নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুতে জন্ম

০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৭



আবরার চলে গেল! আর আসবে না!
কোনদিনও আসবে না!
মা' কে ডাকবে না
মা' বলে ডাকবে না।
দেয়ালে আ'র কোন চিকা ঝুলবে না।
আবরার শহীদ হল
আবরার ইতিহাস হল!
আমি চলে যাব
আমরা চলে যাব!
আজই চলে যাব
হয়তো এখনি চলে যাব!
আমি কি হব
আমরা কি হব!

আবরারের মৃত্যুতে শহস্র সন্তান
তার মাকে "মা" বলে ডাকছে।
আমার মৃত্যুতে কে আছে
মোর জননীকে সে মধুর সুরে ভোলাবে!
আবরারের মৃত্যুতে শহস্র মানুষ নিজেকে আবরার পরিচয় দিচ্ছে।
আমার মৃত্যুতে কে আছে নিজেকে "আমি" পরিচয় দেবে!

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: জন্মিলে হবে মরণ
এতো সত্য চিরন্তন

কর কর্ম এমন
মরিলে হাসিবে তুমি
কাঁদিবে ভুবন।

২| ০৯ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কষ্ট কাব্য :(

৩| ০৯ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: সত্য।

টুনি মন্তুদের মনে রাখে না পৃথিবী, ইতিহাস!

৪| ০৯ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৯

করুণাধারা বলেছেন: কবিতা ভালো হয়েছে।

কোথায় জানি দেখলাম, ছেলে সন্তান হলে তার নাম রাখবে আবরার।

০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৫১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: ধন্যবাদ

৫| ০৯ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০২

শায়মা বলেছেন: জন্ম থাকলে মৃত্যুও থাকবে কিন্তু এইভাবে মৃত্যু ?

যারা এইভাবে পিটিয়ে মারলো তাদের প্রত্যেকের মাকে একি অনুভূতি দেওয়া হোক যেই কষ্ট আজ আবরারের মাকে পেতে হচ্ছে।

খুনীদের মায়েরাও কি পারবে তাদের ছেলেদেরকে ক্ষমা করতে?

০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:০৮

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: খুনিদের মায়েরা তাদের সন্তানদের ক্ষমা করতে পারবে কিনা জানা নেই। এ মৃত্যু বেদনা দায়ক। তবে এটা মৃত্যু মৃত্যু নয় অমরত্ব।
ধরেন আজ থেকে ২০০ বছর পরে একটি দিন, আমার সন্তান, তার সন্তান..তার সন্তান অর্থাৎ আমারই কোন এক উত্তরসূরি সে হয়তো আমকে চিনবে না। কিন্তু সেই ইতিহাসের পাতা ঘাটতে গিয়ে আবারার নামটা পেয়ে যাবে, তখন মনের অজন্তেই আবরারের প্রতি তার বিনম্র শ্রদ্ধা বোধ জাগ্রত হবে। অতচ তারই পূর্ব পুরুষ হওয়া সত্তেও সে আমাকে চিনবে না। যেমনটা আমি চিনিনা আমার পূর্ব পুরুষদের কিন্তু তীতুমীর কে চিনি, শাহ্ অলি উল্লাহ্ কে চিনি....

৬| ০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।

০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:০৯

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: কৃতজ্ঞতা

৭| ১০ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:০০

মাহমুদুর রহমান বলেছেন: অত্যান্ত হৃদয় বিদারক কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.