নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

সাব্বির আহমেদ সাকিল

আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।

সাব্বির আহমেদ সাকিল › বিস্তারিত পোস্টঃ

কবিতার নাম: কবি হতে পারিনি

১৮ ই আগস্ট, ২০২২ রাত ৯:১৪



আমি লোরকা হতে পারিনি,
পারিনি রাইফেলের সামনে বুক উঁচু করে দাঁড়িয়ে বুলেটে বিদ্ধ হতে!
আমি শঙ্খ ঘোষ হতে পারিনি,
পারিনি রাজনৈতিক অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে কবিতা রচনা করতে ।
আমি সিলভিয়া প্লাথ হতে পারিনি,
আদিগন্ত বিষন্নতায় ডুবে থাকলেও, পারিনি সিলিং ছুঁতে
আমি কবি হতে পারিনি,
আমি মানুষের হতে পারিনি
বুলেটে ক্ষত-বিক্ষত হওয়া ভাইটির বিচারের কথা বলতে পারিনি ।
বন্দিদশায় অমানবিক জুলুমের শিকার হওয়া ভাইটির জন্য প্রতিবাদ করতে পারিনি ।
আমি নামমাত্র অর্থের বেতন পাওয়া চা বাগানের শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে পারিনি ।
অপারগতা আর কাপুরুষোচিত মনোভাবে কবি হওয়া যায়না, গণমানুষের হওয়া যায়না ।
আমার লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারিনি
মগজে কারফিউ জারি করে লিখতে পারিনি কতকিছু
আমি শাহবাগে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বলতে পারিনি, ‘বিপ্লব দীর্ঘজীবী হোক, মানুষের মুক্তি আসুক’ ।

সাব্বির আহমেদ সাকিল
০৩ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ, বর্ষাকাল | বৃহস্পতিবার | ১৮ আগস্ট ২০২২ ইং | রাত্রি ০৮ টা ২৯ মিনিট | কলমাকান্দা, নেত্রকোনা

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:১২

কাজী হাসান সোনারং বলেছেন: দারুণ!

২২ শে আগস্ট, ২০২২ রাত ৮:০৭

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: ধন্যবাদ ভাই ।

২| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:২৩

পোড়া বেগুন বলেছেন:
কবি না হতে পারার জন্য দুঃখ করবেননা।
কেউ এখন কবিতা পড়েনা। কবিতার বই
কেজি দরে বিক্রি হয়।

২২ শে আগস্ট, ২০২২ রাত ৮:০৮

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: সেটা তো কবিতাতেই উল্লেখ করেছি কেন এখন কেউ কবি হতে পারেনা, কেন মানুষ কবিতা পড়েনা!

৩| ৩১ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৬

জোভান আহমেদ বলেছেন: https://www.youtube.com/watch?v=xheqxOYgp5k

আপনার অনুমতি ছাড়াই আবৃত্তি করার চেষ্টা করলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.