নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

বিহাইন্ড দ্যা ভাইরাল ইস্যুজ

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৮

আসলে ব্যাপাট্টা এখন এমন পর্যায়ে এসে ঠেকেছে যে, রিখটার স্কেলে অন্যান্ন দলের কারো ১০ মাত্রার অপরাধের চেয়ে রিখটার স্কেলে সরকারীদলের কারো ১ মাত্রার অপরাধেও পাবলিকের বেশী ইন্টারেস্ট। সেখানে সরকারীদলেই যদি ১০ মাত্রার অপরাধী পাওয়া যায় তাইলেতো কথাই নাই, মিডিয়া জন্য সেটা ঈদ ঈদ এট্টা পরিবেশের সৃষ্টি করে। আর গভমেন্টও দেখছে পাবলিক এখন গভমেন্টের ইতিবাচক খবরের চেয়ে নেতিবাচক খবর বেশী খাচ্ছে, কিন্তু সরাসরি গভমেন্ট নিজেইতো আর নিজের নেতিবাচক দিক তুলে ধরতে পারে না তাই মাঝেমধ্যে দলের দুই একজনরে বলি দিতে হয়, এই আরকি। (এখানে গভমেন্ট পাবলিক ইন্টারেস্ট বুঝেই বলি দিয়েছে)

যাইহোক, জিকে শামীম, সম্রাট, কিংবা পাপিয়া একেক জন মূলত একেক কারনে মিডিয়া ফোকাসটা একটু বেশী পেয়েছে/পাচ্ছে। যেমন শামীম পেয়েছে তার বিশাল এ্যামাউন্টের কারনে, সম্রাট পেয়েছে তার পদের কারনে, আর পাপিয়া পাচ্ছে তার জেন্ডার এবং ইয়াও ইয়াও ফিগারের কারনে। (এখানে মিডিয়া পাবলিক ইন্টারেস্ট বুঝেই ফোকাস দিচ্ছে)
তাছাড়া এইযে এতো লাফালাফি করা হচ্ছে এতে লাভটা কি হবে, বড়োজোর কয়েক বছর জেল হবে এইতো, যাবজ্জীবন তো আর হবে না তাইনা!

ও বলে রাখা দরকার, উপরোক্ত প্যারায় রিখটার স্কেলকে অপরাধ পরিমাপের স্কেল হিসেবে ধরে নেওয়া হয়েছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: এই দেশের সবাই অপরাধী।
ভালো কে?
ভালো কেউ নাই।
খুজলে প্রতিটা মানুষের অপরাধ খুঁজে পাওয়া যাবে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: সবকিছুই নষ্টদের অধিকারে গিয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.