নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল সকাল এই নিউজটা দেখার পর একটা ব্যাপার চিন্তা করে খুব গর্ব হচ্ছিল।
কনজারভেটিভ পার্টি এবং লেবারপার্টির দেশ ইংল্যান্ড, যারা এক সময় বিশ্বে রাজত্ব করেছে।
রিপাবলিকান এবং ডেমোক্রেটেদের দেশ আমেরিকা, যারা বর্তমানে বিশ্ব শাসন করছে।
চিন্তা করেন, এতো ক্ষমতা থাকার পরেও এরা ডমেস্টিকের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক দল হতে পারলো না।
অথচ আমাদের আর কিছু থাকুক বা’না থাকুক দুইটা আন্তর্জাতিক রাজনৈতিক দল কিন্তু আছে।
যাইহোক, সংবাদের ব্যাপারে যাস্ট এতটুকুই বলবো, দুই গ্রুপ মারামারিতে একজন নিহত হওয়া মানে, পৃথিবীতে একজন বাটপার অথবা আবালের সংখ্যা হ্রাস পেয়েছে, এর বেশি কিছু না।
২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৫
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: অনলাইনে তো অনেক সময় পূর্বের ঘটনাও সামনে চলে আসে, এটা তেমনি কিছু একটা হবে।
২| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটা বোকা.দা কমল। এই জাতির রক্তে সমস্যা রয়ে গিয়েছে...
২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৭
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: রক্ত ক্লিনাপ করা দরকার তাহলে।
৩| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৩
ভুয়া মফিজ বলেছেন: মানুষ যখন ছাগলে পরিনত হয় তখন তার শিং গজায় না, আচরণ দিয়ে বুঝতে হয়। এদের খোয়াড়েই (দেশেই) থাকা উচিত। বাইরে যাওয়া ঠিক না।
২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৬
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: গলায় দড়ি পরানো না হলে বাহিরে তো যাবেই ।
এ্যানিওয়ে, আপনার মন্তব্যটা বেশ ইন্টারেস্টিং ছিল। ধন্যবাদ।
৪| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫১
ঢাবিয়ান বলেছেন: এরা প্রবাসে লুটেরা রাজননীতিবিদদের টাকায় লালিত পালিত পোষা প্রানীর দল
২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৯
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: মন্তব্যটা বেশ ভালো লাগলো।
ধন্যবাদ।
৫| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: এরা বদ। এরা সারা জীবনই বদ থাকবে।
এরা মরে শেষ হোক।
২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১১
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: ঠিকই বলেছেন !
৬| ২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ৭:১৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সাব্বাস ! এইনা হলে বাঙালি ! জাতির শুধু রক্তে নয়, অস্থিমজ্জায় সমস্যা রয়ে গেছে | এই আবালকে দেখে অন্যান্য দেশেও আরো অনেক বাঙালি আবালের উৎসাহ জগতে পারে |
৭| ২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:০৬
ইমরান আশফাক বলেছেন: লজ্জ্বায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে, কতখানি আবাল হলে এরা বিদেশের মাটিতে গ্রুপিং করে এক দল আরেক দলের উপর দা-বটি নিয়ে হামলা করে।
৮| ২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩৬
খায়রুল আহসান বলেছেন: খবরটা পড়ে আমিও তাজ্জব বনে গিয়েছিলাম।
বোধকরি, কথাটা সৈয়দ মুজতবা আলি বলেছিলেন, বিদেশে বাঙালি মাত্রই সজ্জন। এই কি তার নমুনা?
ভুয়া মফিজ এর মন্তব্যটা কৌতুক উদ্রেককারী হলেও, অর্থবহ এবং পালনীয়।
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই সংবাদ আজ সকালে দেখবেন কেন। এটাতো ২ দিন আগের ঘটনা। 21 January, 2020, 09:55 am
পূর্ব শত্রুতার জের ধরে পর্তুগাল বিএনপির সভাপতি অলিউর রহমান চৌধুরী ও পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফরহাদ মিয়ার নেতৃত্বে উভয় দলের নেতা কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছে।
বাংলা মার্কেট খ্যাত লিজবনের মার্টিম মনিজে স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে দা-চাপাতি ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুদল। স্থানীয় সূত্র অনুযায়ী, সংঘর্ষে নিহত ব্যক্তির নাম সাহেদ (৩৮)। তিনি সিলেটের ফেন্সুগঞ্জ উপজেলার বাসিন্দা ও আওয়ামী লীগ কর্মী। সংঘর্ষে একই উপজেলার কয়েকজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন।