নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতার নিত্যতা সূত্র

১০ ই মে, ২০২০ দুপুর ১২:১৫

হে পারমাণবিক বিশ্ব;
তোমার পারমাণবিক মিসাইল নিশ্চিহ্ন করে দিতে পারে মানব সভ্যতা।
অথচ ধংশ করতে পারে না একটি ক্ষুদ্র ভাইরাস।
ফিরিয়ে দিতে পারে না নগরে নাগরীক উচ্ছলতা,
পূর্ন করতে পারে না ক্ষুধার্ত পাকস্থলী।

হে ক্ষমতাধর যুক্তরাষ্ট্র;
ক্ষমতার দাপটে তুমি খালি করেছো অজস্র মায়ের কোল।
অথচ ক্ষুদ্র ভাইরাসের দাপটে তুমিই আজ সন্তান হারা জননী।
বিলিয়ন-বিলিয়ন ডলার তোমার সামরিক ব্যায়।
অথচ তোমার কোটি কোটি জনতা আজ বেকার,
আহার চিন্তায় তারা দিশেহারা।

ইহুদিবাদী ইজরাইল;
মানুষে মানুষে সংক্রমিত হচ্ছে ভাইরাস,
কোথায় তোমার এয়ার ডিফেন্স সিস্টেম?
কোথায় তোমার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী?
কোথায় তোমার মোসাদ?

ভারত-পাকিস্থান;
প্রতিহিংসার দাবানলে_তোমরা না একটা লাশের প্রতিশোধে তিনটা ফেলে দ্যাও?
অথচ আজ তোমাদের শত শত লাশের কি বিনিময় নিয়েছ?
মানুষ মারতে তোমাদের লক্ষ-লক্ষ কোটি বাজেট,
কিন্তু জীবন বাঁচানোর বাজেট? ক্ষুধার বাজেট?

লকহিড মার্টিন-বোয়িং-রেথিওন-বিএই সিস্টেমস;
কয়টা জীবন তোমরা বাঁচিয়েছো?
অথচ মানুষ হত্যার হাতিয়ার বেচে বিলিয়ন বিলিয়ন কামাচ্ছো!

হা_হা_হা_ বিলাসী বিশ্ব,
প্রকৃতিকে নিয়ে নিয়ে ইচ্ছে মতো খেলছো।
দ্যাখো-দ্যাখো-দ্যাখো আজ জেগেছে প্রকৃতি,
তোমাদের নিয়ে খেলছে মরনের হলি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২০ দুপুর ১২:৩৭

সাইন বোর্ড বলেছেন: দিন শেষে তবু তাদের খেলা বন্ধ হবেনা ।

১৩ ই মে, ২০২০ রাত ১২:২৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: টিকই বলেছেন

২| ১০ ই মে, ২০২০ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: সেই রকম কবিতা লিখেছেন। ধার আছে। তেজ আছে।

১৩ ই মে, ২০২০ রাত ১২:১৮

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: কৃতজ্ঞতা

৩| ১০ ই মে, ২০২০ রাত ৮:৩০

নেওয়াজ আলি বলেছেন: Excellent

১৩ ই মে, ২০২০ রাত ১২:১৮

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: কৃতজ্ঞতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.