নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশি বংশদ্ভূত

০১ লা মে, ২০১৮ সকাল ১১:৩৪

অমুক দেশে বাংলাদেশি বংশদ্ভুতের তমুক কর্মকান্ডে অনেকেই খুব আনন্দিত হয় কিন্তু আমি তারে নিয়ে লাফালাফির কিছু দেখিনা। কারন সে অনলি বাংলাদেশি বংশদ্ভুদ, নট সিটিজেন।
যে অর্থের লোভে বাংলাদেশকে ভুলে গিয়ে অন্য দেশের নাগরিক হতে পারে তাদের নিয়ে তেমন লাফালাফির কিছু দেখিনা।
চিন্তা করুন তো আপনার জন্মস্থান, আপনার মাতৃভূমিতে আসতে আপনাকে ভিসা নিতে হচ্ছে! এবং ভিসার মেয়াদ শেষ আপনাকে দেশ ত্যাগ করতে হবে। ব্যাপারটা ক্যামন লাগবে।
কিছুদিন আগে দেখলাম ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি বংশদ্ভুত এমপিদের মধ্য টিউলিপ সিদ্দিকিকে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক কোনো একটি প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেন "আমি কিন্তু বাংলাদেশি না"
যে বা যারা নিজেকে বাংলাদেশি পরিচয় টুকু দিতেও লজ্জা বোধ করে তাদের নিয়ে বাংলাদেশের মানুষের লাফালাফির কি কারন থাকতে পারে?
যে মানুষ অর্থের লোভে মাতৃভূমির মায়া ত্যাগ করে অন্য দেশের নাগরিকত্বের পিছনে দৌরায় তাদের নিয়ে গর্ব করার মতো কিছু পাইনা।
ইনফ্যাক্ট বাংলাদেশের অর্থনীতিতে ও তাদের তেমন কোন অবদানও খুজে পাইনা।
বরং ব্যাক্তিগত ভাবে সেই সমস্ত সাধারন/ প্রবাসী শ্রমিকদের জন্য ভালোবাসা যারা মাথারঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে বাংলাদেশে রেমিটেন্স বৃদ্ধি করে চলছে। মজবুত করছে অর্থনীতি।

যাইহোক,
আজকের এই মে দিবসে সকল কুলি, মজুর, শ্রমিক, প্রবাসী শ্রমিক সকলের প্রতি রই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৮ সকাল ১১:৩৮

বিদেশে কামলা খাটি বলেছেন: সত্য কথা।

০১ লা মে, ২০১৮ দুপুর ১২:৫৯

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: কৃতজ্ঞতা

২| ০১ লা মে, ২০১৮ সকাল ১১:৫৪

পলাশবাবা বলেছেন: বাংলাদেশি বংশোদ্ভুত রা মনে হয় "অর্থের লোভে" বা "উন্নত জীবনযাপনের" জন্য বিদেশি হয় নাই। তার বাপ মা হতে পারে। বাংলাদেশি বংশোদ্ভুত রা জন্মাইছে ঐ দেশে।

০১ লা মে, ২০১৮ দুপুর ১:০৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: যে বা যারা জন্ম সূত্রেই অন্য দেশের নাগরিক তাদের ব্যাপারটা আলাদা।
এ দেশ থেকে সে কিছুই নেয়নি, সুতারং এদেশের প্রতি তার অবস্থান নিয়ে প্রশ্ন থাকতে পারেনা।

ধন্যবাদ মন্তব্যের জন্য

৩| ০১ লা মে, ২০১৮ দুপুর ১২:১২

uzzalhosain বলেছেন: বাংলাদেশী বংশদ্ভুতের হযে লাভ কি য়ারা কি না অন্য দেশে গিয়ে নাগরিকত্ব লাভ করছেন । নিজ দেশকে ভুলে অন্যর দেশের ঊন্নয়নের অংশিদারিত্ব হয়েছেন । কিন্তু তারা তো একবার তো তারা নিজদেশের উন্নয়নে এগিয়ে আসে না । তারা আবার কিসের বাংলাদেশী বংশদ্ভুত । এরা বাংলাদেশি বংশদ্ভুত না এরা পাশ্চত্যর বংশদ্ভুত । এদের মনে দেশের প্রতি ভালবাসা নাই । টুইটারে আমি https://twitter.com/uzzalhosain3

০১ লা মে, ২০১৮ দুপুর ১:০৬

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: কৃতজ্ঞতা

৪| ০১ লা মে, ২০১৮ দুপুর ১২:১২

শাহিন-৯৯ বলেছেন: আপনি যদি দেশে সঠিক মূল্যায়ন না পান আবার অন্য দিকে আপনাকে মূল্যায়ন করার জন্য একদল লাল গালিচা বিছিয়ে দাঁড়িয়ে আছে, আপনি কোনটা গ্রহন করবেন?

০১ লা মে, ২০১৮ দুপুর ১২:৫৮

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: মূল্যায়ন পাব না বিধায় আমাকে চলে যেত হবে? এটাতে আমি একমত নয়। আমাকে মনে রাখতে হবে এই দেশ, এইদেশের মানুষের টাকায় আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার।
সুতারং তাদের প্রতি আমার একটা দায়িত্ব রয়েয়ে। মাতা পিতা সন্তানকে জন্ম দেয় এবং কষ্ট করে মানুষ করে, বড় করে। এরপর সন্তানের দায়িত্ব থাকে পিতা মাতাকে দেখাশুনা করার।
আর দেশের মানুষের টাকায় স্কুল, কলেজ, বিশ্ব বিদ্যালয়ে পড়ে একজন উচ্চ শিক্ষিত হলো, সুতারং তার দেশের প্রতি কি কোনো দায়িত্বই থাকবে না?
মানলাম সে হয়তো সঠিক মূল্যায়ন পাচ্ছেনা, কিন্তু তাকে তো কেউ ছুরে ফেলে দিচ্ছেনা। আর সততা এবং নিষ্ঠার সাথে দেশের প্রতি ভালোবাসা নিয়ে কাজ করলে মূল্যায়ন পাবেনা একথা মানতে আমি রাজি নয়।

যাইহোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৫| ০১ লা মে, ২০১৮ দুপুর ১২:৪১

তারেক_মাহমুদ বলেছেন: কৃষক শ্রমিকরাই প্রকৃত বীর।

০১ লা মে, ২০১৮ দুপুর ১:০৬

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: কৃতজ্ঞতা

৬| ০১ লা মে, ২০১৮ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

০২ রা মে, ২০১৮ সকাল ৯:২৯

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: কৃতজ্ঞতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.