নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

সাব্বির আহমেদ সাকিল

আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।

সাব্বির আহমেদ সাকিল › বিস্তারিত পোস্টঃ

খুনের শহর বগুড়া | খুনের অভয়ারণ্য বগুড়া

১২ ই জুন, ২০২৩ রাত ৩:০২



তীব্র গরম, অনাবৃষ্টি, খরা, ভূমিকম্প, বন্যা, বরফ গলা, মাটি-পানি-বায়ু দূষণ এসব মূলত মানবসৃষ্ট কারণের মধ্যে অন্যতম । বায়ুদূষণে কিছুদিন পরপরই রাজধানী ঢাকার নাম পত্রিকার শিরোনামে উঠে আসছে ।

ঢাকাসহ অন্যান্য জেলাগুলো, বাহিরের দেশগুলোতে মানবসৃষ্ট কারণে পরিবেশ হুমকির মুখে পড়লেও বিশেষ করে বগুড়ার মানুষ আছে আরেক মানবসৃষ্ট কারণের দুর্দশায় ।

আর সেটি হলো প্রতিনিয়ত দুর্বৃত্তায়নের প্রভাব । ফলে অন্যান্য দূর্যোগের মোকাবেলা করবার আগে বগুড়ার মানুষদের লড়াই করতে হচ্ছে রক্ত-মাংসে গড়া মানুষের হাত থেকে জীবন বাঁচানোর লড়াইয়ে ।

গত কিছুদিন ঘন ঘন লোডশেডিংয়ে বগুড়াবাসীরও ত্রাহি অবস্থা হয়েছে । সামাজিক যোগাযোগমাধ্যমে লোডশেডিং নিয়ে নানা পোস্ট, মন্তব্য করতে দেখা গেছে ।

অথচ প্রতিনিয়ত ঘটে চলা খু.ন, জ.খ.মের মারাত্মক রূপ ধারণ করলেও বগুড়ার মানুষদের মনে বিন্দুমাত্র দাগ কাটতে পারেনি এই ইস্যু । সবাই ভাবছে অন্য কাউকে মারছে, নিজেকে তো মারছেনা ।

এভাবেই দায়সারাহীনভাবে জনসম্মুখে চলছে দুর্বৃত্তায়ন । যেই দুর্বৃত্তায়ন থেকে রক্ষা পাচ্ছেনা সরকারদলীয় ব্যক্তি, ব্যবসায়ী, আমলা, শিক্ষার্থী, সাধারণ মানুষ । দুর্বৃত্তরা প্রশাসন, গণমাধ্যম, এলিট, সাধারণ মানুষদের দেখিয়ে দিচ্ছে তাঁদের ক্ষমতা ।

একদিকে যেমন শহীদ জিয়াউর রহমান মেডিকেল, মোহাম্মদ আলী হসপিটালে নানা রোগ, পীড়ায় ভোগা ব্যক্তিদের আহাজারি শোকে মাতম সেখানে নতুন মাত্রায় যুক্ত হয়েছে অস্বাভাবিক দুর্বৃত্তায়নের ফলে আঘাতপ্রাপ্ত, নি.হ.তদের শোক ।

স্থবির হয়ে পড়েছে সমাজের, রাষ্ট্রের সব মহলের চোখ, মনন-মগজ । এমনই এক অন্ধকার শহরে পরিণত হয়েছে প্রাচীন বাংলার রাজধানী । অথচ এও নয় রাজধানী বা বিভাগীয় শহরগুলোর চাইতে বেশী মা.দ.কের আধিক্য এখানে । যাঁর ফলে মস্তিষ্ক বিকৃতরা এসব করে বেড়াচ্ছে ।

খুব স্বাভাবিক সেই দুর্বৃত্তরা, যাঁদের খু.ন করতে, ছু.রিকাঘাত করতে মা.দ.কের প্রয়োজন হচ্ছেনা । নিরাপদে ঘরে ফিরবার নিশ্চয়তা দেবার ক্ষমতা বগুড়ায় কারোর হচ্ছেনা ।

এমন ভয়াবহ রূপ যদি আপনাদের মনে প্রতিবাদের, ঘৃণার, শাস্তির দাবীর উন্মেষ না ঘটাতে পারে তবে চলুক এভাবেই । গতকাল উমুক মরেছে, আজ তমুক মরেছে কাল আপনি/আমি মরবো ।

সাব্বির আহমেদ সাকিল
২৯ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | সোমবার | ১২ জুন ২০২৩ ইং | আপন নীড়, বগুড়া

#বগুড়া #দুর্বৃত্তায়ন #খুন #ছুরিকাঘাত #ভয়ানকশহর #খুনেরশহর #মৃত্যু #অনিরাপদবগুড়া #নিরাপত্তাহীনবগুড়া

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২৩ সকাল ১০:২৬

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লেখেছেন সাকিল দা
ভাল থাকবেন----------

১৯ শে জুন, ২০২৩ রাত ১২:০৮

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: ধন্যবাদ ।

২| ১২ ই জুন, ২০২৩ সকাল ১০:৪১

রানার ব্লগ বলেছেন: একটা সময় খুন খারাবির জন্য কুস্টিয়া বিখ্যাত ছিলো ।

১৯ শে জুন, ২০২৩ রাত ১২:০৯

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: বর্তমানে বগুড়া সেই খ্যাতি কেড়ে নিয়েছে!

৩| ১২ ই জুন, ২০২৩ সকাল ১১:১৮

নজসু বলেছেন:



বগুড়া সম্পর্কে যতোটা বলছেন, অতোটা হচ্ছে না তো।
সারা বাংলাদেশের চিত্রানুযায়ী বগুড়া শহরের বর্তমান অবস্থা ঠিক আছে।

আপনিও তো বগুড়ার। আসেন গলা মিলিয়ে বলি-
পুঁটি মাছ মারবের যায়া মারে আনি বোল
হামরা বোগড়োর ছোল। :)

১৯ শে জুন, ২০২৩ রাত ১২:১১

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: যেহেতু আপনিও বগুড়ার সেহেতু বগুড়ার ভাষাতেই বলি, আপনি ব্যন লিত্তিদিন এগল্যা লিয়ে খোঁজ লেন না, এইজন্যে এডা কলেন । বগড়্যার লাকান ইংক্যা খারাপ পরিস্থিতি আর কুটি আছে কন তো?

৪| ১২ ই জুন, ২০২৩ দুপুর ১২:২৪

আমি সাজিদ বলেছেন: কলোনি, চেলো পাড়া, সাতমাথার অফিসগুলোর সামনে প্রচুর চ্যাংড়া ঘোরাঘুরি করে। বিভিন্ন ভাগ বাঁটোয়ারা তো আছেই। নানা আন্ডারগ্রাউন্ড হিটম্যানে বগুড়া ভরপুর। বগুড়া ভালো মানুষের পাশাপাশি টেররদের জন্যও থাকার চমৎকার জায়গা। উত্তর বঙ্গের রাজধানী হওয়ায় এইখানে উত্তাপটা আরও বেশী।

১৯ শে জুন, ২০২৩ রাত ১২:১২

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: ঠিকই বলেছেন আপনি ।

৫| ১২ ই জুন, ২০২৩ দুপুর ১২:৩০

মোস্তফা সোহেল বলেছেন: শুধু বগুড়া নয় দেশের সর্বত্রই খুনের রাজত্ব তৈরী হয়েছে।

১৯ শে জুন, ২০২৩ রাত ১২:১৩

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: সেটা আছে, তবে খুনের আধিক্যটা বগুড়ায় বেশী!

৬| ১২ ই জুন, ২০২৩ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: এটা শুধু বগুড়া নয়, সারা বাংলাদেশের একই অবস্থা।

১৯ শে জুন, ২০২৩ রাত ১২:১৩

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: বগুড়ায় তূলনামূলক বেশী।

৭| ১২ ই জুন, ২০২৩ বিকাল ৩:৫৩

প্রামানিক বলেছেন: মানুষের স্বাভাবিক জীবন যাত্রা খুবই হুমকির মুখে।

১৯ শে জুন, ২০২৩ রাত ১২:১৬

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: যখন সনাতন চক্রবর্তী এডিশনাল এসপি ছিলেন তিনি বেশ কঠোরভাবে বগুড়াতে কাজ করেছেন । তিনি থাকাকালীন চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম এবং খুনের পরিমাণ অনেকটা কমে গিয়েছিল । বলা যায়, উনি বগুড়ার সাধারণ মানুষদের জন্য আশীর্বাদ হয়ে এসেচিলেন ।

৮| ১২ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:

বগুড়ার নাশকতার কাহিনী আপনার অন্য পোস্টেও পড়েছি মনে হয়

১৯ শে জুন, ২০২৩ রাত ১২:১২

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: হ্যাঁ । বগুড়ার এই পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি লেখা লিখেছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.