নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

দিনাজপুর ভ্রমনের অভিজ্ঞতা থেকে বলছি

১০ ই জুন, ২০১৮ রাত ৮:১৭

দিনাজপুরের একটা জিনিস চোখে পরার মতো। এখানকার মেয়েরা অন্য যায়গার মেয়েদের চেয়ে এগিয়ে। এরা পুরুষদের সাথে তাল মিলিয়ে কাজ করতে জানে।
এখানকার ৮০% স্কুল পড়ুয়া মেয়েই নিজে সাইকেল ড্রাইভ করে স্কুলে যায়। কেউ কেউ আবার বান্ধবি নিয়ে ডাবলিং করে স্কুলে যায়। এরপর স্কুল শেষে অবসর টাইমে বাবা মা কে কৃষি কাজেও হেল্প করে।
সর্বপোরি যা দেখলাম এখানকার মেয়েদের কাজ গুলো চোখে পরার মতো। মানুষ গুলোও মোটামুটি ভালোই কেউ বাকা চোখে তাকায় না।

আর বর্তমানে তথা কথিত নারী অধিকার বা নারী ক্ষমতায়ন বলে অনেকেই নারীদের মাথায় যেই ব্যাপারটা ঢুকিয়ে দিচ্ছে সেটা হলো অধিকার পেতে হলে প্রথমেই তোমাকে স্মার্ট হতে হবে। আর স্মার্ট হতে হরে তোমাকে অলটাইম একেবারে মেকাপ- টেকাপ কইরে, পোষাক-আষাক এমন ভাবে পরতে হবে যেন তোমাকে দেখতে একেবারে হট- হট লাগে। যেকোনো পুরুষই যেনো তোমাকে দেখা মাত্রই তোমার শরীরের আসক্তিতে পরে যায়।

কিন্তু না! এগুলো অধিকার বা ক্ষমতায়নের কোন পর্যায়েই পরেনা।
অধিকার বা ক্ষমতা দেওয়া/নেয়ার জিনিস না।
নিজ যোগ্যতার সুষ্ট ব্যাবহার করে কাজের মাধ্যমে অধিকার এবং ক্ষমতা দুটোই আদায় করে নিতে হয়।
এবং এই জিনিসটা দিনাজপুরের মেয়েদের মধ্যে আছে। এখানকার মেয়েদের নজর কাজের দিকে অঙ্গসজ্জার দিকে নয়।
হয়তো বা ১০০% নয়, বাট ম্যাক্সিমাম।
আই হোপ, আগমি ১০-১২ বৎসর পর বাংলাদেশের প্রত্যতটা সেক্টরে এই মেয়ে গুলো ছড়িয়ে যাবে।

দিনাজপুরের মেয়েগুলো দেশের অন্যান্ন যায়গার মেয়েদের জন্য রোল মডেল হতে পারে।
মনে রাখবেন, ভালোকিছু ফলোকরা মানে ছোটো হওয়া নয়।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৮ রাত ৮:২২

কলাবাগান১ বলেছেন: আপনার মনের চোখ অনেক কুৎসিত....

স্মার্ট মানে কাপর-চোপড়ে না...স্মার্ট হল পড়ালিখায়

১০ ই জুন, ২০১৮ রাত ৮:৩৮

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: আপনি মনে হয় আমার লেখাটা বুঝতে পারেন নি
কাপর-চোপরে স্মাটনেস এটা আমার কথা নয়, আমি বলেছি কিছু মানুষ মেয়েদের মাথায় এটা ঢুকাচ্ছে যে, কাপর-চোপর ই স্মাটনেস।
মেয়েরা যেনে কর্মে মনোজোগ দেয় সেটাই আমি বলতে চেয়েছি

২| ১০ ই জুন, ২০১৮ রাত ৮:৩২

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, ওখানকার মেয়েরা আপনার থেকে ভালো বুঝেন।

১০ ই জুন, ২০১৮ রাত ৮:৪০

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: আপনার মন্তব্যতে কোন দিকে মিন করেছেন সেটা বোধগাম্য হচ্ছেনা।

৩| ১০ ই জুন, ২০১৮ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: আপনার কাছ থেকে দিনাজপুরের কথা শুনে ভালো লাগলো।
দিনাজপুরের মতো হোক প্রতিটা জেলার মেয়েরা।

১০ ই জুন, ২০১৮ রাত ১১:২৮

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: সেই উদ্যেশ্যেই লেখা। যদি একজনও অনুপ্রনিত হয়

৪| ১০ ই জুন, ২০১৮ রাত ১১:২২

কাইকর বলেছেন: এগিয়ে যাগ বাংলাদেশ এভাবেই

১০ ই জুন, ২০১৮ রাত ১১:৩২

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: আশা করি একদিন ঠিকই পরিবর্তন আসবে। নারী পুরুষ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে দেশ,
আর আমি সেদিনের অপেক্ষায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.