নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।
ঘড়ির কাঁটা টিকটিক করছে । জানিয়ে দিচ্ছে আমাদের জীবনের সময় পার হয়ে যাচ্ছে । এভাবেই প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত ঘড়ি কাঁটা স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের বয়স বাড়ছে, দায়িত্ব বাড়ছে । মাথার কালো চুল সাদা হতে চলেছে ।
প্রতিটি সময়, প্রতিটি কাজ, প্রতিটি ঘটনা আমাদের জীবনের সাথে বর্তমান থেকে অতীতের দিকে নিয়ে যাচ্ছে । সংবাদপত্রের প্রতিটি ঘটনা পরদিন বাসি আকারে প্রকাশিত হচ্ছে । বর্তমান আর বর্তমান থাকছেনা, হয়ে যাচ্ছে অতীত ।
ঘড়ির কাঁটা সেই কবে যে চালু হয়েছে তাঁর সুর্নিদিষ্ট সময় হয়তো বলা সম্ভব নয় । তবুও এভাবেই সময় কেটে গেছে কতকাল ধরে । কত মানুষ এসেছে, কত সম্প্রদায় এসেছে, কত রাজা কত রাণী কত সরকার এসেছে এবং চলেও গেছে ।
এভাবেই সময় বয়ে যায় । আমরা অন্ধকার কিংবা আলোর মাঝে নিজেদের খুঁজে ফিরি । খুঁজে ফিরি সুখ, স্বাচ্ছন্দ্য, একটু ভালো থাকা । সেই ভালো থাকাকে কেন্দ্র করে পৃথিবীতে প্রতিনিয়ত কত ঘটনা ঘটছে । মানুষ মানুষকে মারছে । প্রতিপক্ষকে ফাঁসাচ্ছে । জোরজবরদস্তি করছে, জুলুম করছে ।
খুব যতসামান্য এই জীবন । অথচ তবুও যেন কোথাও আমাদের ঠাঁই নেই । সাধ্যের মধ্যে দ্রব্যমূল্য নেই, সুখ নেই, ভালো থাকা নেই । নেই জীবন ও জীবিকার নিশ্চয়তা । একটু ভালো থাকতে, ভালো রাখতে প্রতিনিয়ত কত সংগ্রাম । দেহ থেকে ঝরানো ঘামে আবারও শীতল বাতাসে শুকিয়ে যাচ্ছে ।
সময়ের রেখা ধরে আমরা জীবন পাড়ি দিচ্ছি প্রতিনিয়ত । ভেবে চলেছি কত কথা, কত স্বপ্নের বুনন বুনছি । নাকের মধ্যে ঢুকানো টিউব সরিয়ে একটু শিউলির গন্ধ নিতেই আমাদের আবারও শ্বাসকষ্ট উঠছে । দাপিয়ে বেড়ানো জীবনের এই সময় বৃদ্ধ হতে চলেছে...
‘সময়ের শপথ! নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত।’ (সূরা আসর : ১-২)
সাব্বির আহমেদ সাকিল
২৩ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ, শরৎকাল | বৃহস্পতিবার | ০৭ সেপ্টেম্বর ২০২৩ ইং | কৃষ্ণ অষ্টমী | আপন নীড়, বগুড়া
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাচ্ছেন সেটা পরিস্কার হলো না।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:১৪
হাসান১৯ বলেছেন: আপনার লেখাটায় মতিউর রহমান মল্লিক এর - “টিক টিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে?” এই গানেরই যেন প্রতিচ্ছবি ফুটে উঠেছে।।।
টিক টিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে
কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ॥
ঝকঝক ফকফক করে যত্দিন ঘড়ির চেহারা
তত্দিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা
সময় মতো সময় দিলে সবখানে বিরাজে ॥
চকচক তকতক জীবন ঘড়ি করে যতোদিন
দাম থাকে তার সবার কাছে বন্ধু ততোদিন
মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে ॥
হায় হায় হায় হায় আসল ঘড়ির অর্থ বুঝলাম না
সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না
খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে ॥
যায় যায় যায় যায় দিন চলে যায় কুরআন পড়লাম না
কত নভেল নাটক পড়লাম হাদীস ধরলাম না
সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে ॥
©somewhere in net ltd.
১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:৫২
ইফতেখার ভূইয়া বলেছেন: ভালো বলেছেন। এই হাজারো নাই এর মাঝে একদিন আমাকেও যে নাই হয়ে যেতে হবে তা অনেকেই ভাবেন না। পৃথিবীকেই সবকিছু মনে করে আঁকড়ে বেঁচে থাকার এই অদম্য প্রয়াস কেবলই মোহ। এটা বুঝতে বুঝতে এক মানব জীবন পার হয়ে গেল।