নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যার আলো আছে তাকে 'স্টার' বা 'তারকা' বলা হয়। যার আলো নেই তাকে গ্রহ বলা হয়। আবার মানুষের ক্ষেত্রে জ্ঞানের উপমায় 'আলো' শব্দটা ব্যবহার করা হয়। মিলিয়ে নেয়া দরকার মিডিয়া যেসব অভিনেতা বা কণ্ঠশিল্পীকে তারকা বলে প্রচার এবং প্রতিষ্ঠিত করেছে তারা কি জ্ঞানী বা আলোকিত ব্যক্তি?
০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪২
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
মিডিয়াগুলো আসলে তারকার সংজ্ঞাই জানে না। ভুলভাল কথাবার্তা পাব্লিকের মধ্যে ছড়িয়ে দিয়েছে।
২| ০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪২
অপ্সরা বলেছেন: কেনো গানটা শুনোনি ভাইয়া???
আকাশে তে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে ....
মানে আকাশে চাঁদ তারা উঠে সবাই তাকায় দেখে তেমনই এদেরকেও সিনেমা ম্যুভির আলোয় লোকে দেখে তাই নিজের আলো না থাকুক অন্যের আলো নিয়ে তারা তারকা হলো।
০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫৩
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
কিন্তু অন্যের আলো যাদের উপর পতিত হয় তাদের তো গ্রহ বলে, যেমন পৃথিবী, চাঁদ, এরা সূর্যের আলোয় আলোকিত হয়, তাই আমরা এগুলোকে গ্রহ বলি, তারা নয়।
৩| ০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সিনে-তারকা বলতে সাধারণ ভাবে যারা সিনেমায় অভিনয় করেন, তাদেরকেই বোঝানো হয়ে থাকে। আপনি আজকে ওখানে নাম লেখালে আপনিও তারকা। তবে, যারা অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন তাদের বোঝানোর জন্য স্টার-এর আগে কিছু বিশেষণ জুড়ে দেয়া হয়, যেমন, সুপার স্টার, মেগা স্টার, ইত্যাদি আরো নানাবিধ উপাধি।
প্রকৃতপক্ষে, অভিনয় করে খ্যাতি অর্জনের পরই একেকজন স্টার উপাধি পাওয়ার কথা। সুপার স্টার, মেগা স্টার মুখের কথা না।
তবে, স্টার হওয়ার জন্য শুধু নিজের মেধাই যথেষ্ট না, যথেষ্ট অর্থ ও প্রভাবপ্রতিপত্তি, মিডিয়ার সাথে যোগাযোগ, ইত্যাদি থাকা চাই। আজকের যুগে অনলাইন অ্যাক্টিভিটিও হাই লেভেলের থাকা চাই। আজকাল উন্নত দেশের সেলিব্রেটিগণ ফেইসবুকেও সমান অ্যাক্টিভ ও জনপ্রিয়। ফেইসবুকে সেলিব্রেটিদের জনপ্রিয়াত - ফিমেইল ও ফেইসবুকে সেলিব্রেটিদের জনপ্রিয়তা - মেইল। সেখান থেকে তাদের অনগোয়িং অ্যাক্টিভিটিস যেমন জানা যায়, তাদের একটা স্টেটাস সম্পর্কেও ভালো ধারণা পাওয়া যায়। সেদিক থেকে আমাদের স্টার-সেলিব্রেটিদের ফেইসবুক অ্যাক্টিভিটিস খুব কম।
যাদের ছবি দিয়েছেন, তারা সত্যিকার অর্থেই স্টার হয়ে থাকলে তাদের চিনতাম। ৯ জনের মধ্যে অল্প কয়েকজনকেই চিনলাম।
ফেইসবুক যমানাটা হলো যোগাযোগের। আপনার অর্থ ও যোগাযোগ ভালো থাকলে আপনার পারফরমেন্স কোনো ব্যাপার না, আপনি স্টার, মেগা স্টার হয়ে উঠতে পারবেন।
এখন আমি নিজেই দ্বিধায় পড়ে গেলাম, আমাদের দেশে সিনেমায় কি কোনো সুপার স্টার আছে?
আমাদের ইয়েলো জার্নালিজমের কারণেই আমরা প্রকৃত স্টারদের সম্পর্কে জানতে পারি না।
০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ১:০৯
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
কারো কোন বিশেষ কাজে পারদর্শীতা থাকলে সেটা সেটা প্রতিভা। অভিনয়ে পারদর্শীতার কারণে যদি কেউ খ্যাতি অর্জন করে তবে তাকে প্রতিভাবান বলা যেতে পারে।
আসলে দেশে হাজা হাজার অভিনেতা বা কন্ঠ শিল্পী আছে প্রত্যেকের ছবি দিতে গিয়ে সময় নষ্ট না করে যাস্ট কয়েকজনের ছবি দিলাম।
৪| ০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ১:২২
সাড়ে চুয়াত্তর বলেছেন: জ্ঞানের আলোয় আলোকিত নিরহঙ্কারী তারকা আমার মতে;
চঞ্চল চৌধুরী
শাহনাজ খুশি
০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ১:৩৭
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
নিঃসন্দেহে তারা প্রতিভাবান। জ্ঞান অন্য জিনিস সাড়ে চুয়াত্তর ভাই।
৫| ০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ১:২৭
অপ্সরা বলেছেন: সাড়ে চুয়াত্তর বলেছেন: জ্ঞানের আলোয় আলোকিত নিরহঙ্কারী তারকা আমার মতে;
চঞ্চল চৌধুরী
শাহনাজ খুশি
জ্ঞানের আলো না বলতে পারলেও গুণের আলো তো বলা যেতেই পারে।
০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ১:৩৯
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
তারা অভিনয়ে পারদর্শী, এটা তাদের প্রতিভা। তারা প্রতিভাবান এবং আমি নিজেও তাদের এই প্রতিভার ভক্ত।
৬| ০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ১:৩৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগারদের নিকট প্রশ্ন ব্লগের আলোকিত তারকা কারা?
০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ১:৪৮
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
জনআলোচনা মানেই জনপ্রিয়তা নয়, জনআলোচনা মানেই তারকা নয়। হিরো আলোমকে নিয়েও প্রচুর আলোচনা হয়, তার মানে কি ব্যক্তি হিরো আলম জনপ্রিয়? কিংবা মানুষ তাকে পছন্দ করে?
বরং বর্তমানে জোকাররাই বেশি আলোচিত হয়।
৭| ০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ১:৪১
সাড়ে চুয়াত্তর বলেছেন: জ্ঞানের হাজারো শাখা আছে। ওনারা ওনাদের শাখাতে যথেষ্ট জ্ঞান রাখেন বলে মনে হয়।
জ্ঞান বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন? একজনের পক্ষে সকল জ্ঞান অর্জন করা সম্ভব না।
০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ২:০৪
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
কোন কিশোর যখন বলে সে বিজ্ঞানের ছাত্র, তখন আপনে বুঝে নেন ফিজিক্স, ক্যামিষ্ট্রি ইত্যদি সাবজেক্ট তার পাঠপুস্তকের অন্তর্ভুক্ত। আর্টসের ছাত্র কিন্তু সমাজ বিজ্ঞান পড়ে, তখন বিজ্ঞানের ছাত্র বললে তার কথা কেন মনেপরে না? স্টিফেন হকিংকে বিজ্ঞান বললেও সক্রেটিস বা নজরুকে কেন বিজ্ঞানি বলেন না?
৮| ০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ১:৪৪
নীল আকাশ বলেছেন: ভাড়া খাটা মেশিনদের কারা তারকা সাজান এবার বুঝুন। এরা ব্যবসায়িক স্বার্থেই এইসব প্রচার করে।
০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ২:০৭
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
মিডিয়া মুলত তাদের বানিজ্যিক স্বার্থে এদের তারকা বলে প্রচার করে। আবার কেউই তার নিজ স্বার্থে আঘাত হানে এমন সত্যি প্রকাশ করে না। ফলে এই ভুয়া বিষয়টা নিয়ে আলোচনাও হয় না।
৯| ০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ২:৫৭
স্বাধীন বাংলা ৭১ বলেছেন: সুলতানা কামাল মুক্তিযুদ্ধ বিরোধীদের নিয়ে বক্তব্য দিলেন, আপনি কইলেন ইসলাম অবমাননাকর বক্তব্য দিচে। তারাকা মানে যারা আলো ছড়ায়। ইসলামি স্কলার্সরা যাদের কাছে তারকা তাদের অনেকে তারকা মনে নাইবা করিতে পারে।সাকিব তামিম তারাকা তাদের জগতে। মিডিয়া ব্যক্তিত্ব তারকা তাদের যারা ভালো বাসেন তাদের নিকটে। আপনি সন্দেহজনক ব্লগিং করতছেন। নারী বিদ্বেষী ও মুক্তিবিদ্বেষ জায়েজ করিতে যারা ইসলামকে ঢাল হিসেবে ইউজ করে তাদের ব্লগ থেকে লাত্থি মেরে বের করা হয়।
০১ লা অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৬
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
১. সুলতানা কামালের বক্তব্যকে নিয়ে আমার লেখাটি ব্লগে আছে, আপনি দেখান আমি কোথায় বলেছি তার বক্তব্য ইসলাম অবমাননাকর?
২. কেবল ইসলামি স্কলারদের আমি তারোকা বলেছি আমার এমন কোন লেখা দেখাতে পারবেন?
৩. শুধু সাকিব, তামিম নয়, সামগ্রিক ভাবে খেলাধুলা সম্পর্কে এই পোস্টের ৪-৫টা পোস্ট পেছনেই একটা পোস্ট করেছি, সেটা পড়লেই মোটামুটি খেলাধুলা সম্পর্কে আমার বক্তব্য জানতে পারবেন।
৪. শুধু নারীবিদ্বেষ নয় সামগ্রিক ভাবে যারা তাদের স্বার্থে ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে তাদের নিয়েও আমার লেখা আছে। সুলতানা কামালকে নিয়ে লেখায় আপনার কাছে যেমন আমি মুক্তিবিদ্বেষী পক্ষের লোক, আমার ঐসব লেখায় আবার ইসলামকে স্বার্থদ্ধারের কাজে ব্যাবহার করা লোকেরা আমাকে ইসলাম বিদ্বেষী বলে ট্যাগ দিয়েছে।
৫. হ্যা আপনাদের কাছে আমাকে সন্দেহই মনে হবে, কারণ আমি আপনাদের মতো ১দিকে ঝুঁকিপড়ি না। আপনারা যেমনটা করেন কেউ অন্ধের মতো ইসলাম বিদ্বেষীদের পক্ষে দাড়ান, আবার কেউ অন্ধের মতো ইসলামকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যাবহার করা লোকদের পক্ষে দাড়ান। ফুটবলের মতো আপনারা উভয়ে জানেন না আপনারা কার পায়ের খেলনা হচ্ছেন। আমার এই লেখা নিয়ে আপনাদের চুলকানি হলেও ঐ লেখাগুলোতে বাহবা ছিলো। আবার এই লেখাগুলোতে ইসলামকে ব্যবহার কারীরা বাহবা দিলেও ঐ লেখাতে তাদেরও চুলকিয়েছে।
আখতারুজ্জামানের একটা কবিতা আছে।
আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি —
না ঘরে, না বাইরে;
না বাইরে, না ভিতরে;
না ভিতরে, না ইতরে!
আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি —
না নরের, না নারীর;
না আত্মীয়ের, না আততায়ীর;
না আস্তিকের, না নাস্তিকের;
না কবির, না নবির।
আমার গলা নারীর বন্দনাগীত গায়নি,
জিভ থেকে পুরুষের স্তবক বেরোয়নি,
আমার হাত কারো পা ছোঁয়নি,
চোখ কারো ভণ্ডামো এড়ায়নি,
ঠোঁট ঢুকে পড়েনি অপঠোঁটে,
একনায়িকার খামখেয়ালে আমার শরীর করেনি ওঠবস,
আমার মগজ কাউকে দেয়নি পূর্ণ বা খণ্ডকালীন দাসখত!
আমার আত্মঘাতে ঘা খেয়ে উঠেছে পেশিবহুল পুরুষও,
আমার বিষবাক্যে চিত্কার করে উঠেছে পূজাপ্রত্যাশী নারীও!
ধুতি-টুপিতে টান পড়ায় শীত্কার করে উঠেছে ধর্মজীবী ধার্মিকও,
অজ্ঞাতনামা রোগে রাগান্বিত হয়ে উঠেছে নার্সিসাস নাস্তিকও!
অবশেষে,
আমি কখনোই কারো প্রিয় হতে পারিনি!
তোষামুদে-জন প্রিয় হয় সবার, এই হলো পরিহাস;
তোষামোদ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস!
৬. কেবল ধর্মান্ধদের মধ্যেই নয়, সুশীলান্ধদের মধ্যেও যে উগ্রবাদী আছে আপনার শেষ বাক্যই তার উধাহরন। আপনারা মূলত একই সাজের বিপরীত মতাদর্শ লালনকারী ব্যতিত কিছুই নয়।
০১ লা অক্টোবর, ২০২২ বিকাল ৪:০৫
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
আরো অনেক আছে, যাস্ট ১টা দিলাম
১০| ০১ লা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫৬
কামাল৮০ বলেছেন: যার যে কাজ সেটা ভালো ভাবে করলে এবং অন্যের ক্ষতি না করলে জ্ঞানী হবার দরকার নাই।জ্ঞান একটা বিতর্কিত বিষয়।
০১ লা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৪
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
আমার প্রশ্ন ছিলো নির্দিষ্ট কিছু মানুষকে তারকা বলা নিয়ে, এ বিষয়ে আপনার মতামত কী?
১১| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ৯:০৮
নজসু বলেছেন:
বর্তমান সময়ের আলোচিত গ্রহ শাকিব মিয়া এবং মহিলা গ্রহ বুবলি খাতুন।
আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উপস্থাপন করেছেন। এরা তো আলো ছড়ায় না। এদের কর্মকান্ড দেখে সাধারন পাবলিক অন্ধকারে হাবুডুবু খায়।
১২| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ১০:৪৫
রূপক বিধৌত সাধু বলেছেন: মিডিয়ার অনেকেই কিন্তু আমাদের আলোকিত করেন। তারা ঠিক তারকাখ্যাতি পাননি তবে গুণী অভিনেতা হিসেবে মূল্যায়িত হয়েছেন। কয়েকজনের নাম বলা যায়ঃ প্রয়াত হুমায়ুন ফরীদি, এটিএম শামসুজ্জামান, খলিল, আবুল খায়ের, গোলাম মোস্তফা, আলী যাকের প্রমূখ।
১৩| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ১:০৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সবাই তারকা না।
১৪| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ২:২৯
কামাল৮০ বলেছেন: আমি এদের কাউকেই চিনি না জানি না।মতামত কি ভাবে দিবো।
১৫| ০২ রা অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৭
জ্যাকেল বলেছেন: এরা এই হিসাবে অবশ্যি অবশ্যি তারকা নন। আজ অযোগ্য লোকেরা সব জায়গায় ছড়িয়ে গেছে বলেই এই অবস্থা।
১৬| ০২ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:৫০
নতুন বলেছেন: তারকা নাম দেওয়া হয় মাকেটিং এর জন্য। হুজুগ তৌরি করলে জনগন বেশি দেখে ব্যবসা বেশি হয়।
মিডিয়া এইসব সেলিব্রেটি তারকা তৌরি করে। তাদের ব্যবসার উদ্দেশ্যে।
কিমকার্ডেসিয়ান বর্তমানের অন্যতম সেলিব্রেটি তারকা তিনি কিসের জন্য বিক্ষ্যাত তার কি গুন আছে সেটা কিন্তু অনেকেই জানেন না।
তিনি অভিনয়, গান অথবা তেমন কোন শিল্পের শিল্পি নন।
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩৪
ঋণাত্মক শূণ্য বলেছেন: যে সকল বলদেরা এই সকল লোকদের তারকা বলে, এই সকল লোকেরা ঐ সকল বলদের জন্য তারকাই।
অন্যদের জন্য নয়।