নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সবচেয়ে কম খরচে ডায়ালসিস । গণস্বাস্থ্যের জনযোদ্ধা, আজীবন গণমানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে গেছেন। মানুষ তার পেশাকে শুধুমাত্র অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যাবহার করে। তাই তাদের জীবন অন্য সব প্রাণীদের মতই জন্ম > আহার সংস্থান> বংশবিস্তার> মৃত্যু। কিন্তু আপনি আপনার পেশাকে মানবসেবার কাজে লাগিয়েছেন, আপনার জীবন, জন্ম > মানবসেবা > বংশবিস্তার> অমরত্ব লাভ। অন্যদের সাথে নিয়ত বা উদ্দেশ্যে পার্থক্যের কারণে আপনি বেঁচে থাকবেন গণমানুষের হৃদয়ে। আল্লাহ আপনার পৃথিবীর জীবনের ভুলত্রুটি ক্ষমা করে ওপারের জীবনে মাগফেরাত দান করুক।
১২ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৩৯
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
গণমানুষের স্বাস্থ্য নিয়ে যিনি ভেবেছেন, রাষ্ট্র তাকে মুল্যায়ন করতে পারেনি, তাই উন্নয়নের জোয়ারে ভাসতে থাকা দেশে
জীবজন্তুর মতো হাসপাতালের মেঝেতে পড়ে থেকে অসুস্থ মানুষকে চিকিৎসা নিতে হয়।
২| ১২ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:০১
কামাল১৮ বলেছেন: ভালো কাজ করার চেষ্টা করেছেন,এবং সাধারন জীবন জাপন করেছেন।পরের দিকে জামাতের জন্য ওকালতি করেছেন।
১২ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১০
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
একজন মানুষের সকল কাজই আমার মনের মতো হবে না।
৩| ১২ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৪০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: গণমানুষের স্বাস্থ্য নিয়ে যিনি ভেবেছেন, রাষ্ট্র তাকে মুল্যায়ন করতে পারেনি, তাই উন্নয়নের জোয়ারে ভাসতে থাকা দেশে জীবজন্তুর মতো হাসপাতালের মেঝেতে পড়ে থেকে অসুস্থ মানুষকে চিকিৎসা নিতে হয়।
শেখ তাকে জমি দিয়েছেন। উনি গনস্বাস্থ্য গড়েছেন। গনস্বাস্থ্য নামটা শেখ মুজিবের দেওয়া।
১২ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩২
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
তাঁকে আরও বড় কাজে লাগানো যেত। দেশের চিকিৎসা ব্যাবস্থা ঢেলে সাজানো যেত।
৪| ১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৩৯
সাহাদাত উদরাজী বলেছেন: াহস ও সত্য বলার জন্য মানুষের প্রিয় ছিলেন।
১৩ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৩০
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
হ্যাঁ
৫| ১৩ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তাঁকে আরও বড় কাজে লাগানো যেত। দেশের চিকিৎসা ব্যাবস্থা ঢেলে সাজানো যেত।
শেখ মুজিব, জিয়া এবং এরশাদ তাকে অনেক বর পদ দিতে চেয়েছেন, উনি নেন নি। সারাজীবন গনস্বাস্থ্য নিয়েই কাটিয়ে দিলেন।
১৩ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৩০
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
একটা জিনিস লক্ষ্য করেছি, এদেশে ভালো মানুষরা বড় পদ নিতে চায় না। আমার শ্রদ্ধাভাজন একজন মানুষ আছেন, শিক্ষা নিয়ে উনার অনেক ভিশন আছে, প্রাইমারী শিক্ষাকে তিনি লার্নিং বাই ডুইং পদ্ধতিতে, এবং ওভারঅল সিক্ষা ব্যবাস্থাকে তিনি কর্মমুখী শিক্ষা ব্যবস্থার কথা বলেন, এবং এনিয়ে তাঁর বেশ স্ট্যাডি আছে। একদিন তাঁকে বললাম "স্যার সরকারের টেকনোক্রেট মন্ত্রী হিসেবে শিক্ষা মন্ত্রনলায়ের দায়িত্ব আপনাকে দিলে দেশের লাভ হত"। তিনি আমাকে বললেন, "না সাদ্দাম মন্ত্রী হলে আমি কিছুই করতে পারব না"। যে দেশে ফোন কলে মন্ত্রীর লম্পটত্ব ধরা খাওয়ার পর, মন্ত্রিত্ব গেলেও এমপি পদ বহাল থাকে, সে দেশে রাষ্ট্রযন্ত্র কাদের হাতে চলে তা আন্দাজ করা যায়, এবং সে দেশে একজন ভালো মানুষ ক্ষমতায় গিয়ে ভালো কাজ করতে গেলেও তাঁকে তা করতে দেওয়া হয় না। তাঁরা বলের বাহিরে থেকে আমরা চাপ-টাপ দিয়ে যতটুকু করাতে পারি, চেয়ারে বসলে সেটাও করতে পারব না।
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৩৬
রাজীব নুর বলেছেন: দাবী আদায় না হলে বজ্রকন্ঠে এখন আর কেউ বলবে না- 'তোমাদের প্রধানমন্ত্রীকে টেলিফোন করে বলো আমি জাফরুল্লাহ চৌধুরী দাবী মেনে না নিলে আমি হুইল চেয়ার নিয়ে একটুও সরবো না'।