই আসবেন ।

৪| ২২ শে মে, ২০২২ সকাল ১০:২৩

বিটপি বলেছেন: মোবাইল এবং ইন্টারনেট মানুষের দুঃখ ভুলিয়ে দিতে অনেকটাই ওষুধের মত কাজ করে। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং শাসকদলের যত অন্যায় অত্যাচার, তা কোন প্রতিবাদ না করে নীরবে সয়ে যেতে বিনোদন জগত আমাদেরকে দারুণ টোটকা দেয়। একটা ফানি, রোস্ট ভিডিও বা টিক্টক দেখলে মনে যে কোন দুঃখ আছে, মনেই থাকেনা।

২২ শে মে, ২০২২ বিকাল ৫:৫১

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: এটাই আসলে উল্লেখ্য বিষয় ।

৫| ২২ শে মে, ২০২২ দুপুর ১:১০

নতুন বলেছেন: দাজ্জালের এটা একটা বড় সফলতা যে বর্তমান আধুনিকতাকে কাজে লাগিয়ে মানুষকে এভাবেই কন্ট্রোল করতে পেরেছে । মিডিয়া, ডিরেক্টর, চলচ্চিত্র, সংস্কৃতিকে এত সহজেই হাত করতে পেরেছে ।

দাজ্জাল একটা কাল্পনিক চরিত্র। আপনিও হিপনোটাইজড হয়ে আছেন B-))

তবে মিডিয়া মানুষকে নিয়ে ব্যবসা করছে সেটা ঠিক আছে। কিন্তু সেটা ব্যবসা মাত্র। দাজ্জাল বা ইমাম মাহাদী বলে কিছু নাই।

২২ শে মে, ২০২২ বিকাল ৫:৫২

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: আপনার জানার ভুল আছে ।

৬| ২২ শে মে, ২০২২ দুপুর ১:২১

জুন বলেছেন: মানুষ এখন আর এসব দেখে আগের মত গর্জে উঠে না, হয় না কোন মিটিং-মিছিল, হলেও ভুক্তভোগীদের আগ্রহ নেই তাতে। আফিমের নেশার মত বুদ হয়ে আছে পুরো সমাজ তথাকথিত প্রযুক্তির নাগপাশে। ভবিষ্যত ভাবে না, খৈয়ামের রুবাইর মত বলতেবথাকে কাল কি হবে ভাববো কেন আজ বসে লো তাই! তার আগে সই এখান থেকে মরেই যদি যাই

২২ শে মে, ২০২২ বিকাল ৫:৫৩

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: একারণেই শত অন্যায়ে প্রতিবাদ, বিদ্রোহ করার মতো মানুষ নেই!

৭| ২২ শে মে, ২০২২ রাত ৮:২২

নতুন বলেছেন: লেখক বলেছেন: ধর্মীয় গ্রন্থ পড়ুন । তাহলে এই মিথ্যা ভাবনাটা দূর করতে পারবেন...

কোন ধমীয় গ্রন্হে ইমাম মেহেদীর উল্লেখ আছে?

কোরানে পেয়েছেন কি?

লেখক বলেছেন: আপনার জানার ভুল আছে ।

এপযন্ত কতজন মেহেদী দাবী করেছেন জানেন??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.