নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

সাব্বির আহমেদ সাকিল

আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।

সাব্বির আহমেদ সাকিল › বিস্তারিত পোস্টঃ

জল্লাদ শাজাহানের সাক্ষাৎকার: যে দু\'জনের মৃত্যুর পূর্বের কথা পৃথিবীতে প্রচলিত থাকবে সহস্র বছর

১৯ শে জুন, ২০২৩ রাত ১২:০৭



জল্লাদ শাজাহান । যিনি ৩২ বছর কারাভোগের জীবনে ২৬ টি মৃত্যুদণ্ড কার্যকর করার পর আজ মুক্তি পেয়েছেন । সারাদিন মিডিয়ায় তাকে নিয়ে হুলস্থুলতা লক্ষ্য করলাম, লক্ষ্য করবারই কথা । এমন একজন মানুষ যিনি এদেশের অনেক বড় বড় লোকেদের ফাঁসি দেওয়ার ভূমিকায় থেকেছেন । কাজেই বিষয়টা অনেক গুরুত্ব বহন করে ।

শাজাহান মিডিয়ায় সাক্ষাৎকারে বেশ কয়েকজনের মৃত্যুর পূর্বের কথা তুলে ধরেছেন । আমি শুধু দু'টো ব্যক্তির কথা নিয়ে বলছি, যে দু'জনকে নিয়ে কথা বলা দরকার বলেই মনে হয়েছে আমার কাছে । যাঁর একজন এরশাদ শিকদার আর অন্যজন মুনির নামের এক ব্যক্তি ।

এরশাদ শিকদারের নাম শোনেনি এমন লোক এদেশে খুঁজে পাওয়া বিরল-ই হবে হয়তো । কুখ্যাত সেই এরশাদ যে বরফকলে এনে মানুষকে হত্যা করতো । ছিল ত্রাস, একজন গডফাদার । যাঁর কথা বলে নাকি মায়েরা তাঁদের সন্তানদের ঘুম পাড়াতো ।

তো জল্লাদ শাজাহানকে নাকি এরশাদ শিকদার মৃত্যুর পূর্বে বলে গিয়েছিলেন, ‘আমি জীবনে কোনোদিন অন্যায় করিনি । আমার জন্য দোয়া করবেন ।’ জাস্ট একটাবার চিন্তা করে দেখুন মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে তবুও মিথ্যা বলা ছাড়ছেনা । সে অকপটে জীবনের অন্তিম মুহূর্তে কিরূপ মিথ্যা বলে গেল!

মানুষের মিথ্যা বলার প্রবণতা কতটা প্রবল হলে মৃত্যুর পূর্বেও মিথ্যা কথা বলে যেতে পারে । মানুষ মরে যাবার সময়ও মিথ্যা বলে এটা পৃথিবীর জন্য অনন্য এক দৃষ্টান্ত রয়ে গেল! আপনি আপনার পরবর্তী প্রজন্মে এ কথাটা বললেন, তাঁর প্রজন্ম পরবর্তী প্রজন্মকে বলবে । এভাবে বহু বছর কথাটা জারি থাকবে ।

দ্বিতীয় যে ব্যক্তি মুনির নামের তিনি মৃত্যুর আগে নাকি বলেছিলেন, ‘আমাকে একটা সিগারেট দাও ।’ কিরকম সরল বাক্যে তিনি বলেছেন কথাটা । এমনও হতে পারে পৃথিবীতে সিগারেট ছিল তাঁর প্রিয় । আমি হলিউডের অনেক সিনেমায় দেখেছি মানুষ জীবনের শেষ মুহূর্তে কাছের মানুষের থেকে শেষ একটা সিগারেট চেয়েছে ।

জল্লাদ শাজাহানের মিডিয়ায় বলা এই কথাগুলো এদেশের-বৈদেশের মানুষের কাছে অতি গুরুত্বপূর্ণ কথা হিসেবেই থেকে যাওয়ার কথা । আমার দৃঢ় বিশ্বাস যে এই কথাগুলো পৃথিবীতে থেকে যাবে বহু বছর ।

সাব্বির আহমেদ সাকিল
০৪ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ, বর্ষাকাল | রোববার | ১৮ জুন ২০২৩ ইং | অমাবস্যা | আপন নীড়, বগুড়া

#জল্লাদ #শাজাহান #এরশাদ #শিকদার #মৃত্যু #ফাঁসি

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২৩ রাত ১২:২১

জ্যাক স্মিথ বলেছেন: ক্রিমিনালরা মূলত তাদের প্রতিটি ক্রাইমের পিছনে নিজস্ব কিছু যুক্তি দাঁড় করায় যা তাদের চোখে অন্যায় নয়, এরশাদ শিকদারও সে সেন্স থেকেই উক্ত কথা বলেছে।

২৮ শে জুন, ২০২৩ ভোর ৪:৪৮

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: হতে পারে ।

২| ১৯ শে জুন, ২০২৩ রাত ১২:২৪

সাহাদাত উদরাজী বলেছেন: জাত ক্রিমিন্যাল।

২৮ শে জুন, ২০২৩ ভোর ৪:৪৮

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: একেবারে ।

৩| ১৯ শে জুন, ২০২৩ রাত ১:১৩

নূর আলম হিরণ বলেছেন: যে ব্যাটা মরার আগে সিগারেট খেতে চেয়েছিল, আমি নিশ্চিত সে হুমায়ূন আহমেদের বই পড়তো। :)

২৮ শে জুন, ২০২৩ ভোর ৪:৪৮

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: হাহাহা ।

৪| ১৯ শে জুন, ২০২৩ সকাল ৭:২৩

কামাল১৮ বলেছেন: এরশাদকে আমি চিনি ৭১ সাল থেকে। সে বরিশাল ঘাট শ্রমিক ছিলো।ঘাট শ্রমিকদের মাঝে আমাদের সংগঠনের কাজ ছিলো। সেই সুত্রে তাকে জানতাম।সেও আমাকে চিনতো।লঞ্চে বা স্টিমারে যাবার প্রয়োজন হলেই যায়গা রাখতো।৫/১০ টাকা দিলে নিতো না।সেই এরশাদ বরিশাল থেকে খুলনায় এসে কি ভাবে যে কি হয়ে গেলো ভাবতে অবাক লাগে।তবে সাহসী ছিলো।তার সাহসের কিছু পরিচয় আমি পেয়েছি।
এরশাদ লেখাপড়া না জানা একজন সাধারন লোক।সে মিথ্যা বলতেই পারে।বড় বড় নেতারা দিনে দুপুরে ডাহা মিথ্যা কথা বলে।একজন আবার জাতির বিশেষ এক শোকের দিনে মিথ্যা জন্মদিন পালন করে বছরের পর বছর।সেই জাতির একজন সাধারন লোক মিথ্যা বলবে এতে অবাক হবার কি আছে।

২৮ শে জুন, ২০২৩ ভোর ৪:৫১

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: মৃত্যুর পূর্বক্ষণেও?

৫| ১৯ শে জুন, ২০২৩ সকাল ৯:১৪

ধুলো মেঘ বলেছেন: এতগুলো মানুষের ফাঁসি দিল - লোকটা কি মানুষ? পারলো কি ভাবে?

২৮ শে জুন, ২০২৩ ভোর ৪:৪৯

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: ফাঁসি আদালত দিয়েছে । তাঁর কোনো ক্ষমতা নেই ফাঁসি দেয়ার, না দেয়ার ।

৬| ১৯ শে জুন, ২০২৩ সকাল ১০:২১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: একজন খুনী । যেকিনা ডাকাতি ও হড্যার অপরাধে জেল খেটেছে । জেলে গিয়েও আইনের ছত্র ছায়ায় মানুষের মৃত্যুদন্ড কার্যকর করেছে তাকে নিয়ে এতো হইচই এর কি আছে ? সত্যি আমাদের সময়ের কোন অভাব নাই । কিছু একটা পাইলেই হইলো ।

২৮ শে জুন, ২০২৩ ভোর ৪:৪৭

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: এই যে তিনি কয়েকজনের সম্পর্কে তথ্য দিলেন, সেটাইবা কোথায় পেতেন মিডিয়া না থাকলে!

৭| ১৯ শে জুন, ২০২৩ সকাল ১১:৩৩

মহেরা বলেছেন: আপনার লেখাটি দেখে লিখার প্রয়াস হলো।

২৮ শে জুন, ২০২৩ ভোর ৪:৪৬

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: লিখে ফেলুন।

৮| ১৯ শে জুন, ২০২৩ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: হুম। জানলাম।

২৮ শে জুন, ২০২৩ ভোর ৪:৪৬

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: আপনি এরকম বট টাইপের কমেন্ট করা থেকে বিরত থাকুন । তাহলে ভালো হয় ।

৯| ২০ শে জুন, ২০২৩ রাত ৩:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ছোটবেলায় মুনীর খুকু খুব শুনেছি। এখানে ওখানে মেয়েদের আড্ডা মানেই মনির খুকু। মানুষ পাক্ষিক মাসিক দৈনিক পেপার পত্রিকা কিনতু আপডেট নিউজ জানার জন্য।

মনির সিগারেট খেতে চেয়েছিল। হিরণ ভাই বলেছেন সে হুমায়ুন আহমদের বই পড়তো কিনা।


২৮ শে জুন, ২০২৩ ভোর ৪:৫০

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: হতে পারে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.