নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘ বালিকা! হৃদয়ের আর্তনাদ তোমার কাছে !
এ কৃত্রিম শহরে তোমার এক বিন্দু অকৃত্রিম ভালবাসাও বিক্রি দিও না।
চলো সঞ্চয় করি কিছু বিশুদ্ধ প্রেমের বীজ।
একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে এ সুসজ্জিত নগর কাঠামো।
বিলীন হবে সমস্ত কৃত্রিম ভালবাসা।
একদিন অবসান হবে সকল ব্যাস্ততা।
সেদিন সমস্ত শুদ্ধ প্রেমিকের সাথে আমিও ফিরবো কৃষক হয়ে।
শূন্য মরূদ্যানে চাষ করবো নিখাদ ভালবাসা।
আমাদের সঞ্চিত বীজে স্নিগ্ধ মাটি চিরে মাথা তুলবে বাহারি সব ফুলেরা।
মেঘ বালিকা,
সেখান থেকে একটি জবা এনে গুজে দেবো তোমার খোপায়।
তারপর মুক্ত বাতসে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলেদেবো ভালবাসার কথা।
কি! ফিরিয়ে দেবেনাকি তখন?
২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৬
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: কৃতজ্ঞতা রইলো
২| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০২
রাজীব নুর বলেছেন: এই কবিতা যে মেয়ে পড়বে সে'ই ছুটে আসবে। যে ছুটে আসবে না বুঝে নেবেন তার আবেগ নেই।
০১ লা মে, ২০১৮ সকাল ১১:৩৬
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: বলেছেন: মেঘ বালিকারা এখন আবেগ মুক্ত।
কৃতজ্ঞতা
৩| ০১ লা মে, ২০১৮ সকাল ১১:৪৬
বিদেশে কামলা খাটি বলেছেন: মেঘ বালিকা তো দেখি অনেক ভাগ্যবতী।
০৪ ঠা মে, ২০১৮ সকাল ১০:১১
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: সেটা উপরে যিনি আছেন তিনিই জানেন।
কৃতজ্ঞতা
৪| ০১ লা মে, ২০১৮ দুপুর ১২:৩৮
এজাজ ফারিয়া বলেছেন: ভালো লাগলো কবতাটি
০৪ ঠা মে, ২০১৮ সকাল ১০:১১
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: কৃতজ্ঞতা
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: মেঘবালিকা এমন আর্তি ফেরাবে কেমনে?
শুভেচ্ছা রইল।