নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখলাম অনেকেই মোশারফ করিমের উপর ক্ষেপেছে কারন উনি নাকি ধর্মিয় অনুভূতিতে আঘাত হেনেছে।
আচ্ছা ঐ অনুষ্টানে মোশারফ করিম বলেছে যে "পোশাকই ধর্ষনের কারন না" আর এই এক কথায়ই উনি দালাল হয়ে গেল।
ঠিক আছে মানলাম উনি দালাল কিন্তু একই অনুষ্টানে উনি আরো একটা কথা বলেছিলো যে "পোশাকই যদি ধর্ষনের কারন হবে তাহলে শিশুরা কেন ধর্ষিত হচ্ছে"
যারা উনার প্রথম কথায় চট করে ক্ষেপে গেলেন তাদের কাছে আমার প্রশ্ন উনার দৃতীয় কথাটা আপনার কেন এরিয়ে গেলেন??
আমারও ঐ একই প্রশ্ন পোশাকই যদি ধর্ষনের মূল কারন হয় তাহলে শিশুরা কেন ধর্ষিত হচ্ছে??
জানি এই কথার কোন শুদ্ধ উত্তর দিতে পারবেন না। কিন্তু বিচার মানি তয় তালগাছ আমার এই উক্তিটির মত খালি ঐ একদিকেই খালি ঠেলতে পারবেন যে পোশাকের কারনেই ধর্ষন হয়।
হ্যা, পোশাক পরিচ্ছদে অবশ্যই নারী এবং পুরুষ উভয়েরই শালীনতা থাকা উচিৎ এবং আমাদের ধর্ম অনুযাই এটা ফরজ।
ফরজ বলতে এটা পাঁচ ওয়াক্ত নামাজ এবং রোজার মতই ফরজ।
তাছাড়া পোশাকে বংশের পরিচয় না পাওয়া গেলেও রুচির পরিচয় কিন্তু ঠিকই পাওয়া যায়। যে কারো পোশাক দেখে খুব সহজেই তার রুচিবোধ সম্পর্কে আন্দাজ করা যায়।
এটা স্বীকার করি যে কিছু উল্টাপাল্ট পোষাক বর্তমানে বাংলাদেশের নারী/পুরুষও পরিধান করে কিন্তু সেটা মূলতো শহর অঞ্চলে।
বাংলাদেশে এখোনো গ্রামের মেয়েরা যথেষ্ট শালীন পোষাকই পরিধান করে। দু একটা হয়ত ব্যাতিক্রম দেখা যায় কিন্তু ব্যাতিক্রম কখনো সাধারন নয়।
কিন্তু আমরা পত্র-পত্রিকায় বর্তমানে ধর্ষনের যে নিউজ গুলো পাই তার বেশীরভাগই গ্রাম অঞ্চলে।
>আসলে ধর্ষনের মূল কারন কি জানেন?
:ধর্ষনের মূল কারন হচ্ছে ধর্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তি না হওয়া।
তবুও একদল লোক যারা ধর্ষকের শাস্তির কথা না বলে ধর্ষিতার পোষাকের উপর দোষ চাপাচ্ছে।
তবে কি তারা এটা বোঝাতে চাচ্ছে খোলা মেলা পোষাক পরলে ধর্ষন করা জায়েজ?
তবে কি তারা সহজেই ধর্ষককে দায় মুক্তি দিতে চাচ্ছে?
লক্ষ করলে দেখতে পাবেন প্রতিদিন নিউজে যেই পরিমান ধর্ষনের নিউজ আসে সেই পরিমানতো দূরে থাক তার এক পার্সেন্টও বিচারের নিউজ আসেনা।
তার মানে যেই অনুপাতে ধর্ষন হচ্ছে সেই অনুপাতে বিচার হচ্ছেনা।
আমার মতে ধর্ষকের শাস্তি হিসেবে ডায়েরেক্ট তার ......... কেটে দেওয়া উচিত।
আমি ব্যক্তিগত ভাবে এাট মনে করি যে, ধর্ষন রূখতে হলে ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে হবে এবং সেটা মিডিয়াতে ফলাও করে প্রচার করতে হবে।
শাস্তির নিউজ গুলোও ভাইরাল করতে হবে।
এতে করে ধর্ষনের পরিসখ্যানটা হয়তো ধীরে ধীরে কমানো যাবে। কারন এত করে যে কেউ ধর্ষন করার আগে ভাইরাল হওয়া শাস্তির নিউজগুলো নিয়ে একটু হলেও ভাববে।
২| ২৫ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দৃষ্টান্তুমূলক শাস্তি ও বিচার না হওয়া ধর্ষনের মূল কারন
৩| ০১ লা মে, ২০১৮ দুপুর ১২:৩৯
uzzalhosain বলেছেন: ধর্ষণে পোশাক না বিচার না হওয়া ধর্ষণো মূল কারণ । এক্ষেএে এভাবে বলতে হবে যে তাদের বিবেক বুদ্ধি ও নৈতিক শিক্ষার অভাব । একটি মেয়ে যখন রাস্তায় অর্ধলগ্ন পোশাক পরিধান করে চলাফেরা করে । তখন খারাপ ছেলেরা তাদের উক্তত্য করতে সাহস পায় । আবার দেখা যায় ধর্ষণের শিকার হওয়ার পরে সঠিক বিচার পায় না । তাই তবে বিচার ব্যবস্থা একটু বেশি দায়ী বরা যেতে পারে ।
ধর্ষণের জন্য পোশাক এবং বচিার ব্যবস্থা উভয় দায়ী ।
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
জেকলেট বলেছেন: মানুষের মাঝে শিক্ষার মারাত্বক অভাব। তাই চিলে কান নিয়া গেলো টাইপের বক ধামিকদারা দেশ ভরে গেছে। এই সকল বক ধার্মিকরা আবার কোরআনের প্রথম নাজিলকৃত আয়াত কোনটা তা মনে হয় মানতে বা মনে করতে রাজি নয়।