নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী পরিবর্তনশীল।
ভালোবাসাও তার ব্যতিক্রম নয়।
যুগে যুগে ভালোবাসা পরিবর্তন হয়েছে।
একটা সময় ভালোবাসা ছিলো কঠিন! কঠিন বলতে এতোটাই কঠিন, যে সহস্র আঘাতে ভাঙ্গা তো দূরে থাক সামান্য ফাটলও ধরানো যেত না।
সে সময়ে লৌহ বা পাথরও দৃঢ়তার দিক থেকে ভালোবাসার নিচেই অবস্থান করতো।
দিনে দিনে আমাদের দৈনন্দিন কাজে ভার্চুয়ালিটির প্রাধান্যতা বৃদ্ধি পাচ্ছে, যেটাকে চতুর্থ শিল্প বিপ্লব হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।
ভার্চূয়ালিটির এই যুগে ভালবাসা কঠিন থেকে রূপান্তর ঘটিয়ে তরলে পরিনত হচ্ছে।
পরিবর্তন হচ্ছে ভালোবাসার সংজ্ঞা এবং ধরন !
এখন ভালোবাসা যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারন করে।
ধোকাবাজ নামক কোন পাত্রে রাখলে ভালোবাসা কেবলি ধোকা দেয়।
আর পবিত্র কোন হৃদয়ে ঢেলে দিলে ভালোবাসা হয়ে ওঠে মহান!
আজ প্রত্যেকটা মানুষ তাদের অন্তরে ভালোবাসা রাখার আলাদা আলাদা পাত্র ধারন করে।
তাই আজ আর ভালোবাসার একক কোন আকার নেই।
অজস্র মানুষেরর কাছে অজস্র আকারে প্রকাশিত হয় ভালোবাসা।
সভ্যতার এ পর্যায়ে এসে কারো কাছে ভালোবাসা মানে একগুচ্ছ সেলফি।
কেউবা দিন-রাত্রি এক করে ফোনালাপের মধ্যে ভালোবাসা সন্ধান করছে।
আবার কারো কাছে আবদ্ধ চারদেয়ালের মাঝে একান্ত কর্মে লিপ্ত হওয়াটাই বিশুদ্ধ ভালোবাসা।
আজ প্রতিটা মানুষ নিজের মতো করে ভালোবাসাকে সংজ্ঞায়ন করে নিচ্ছে।
তাই এখন আর ভালোবাসার কোন একক সংজ্ঞা নেই।
আজ অজস্র সংজ্ঞায় সংজ্ঞায়িত হচ্ছে ভালোবাসা।
এখন ভালোবাসার বিভিন্ন ধরন বিদ্যমান।
তার মধ্যে "টাইমপাস" নামক এক বিশেষ ধরনের ইংরেজি শব্দ বেশ জনপ্রিয় এবং প্রচলিত।
হয়তো ভবিষ্যতে আরো পরিবর্তন হবে।
তরল থেকে হবে বায়োবীয়।
না! সেখানেই থেমে থাকবেনা। হয়তো চক্রাকারে ঘুরতে থাকবে ভালোবাসা.......
২| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৫
রাজীব নুর বলেছেন: মনে রাখবেন শুধু ভালোবাসা না সব কিছুই পরিবর্তনশীল।
আপনি লিখেছেন? কবিতা?
কিছু একটা লিখতে চেষ্টা করেছেন কিন্তু সফল হননি।
চেষ্টা অব্যহত রাখুন।
২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪০
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: যদিও আলাদা প্যারা করে দেওয়া হয়েছে, কিন্তু এটা কবিতা নয়।
ধন্যবাদ মন্তব্যের জন্য
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১১:০১
স্রাঞ্জি সে বলেছেন: জয় হউক ভালবাসার, দ্বিধাহীন ভাবে ভালবাসার মানুষগুলো বেঁচে থাকুক।