নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

ব্যক্তির অপকর্ম ও কিছু মানুষের ভাবনা

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৮

যখনি কোনো মেয়ের খারাপ কাজের কথা কানে যায় তখনি এক শ্রেনীর মানুষকে ( বিশেষ করে ছেলেরা) বলতে শুনি "আসলে মেয়েরা এমনি হয়, মেয়েরা ছলনাময়ি" ( মানে এই টাইপের সেগেটিভ কর্থাবার্তা)। আবার তাদের সাথে থাকা এক শ্রেনীর আবাল "হু" বলে মাথা নেরে এইসব কথার সমর্থনও দিয় যায়।
এখানে যখনি মেয়েরা/ নারীরা বলা হচ্ছে তার মানে হচ্ছে এখানে গোটা মেয়ে জাতীকে দোষ দেওয়া হচ্ছে।
একজনের খারাপ কাজের জন্য ঢালাও ভাবে গোটা মেয়ে জাতীকে খারাপ বলার আগে একবারও কি মনে পড়েনা, যে আপনিও কোনো একজন নারীর গর্ভেই জন্মলাভ করেছেন?

এবার আসি উল্টোটায়।
কোনো ছেলের এমন খারাপ কাজ করার খবর কানে আসলে ও একটাইপের মানুষ আছে ( বিশেষ করে কিছু মেয়েরা) বলে বেড়ায় " আরে ছেলে মানুষ দুনিয়ার খারাপ" ( এই টাইপের কথা বার্তা আরকি)। এখানেও ঐ "হু" বলে মাথা নারার পাবলিক থাকেই।
তবে এসব বলার আগে একবার ভাবা দরকার কোনো এক ছেলে মানুষই আপনাকে জন্ম দিয়েছে। সে আপনার মুখের অন্নের জন্য, আপনাকে একটু ভালো রাখতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে ।
সুতারং ব্যক্তির খারাপ কাজের জন্য শুধু মাত্র ব্যাক্তিকেই দায়ি করুন, তাকে শুধরে দেবার চেষ্টা করুন, কাজ না হলে সমাজ হতে বয়কট করুন।
কিন্তু তার অপকর্মের জন্য গোটা ছেলে জাতী বা মেয়ে জাতীকে নিয়ে কথা বলবেন না।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: সবই পয়েন্ট অব ভিউ.....
Angle of thinking....

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৩

দীপঙ্কর বেরা বলেছেন: ঠিক কথা। তবে আরো কিছু কথা আছে।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: দেশের মানুষের মানসিকরা পরিবর্তন দরকার।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৯

নজসু বলেছেন:



অথচ কোন একজন ভালো কিছু করলে তার জন্য পুরো সম্প্রদায়কে ভালো বলা হয়না। :-B

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০১

কাওছার আজাদ বলেছেন: আসলে আমাদের দৃষ্টিভঙিটাই খারাপ।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৩

কনফুসিয়াস বলেছেন: সহমত.

৭| ০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: মন্তব্যের উত্তর দেন না কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.