![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"হায় রে ভজনালয়,
তোমার মিনারে চড়িয়া ভন্ড গাহে স্বার্থের জয়!
মানুষেরে ঘৃণা করি'
ও' কারা কোরান, বেদ, বাইবেল চুম্বিছে মরি' মরি'
ও' মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর ক'রে কেড়ে,
যাহারা আনিল গ্রন্থ-কেতাব সেই মানুষেরে মেরে,
পূজিছে গ্রন্থ ভন্ডের দল! মূর্খরা সব শোনো,
মানুষ এনেছে গ্রন্থ;-গ্রন্থ আনেনি মানুষ কোনো।"
আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালবাসা পেয়েছিলাম, সেই অধিকারে বলছি, আমায় আপনারা ক্ষমা করবেন। আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসি নি। আমি নেতা হতে আসি নি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী হতে নিরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম।
প্রিয় কবি নজরুল! যা বলেছে, যা লিখেছে তা'ই অমর হয়েছে। তাকে নিয়ে তিনি নিজে যা বলে গেছেন, এর চেয়ে বেশি কি বলা সম্ভব!
"মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ তূর্য "
এই এক লাইনেই কি কবির পরিচয় পাওয়া যায় না? কবি যোদ্ধা, কবি প্রেমিক।
পৃথিবীর মানুষ এবং শয়তান উভয়ই আছে।
কবি প্রেমিক, তিনি মানুষকে ভালোবেসেছেন।
কবি যোদ্ধা, তিনি শয়তানের বিরুদ্ধে লড়েছেন।
শুভ জন্মদিন প্রেমিক।
শুভ জন্মদিন যোদ্ধা।
শুভ জন্মদিন কবি।
ভালোবাসা আর শ্রদ্ধা।
২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:০০
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
শুধু জীবনানন্দ নয়, বাংলার যেকোন কবির বিপরীতে আমি নজরুলকেই বেছে নেব
২| ২৫ শে মে, ২০২১ রাত ১০:১৭
কামাল১৮ বলেছেন: নজরুল মানুষের কবি,জাতি ধর্মের উপরে তার স্থান।
২৬ শে মে, ২০২১ রাত ১:০৪
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
তিনি সবকিছুর উপরে মানুষকে রেখে ভালোবাসার কথা বলে গেছেন। ভালোবাসা দিয়েও যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধ এভাবে শক্ত করে বলা যায় নজরুল তার উদাহরণ
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০২১ বিকাল ৫:১৬
রাজীব নুর বলেছেন: একজন দুঃখী কবি।
আপনাকে যদি বলা জীবনানন্দ আর নজরুলের মধ্যে যে কোনো একজনকে বেছে নিন। তাহলে আপনি কাকে নেবেন?