নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

সাব্বির আহমেদ সাকিল

আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।

সাব্বির আহমেদ সাকিল › বিস্তারিত পোস্টঃ

স্বকীয়তা, স্বতন্ত্রতা

২৮ শে মে, ২০২২ রাত ১:২৫

স্বতন্ত্রতা হারিয়ে গেলে মানুষ এক অন্য মানুষ হয়ে যায় । এঁর বাস্তব প্রমাণগুলো বহু দেখেছি এজীবনে । স্বতন্ত্রতা ধরে রাখাটা খুবই উচিত প্রত্যেকটা মানবজনমেই । নিজস্ব দর্শন থেকে সরে গেলে তাঁর সত্তা আস্তাবলে গিয়ে পড়ে ।

জীবনানন্দ দাশ, কাজী নজরুল, লালন সাঁই এই কিসিমের মানুষ ছিলেন । স্বতন্ত্রতা ধরে রাখতে পেরেছিলেন তাঁদের ইহজীবনে, কখনও বিক্ষিপ্ত হয়ে যায়নি ।

প্রতিটি জীবনের এই স্বতন্ত্রতা একটা সরলরৈখিক বিষয় । মানুষে-মানুষের মধ্যে এঁর প্রভাব বিস্তার করে ।

সুফি-সাধকরা বছরের পর বছর ধরে এক দর্শনেই জীবন কাটিয়ে দেন । পোশাক, সংস্কৃতি, জাত, দর্শন, বাচনভঙ্গি সবই একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর চলে বা চলায় ।

যেমন হানিফ সংকেত সাহেবের কথা-ই ধরি । তাঁর বাচনভঙ্গি সেই ১৯৯০ সাল থেকে আজ অবধি একই ধাঁচে কথা বলেন, তাঁর অঙ্গভঙ্গি সেই একই ।

আবার কুদ্দুস বয়াতির কথা বলি, যাকে গানের মাধ্যমে অনেকেই মনে না রাখলেও ‘গাজী পাম্প’ বিজ্ঞাপনের জন্য তাকে বেশী চেনেন । সেই বাল্যকালে বিজ্ঞাপন এখনও মানুষকে তাড়িত করে । হুমায়ূন আহমেদ তাকে নিয়ে নাটকের কাস্টিংও করেছেন । ধাঁচ একই ।

আপন স্বকীয়তার সাথে তাল মিলিয়ে চলছেন এখনও । যখন স্টেজে গান পরিবেশন করেন, বালিশটা হাঁটুর মধ্যে রাখেন সেই গতানুগতিক ধারাতেই ।

স্বকীয়তা, স্বতন্ত্রতা মানুষের জীবনে প্রভাব সৃষ্টি করে সৌন্দর্য বৃদ্ধি করে । বিশেষ প্রেম থেকেই মানুষ তাঁর আপন স্পেসকে গুরুত্ব সহকারে সেটিকে বহন করে নিয়ে যায় । মানুষের মনে জায়গার সৃষ্টি করে..


সাব্বির আহমেদ সাকিল
১৩ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ | শুক্রবার | ২৭ মে ২০২২ ইং

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০২২ দুপুর ১২:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম পাতায় ধুম ধুম করে পরপর দুটি পোস্ট মেরে দেয়া ঠিক না।

২৮ শে মে, ২০২২ দুপুর ১২:২০

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: পরবর্তীতে আর হবেনা ভাই ।

২| ২৮ শে মে, ২০২২ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: স্বকীয়তা আর স্বরন্ত্রতা আসলে একই কথা।

২২ শে জুলাই, ২০২২ রাত ৮:৪৩

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: আচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.