নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইলহান ওমর। ডেমোক্রেট দলের একজন আইন প্রনেতা। ইসরাইলের অবৈধ দখলদারিত্বের সমালোচনা, এবং ধর্মে মুসলিম হওয়ায় তাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে দেয়া হয়েছে হত্যার হুমকি!
প্রচার রয়েছে, কেবল মুসলিমরাই নাকি মৌলবাদী। বিপরীতে আমেরিকানরাই সভ্য। এটাই কি তবে সভ্যতার নমুনা?
এখানেই শেষ নয়৷ ইলহান ওমরের একজন সহকর্মীও কেবল ভিন্নমতের কারণে তাকে সন্ত্রাসী আখ্যা দেন। ব্যপারটা কি দাড়াল! কেবল আমেরিকার সাধারণত মানুষ নয়, সেখানকার আইন প্রনেতাদের মধ্যেও মৌলবাদী রয়েছে।
কিন্তু কথা হচ্ছে মৌলবাদ বা মৌলবাদীদের আন্তর্জাতিক মিডিয়া তখনই ভাইরাল করবে, যখন মৌলবাদী ইসলাম ধর্মাবলম্বী হবে।
এখানে ক্লিক করে নিউজ পড়ে আসতে পারেন।
০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০৯
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
অবান্তর প্রশ্ন।
ইয়ে অথেকটিকতো দূরে থাক, আমি কোন ফেইক রেফারেন্সও দিচ্ছি না। তাহলে কি দাড়ালো, যেহেতু ওরা নিজেদের সভ্য বলে দাবি করেতে পারেরি, সুতরাং ওরা অসভ্য।
২| ০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩৬
রাজীব নুর বলেছেন: পৃথিবীতে দুষ্টলোকদের মধ্যে মুসলিমদের সংখ্যা বেশি। এরাই ঝগড়া ফ্যাসাদ লাগিয়ে রেখেছে।
০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১২
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
পৃথিবীতে বলদ লোকদের মধ্যে মুসলিমদের সংখ্যা বেশি। এরা পশ্চিমা দুষ্টলোকের ফাঁদে পা দেয়
৩| ০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৪২
জ্যাকেল বলেছেন: সাজিদ সাহেব, ওদের মেইন স্ট্রিম মিডিয়া ফক্স নিউজ দেখেন।
৪| ০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩৬
চাঁদগাজী বলেছেন:
আপনি আমেরিকান রাজনীতি বুঝেন কিনা? কি করে সোমালিয়ার ইমিগ্রেন্ট ওমার ভোট পেলেন? সাদাদের ভোট না পেলে, এই কালো মহিলা ও আরবী মহিলা রাশিদা তালায়েব নির্বাচিত হতো কিনা? ৩ জন নতুন কংগ্রেস মহিলা নিজদলের ভেতরে পরিবর্তন আনার জন্য চেষা চালিয়ে যাচ্ছেন, ৩য় জন কে?
আপনি যা লিখেছেন, এতে বুঝা যাচ্ছে যে, আপনার মনোভাব বাংগালীদের জন্য বিপদজনক নোভাব।
০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৩
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
বাংলাদেশের সংসদে কি অমুসলিম সদস্য নির্বাচিত হচ্ছে না?
৫| ০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২২
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের সংসদে কি অমুসলিম সদস্য নির্বাচিত হচ্ছে না?
-বাংলাদেশে অমুসলিম নির্বাচিত হয়েছেন অনেকে অনেক; ওরা হিন্দু ধর্মের পক্ষে ২টা বক্তৃতা দিলে আপনিও উহাদের টুকরো করার কথা বলবেন। ওমার ও রাশিদা আমেরিকায় ইসলামের পক্ষে অনবরত বক্তব্য দিয়ে বেড়াচ্ছে; কিন্তু সাধারণ ভোটারেরা এদর বিপক্ষে কিছু বলছে না, এই হলো বাংলাদেশ ও আমেরিকার মাঝে পার্থক্য, উহা আপনি বুঝবেন বলে মনে হয় না।
০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪৩
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
আমি কখনোই সেটা করবো না। তবে হ্যা, সেটা অনেকেই করবে, এবং সেটা সবাই জানে। কারণ সব জায়গাতেই এটা নিয়ে আলোচনা আছে। কিন্তু পশ্চিমাদেরটা কেউ জানেই না, বরং তাদের সহিহ এবং নিষ্পাপ হিসেবেই তুলে ধরা হয়।
আমার কথা হচ্ছে সবারটাই বলা দরকার একজনেরটা বলবো অন্যদেরটা বলবো না, এটা তো হতে পারে না।
৬| ০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৪
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের সংসদে কি অমুসলিম সদস্য নির্বাচিত হচ্ছে না?
-বাংলাদেশে নির্বাচিত পার্লামেন্টের সদস্য "ধুতি" পরে যদি সংসদে আসে, আওয়ামী লীগের লোকেরাও পছন্দ করবে না, এই হলো আমেরিকা ও বাংলাদেশের মাঝে পার্থক্য।
৭| ০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১০:০২
নেওয়াজ আলি বলেছেন: কথা সত্য ,মুসলিমদের বলদও বেশী
০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৫
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
সেটা সত্য সেটা বলতেই হবে। মানুষকে দেখি একপক্ষের অন্ধ ভক্ত, আরেক পক্ষের অন্ধ বিরোধী। আমি কোন পক্ষের প্রতিই অন্ধ ভক্তত্ব লালন করি না। যেমনটা চাঁদগাজী সাহেবে সহ অনেককেই করতে দেখি। তারা যাদের ভক্ত তাদের অন্যায়কে স্বীকার করতে নারাজ। একেই বলে অন্ধত্ব।
পশ্চিমাদেরও ইতিবাচক দিক রয়েছে, কই আমি তো সেটা অস্বীকার করি না। সেটা গ্রহণ করা যেতেই পারে। এখন প্রশ্ন করতে পারেন, আমি সেটা নিয়ে কেন লিখি না। কারণ সেসব নিয়ে প্রচুর লেখালেখি হয়। তাদের বিপরীতে তাদের অন্ধকার দিকটা লোকচক্ষুর বাহিরেই থাকে।
আবার মুসলমানদের নেতিবাচক দিকটাই বেশি আলোচিত হয়, বিপরীতে তাদের ইতিবাচক দিকটা লোকচক্ষুর বাহিরে থাকে। এর একটা ব্যলেন্স হওয়া দরকার
৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৫
বিটপি বলেছেন: ইলহান ওমর, রাশিদা তাইয়েব এবং ওকাসিও কর্তেজ - এরা তিনজনেই সাদাদের ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে এসেছে - খুবই সত্য। কিন্তু তারা কি সাদাদের বিপক্ষে কোন কথা বলেছে? দুজন মুসলিম - এজন্য মুসলিমদের অধিকারের পক্ষে কথা বলছে, এতে দোষ কোথায়? বাংলাদেশে পার্লামেন্টে কোন হিন্দু যদি হিন্দুদের অধিকারের ব্যাপারে কথা বলে, তাদেরকে কি কেউ সন্ত্রাসী আখ্যা দিয়ে মারতে যাবে?
৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমেরিকানরা কি তাদের ধর্মকে ব্যবহার করে বেশি কট্টর হয়, না কি মুসলিমরা? ওদের ভীত হওয়া কি সঙ্গত নয়?
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:২৭
সাজিদ! বলেছেন: মুসলিমরা মৌলবাদি আর আমেরিকানরাই শুধু সভ্য এইটা যে ওরা বলেছে এটার সাপেক্ষে একটা জোরালো অথেনটিক রেফারেন্স দেন।