নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

আনন্দবাজার পত্রিকার মানবিক দিক।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১০


আনন্দবাজার পত্রিকাকে আমি একটা কারণে পছন্দ করি, তা হলো তারা প্রতিবন্ধী সাংবাদিকদের কর্মসংস্থান করেছে। কেউ সঠিকভাবে ভাবে শব্দ উচ্চারণ করতে পারছেনা মানে সেটা তার দোষ নয়, বিকলাঙ্গতা। যেমন গণতন্ত্রের মানসপুত্র খ্যাত সোহ্‌রাওয়ার্দীকে তারা সুরাবর্দী লিখেছে। তবে এতে আমার বুঝেতে কিন্তু খুব একটা অসুবিধা হয়নি, মনের ভাব বুঝতে এবং বোঝাতে পারাটাই তো আসল কথা। ভুলভাল লিখলেও কিছু বিকলাঙ্গ সাংবাদিক'যে এই পত্রিকায় কাজ করে দু'বেলা দুমুঠো খেয়ে বেঁচে আছে এটাই আমার কাছে মুখ্য।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: এতো দেখছি সাংঘাতিক!

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: আনন্দবাজার গোষ্ঠীর একটা কৌশল আছে। মাঝে মাঝে কিছু শব্দ নিয়ে ওরা নিজেদের মতো করে মনের ভাব ব্যক্ত করে। গান্ধী পরিবারের গান্ধীকে ওরা পুরো গাধি বানিয়ে ছেড়েছে।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মুসলিম এবং বাংলাদেশীদের নাম এরা প্রায়শই বিকৃত করে লেখে।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৩

শেরজা তপন বলেছেন: বাংলাকে হিন্দী বানায় ফের সেটাকে বাংলায় রুপান্তর করে -সেই লাইগাই এই অবস্থা!

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৭

শাহিন-৯৯ বলেছেন:

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মুসলিম এবং বাংলাদেশীদের নাম এরা প্রায়শই বিকৃত করে লেখে।
লিটন ভাইয়ের সাথে সহমত, আমি প্রায় আনন্দবাজার পড়ি এগুলো প্রায়শ সামনে আসে।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২০

দারাশিকো বলেছেন: আমার ভুল হতে পারে - মুসলমানদের নামের ক্ষেত্রে এই ধরণের বিকৃতিটা বেশি চোখে পড়ে। তবে, এভাবে শব্দ চাপিয়ে দেয়ার চেষ্টা কিন্তু এদেশেও একটা পত্রিকা নিয়মিতভাবে করে যায়। সেটা খেয়াল করেছেন?

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২১

কামাল১৮ বলেছেন: ওরা আরবির মতো করে উচ্চারণ করে।এতে সুবিধা হলো বোতলের সুরার বোঝায় আবার আরেক সুরাও বোঝায়।যে যেমনে বোঝে।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: ভারতের আছে আনন্দবাজার। আর আমাদের আছে প্রথম আলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.