নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধ এবং পশ্চিমা বিনোদন, মাঝে কিছু নিরিহ প্রাণ যায়!

২৩ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৫


পশ্চিমা গণমাধ্যম আমার বেশ লাগে। বিনোদনের জন্য।

এদের অনেকেই বানিয়ে বানিয়ে মিথ্যা প্রচার করে, খুব উপভোগ্য করে।

জানে মিথ্যা, তবুও উপস্থাপন নিখুঁত, শিল্পীত। বিশ্বাস করতে ইচ্ছে করে। অনেকে বিশ্বাস করেও। আমার ভালো লাগে।

ইরাকে মানব বিধ্বংসী অস্ত্র আছে, এবং অবিলম্বে ইরাকে হামলা চালানো উচিত, এই জাতীয় খবর ও বিশ্লেষণ তারা প্রচার করতো, ২০০১ সালে, নাইন ইলেভেনের পর।

বিশ্ববিদ্যালয়ে প্রথম বা দ্বিতীয় বর্ষে পড়তাম তখন। টিউশনি থেকে ফিরে রাতের খাবারের পর, রুমমেটরা সবাই মিলে, সাড়ে দশটায় রেডিওতে বিবিসি শুনতাম, রোজ।

সাড়ে দশটা থেকে এগারটা, প্রতিরাতে ৩০ মিনিট বাংলা খবর প্রচার করতো তারা তখন। এখনো কি করে? কে জানে।

বিবিসি বুশের বক্তব্যের বরাত দিয়ে ইরাক হামলার যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতো, প্রতি রাতের খবরে, প্রতিদিন। অবিরাম।

বুঝতাম এই খবর ও বিশ্লেষণে মিথ্যা ও অতিরঞ্জন আছে। কিন্তু শুধু রাগ করা ছাড়া আর কি বা করার ছিলো। কেউ কেউ গালি দিতো।

ইরাকে দশ লাখেরও বেশি মানুষ মারলো আমেরিকা। এর বেশিরভাগই বেসামরিক মানুষ, নারী, শিশু।

কোন মানব বিধ্বংসী অস্ত্র পাওয়া গেলোনা ইরাকে।

ক'দিন আগে ইরাক হামলা বিষয়ে এক বৃটিশ গবেষণা প্রতিবেদন প্রকাশ হয়েছে (Chilcot Report)। সেখানে দেখানো হয়েছে, মিথ্যা ও অতিরঞ্জিত ঝুঁকির কথা বলে, ব্লেয়ার ইরাক হামলায় বুশের সহযোগী হয়েছিলেন।

একটা ভিডিওতে দেখলাম, সাংবাদিকেরা এ ব্যাপারে ব্লেয়ারকে জিজ্ঞেস করলে বেচারা বেশ অপ্রস্তুত হয়ে গেলো। অপরাধীর মুখোভঙ্গী নিয়ে আ উ করতে থাকলো। কিছুটা অনুতপ্তও মনে হলো খুনিটাকে।

এর আগে একই প্রশ্নে বড় খুনি বুশকেও আমতা আমতা করতে দেখেছি।

মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে, মিথ্যা খবর প্রচার করা গণমাধ্যমের কর্তা ব্যক্তিদের সাংবাদিকেরা কখনো প্রশ্ন করেছে, তাদের মিথ্যা প্রচার বিষয়ে?

মিথ্যা প্রচারের জন্য কোন গণমাধ্যম অনুতপ্ত হয়েছে কখনো?

আমি দেখিনি।

আপনাদের অভিজ্ঞতা কী?

লেখক: শাহাদাত হোসেন

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা করোনার টিকা কেনেনি, মহামারীতে মানুষের প্রান রক্ষার জন্য টিকা কেনার দরকার ছিলো; আপনি শেখ হাসিনাকে আরো কত বছর ক্ষমতায় দেখতে চান?

২৩ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৬

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



এদেশেতো আম্রিকান তরিকায় চলা দেশ, আইমিন গণতন্ত্রের দেশ। সুতরাং সেটা জনগনের উপর ডিপেন্ড করবে।

আসলে গণতন্ত্র মানেই তো সংখ্যাধিক্যর মতামত, আর প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত সংখ্যাধিক্য মানুষ ছাগল। সুতরাং আম্রিকান তরিকায়, আইমিন গণতান্ত্রিক ব্যবস্থায় হাসিনে গেলেও ঘুরেফিরে ঐ ছাগলই ক্ষমতায় আসবে (মনে মনে ধরেন যে ১০০% সঠিক নির্বাচন হলো)। আপনি বরং হাসিনার কথা না বলে গণতন্ত্র নামক ভন্ডতন্ত্রের কথা বলতে পারতেন।

২| ২৩ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৫১

মোহামমদ কামরুজজামান বলেছেন: মিথ্যা যদি বার বার এবং অনেকে মিলে একসাথে বলতে থাকে তাহলে মিথ্যাকেও মানুষ একসময় সত্যি বলে ভাবতে শুরু করে যার প্রমাণ মানুষ পেয়েছে ইরাক-লিবিয়া-সিরিয়াতে।

আর পশ্চিমারা তথাকথিত গণতন্ত্রের বুলি আওরিয়ে সারা বিশ্ববাসীকে বোকা বানিয়ে রাখে তাদের নিজেদের স্বার্থে (অস্ত্র ব্যবসা) র জন্য।আর তাদের সাপোর্ট করে তাদের পরিচালিত মিডিয়াগুলি।

মিডিয়া ব্যবসায়ীরা টিকে থাকে অস্ত্র ব্যবসায়ীদের কল্যাণে।কাজেই তাদের অপরাধবোধে ভোগার কোন প্রশ্নই আসেনা।

২৩ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



আমর সংবাদপত্র দিয়ে হাত মুছি, আর ওরা সাংবাদিক দিয়ে

৩| ২৩ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


আপনি সামুতে যা লেখেন, এগুলো কি বিবিসি, সিএনএন'এর সাংবাদিকদের লেখা থেকে উন্নত?

২৩ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৯

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




আপনার কাছে উন্নত বা অনুন্নত পরিমাপেন আদর্শ স্কেল কী?

৪| ২৩ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


পশ্চিমে কিছু সময় পড়েন, না'হয় চাকুরী করেন; তখন নিজকে ওজন করার সুযোগ পাবেন।

২৩ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২২

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



ওরা নিজের জন্য সেইফ। হ্যা ওদের জ্ঞান বিজ্ঞান সাধনা, নতুন কিছু করার চেষ্ঠা ইত্যাদি সব ঠিক আছে। নিজেদের সমৃদ্ধ করার জন্য ওরা সমগ্র বিশ্বের মেধাকে সিস্টেমেটিক ভাবে নিজের দেশে নিয়ে জড়ো করেছে, তাদের কদর করে, তবে সেটা বিশ্বের মানুষের নয় নিজেদের স্বার্থে। ওদে বিজ্ঞানচর্চা ক্ষমতা এবং অর্থের জন্য, মানুষের জন্য নয়।
বাইদ্যাওয়ে, ওদের স্কেলে কেনো আমি নিজেকে ওজন করবো? আরেকজনকে দিয়ে নিজেকে ওজন করা সৃষ্টিশীল মানুষের কাজ নয়।

৫| ২৩ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন: আপনার কাছে উন্নত বা অনুন্নত পরিমাপেন আদর্শ স্কেল কী?

আমার স্কেল হলো, সামুর পাঠকের সংখ্যা; আপনার লেখা সামুতে পপুলার নয়; আপনি পশ্চিমের মিডিয়ার কথা বললে, উহা সঠিক না হওয়ার পুরোপুরি সম্ভাবনা রয়েছে সব সময়।

২৩ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩২

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:





আমি কি বলছি সেটা বড় নয়। সবাই কি দেখছে সেটাই বড়।

প্রশ্ন: ইরাকে মানব বিধ্বংসী অস্ত্রের কথা কি আম্রিকা+মিডিয়া বলেছে?
উত্তর: হ্যা
প্রশ্ন: আসলে কি সেখানে কোন বিধ্বংসী অস্ত্র পাওয়া গেছে?
উত্তর: না।

ইরাক বাদ দেন আফগানিস্তানে আসেন, ছবিতেই লেখা আছে

বাইদ্যাওয়ে, বিশ্ব দেখেন, সামুই সব নয়। যাইহোক সামুতে লোকজন আপনাকে কি বলে তা কি দেখতে চান?

৬| ২৩ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:



আপনি বলেছেন, "যাইহোক সামুতে লোকজন আপনাকে কি বলে তা কি দেখতে চান? "

-আমার ব্লগিং রেকর্ড দেখেন; আগে একটুপানি খেয়ে নিয়েছেন।

২৪ শে আগস্ট, ২০২১ সকাল ১১:২২

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




হিরো আলম কিংবা সিফাতউল্লার ভিডিও যত মানুষ দেখে অধ্যাপক আনু কিংবা অধ্যপক সলিমুল্লা স্যারে ভিডিও ততো মানুষ দেখে না।

২৪ শে আগস্ট, ২০২১ সকাল ১১:২৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




আমি স্ক্রিনশর্ট দেখাতে চেয়েছিলাম, তার আগে আপনের পরবর্তী কমেন্টে নাহিদ ভাই আপনার সম্পর্কে বলে দিয়েছে। তাই আর পেছনেরটা তুলে ধরলাম না।

৭| ২৩ শে আগস্ট, ২০২১ রাত ৮:২৪

নাহিদ ২০১৯ বলেছেন: ভাই আপনার কমেন্ট সেকশনে বলদ্গাজী ভাইরাসে আক্রমন করেছে। এই ভাইরাস কে পাত্তা দিয়েন না,ইগনোর করেন।

২৪ শে আগস্ট, ২০২১ সকাল ১১:২৯

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:





বিনোদনের জন্য তাকে দরকার রয়েছে ভাই।
ছবিটি দেখুন।

২৪ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪০

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



ছবিটা ভালো বুঝতে না পারলে এই পোস্টের কমেন্টে দেখুন

৮| ২৩ শে আগস্ট, ২০২১ রাত ৯:১৩

তানভির জুমার বলেছেন: বেশিরভাগ মানুষই জানে না মিডিয়া যে কতবড় মিথ্যুক আর প্রতারক হতে পারে। এখন সোসাল মিডিয়ার কল্যানে তাও কিছু সত্য বের হয়ে আসে। বিনা কারণে লক্ষ লক্ষ মানুষ মেরে পশ্চিমা নেতা আর মিডিয়া যখন মানবতার কথা বলে তখন শয়তানও লজ্জা পায়। পশ্চিমারা যে কতটা হিংস্র জানোয়ার এটা যারা তাদের দ্বারা নির্যাতীত হয়েছে শুধু তারাই বলতে পারবে। নাস্তিকদের বেপারে একটা কথা বলি এরা কখনোই নিজেদের বিপক্ষে যায় এমন কোন সত্যকে স্বীকার করে না।

২৪ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




কারণ তারা ভন্ড

৯| ২৩ শে আগস্ট, ২০২১ রাত ১০:৪০

সামিউল ইসলাম বাবু বলেছেন: পোস্ট ভালোলেগেছে

২৪ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪৬

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




ধন্যবাদ

১০| ২৪ শে আগস্ট, ২০২১ ভোর ৪:৪৩

মেরুভাল্লুক বলেছেন: লেখক লিখেছেন "আজ পর্যন্ত সংখ্যাধিক্য মানুষ ছাগল"

আপনি নিজেকে কি মনে করেন ?

২৪ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৪৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




আমি নিজেকে ছাত্র মনে করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.