নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

মুক্ত চিন্তার এ কি হাল!

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:২৪


আপনার ফ্রি মিক্সিং ভালো লাগে আপনি সমর্থন করেন, কোন সমস্যা নাই। কিন্তু যার ভালো লাগে না তাকে তো আপনি হেও করতে পারেন না। মনে রাখবেন, ফ্রি মিক্সিং সমর্থন করা যেমন কারও ব্যাক্তিগত বিষয়, তেমনি সমর্থন না করাও একজনের ব্যক্তিগত বিষয়।

বাংলাদেশের তথাকথিত সেকুলার পরিচয় প্রদানকারী প্রগতিশীল মতাদর্শে বিশ্বাসী বুদ্ধিজীবীদের কথাবার্তা শুনলে মনে হয়, তারা এ দেশে মুক্ত চিন্তা ও প্রগতিশীলতার ডিলারশিপ নিয়েছে। যদিও মুক্ত চিন্তক ও সেকুলারিজম বিষয়বস্তুটির পরিধি অনেক বিশাল। কিন্তু প্রচলিত প্রগতিশীল সেকুলার পরিচয় প্রধান কারীরা অধিকাংশ ক্ষেত্রেই ভন্ড ও প্রতারক। এরা নামে মাত্র প্রগতিশীল এবং হীন স্বার্থে সেকুলার খোলসধারী। এরা মোটেও ভিন্নমতকে সমর্থন করার মানসিকতা রাখার যোগ্যতা রাখে না। এরা প্রগতিশীলতা মানে মনে করে পাশ্চাত্য রীতিনীতি, আচার, আচরণকে আমদানি করে আপামোর মানুষের ভিতরে বিতরণ করে দেওয়া। এরা নিজেদেরকে প্রগতিশীল ও সেকুলার হিসেবে পরিচিত করে থাকলেও।এরাই প্রগতির বড় শত্রু। এরা সম্রাজ্যবাদী ও শোষক শ্রেণির হাতের পুতুল বৈ কিছুই নয়।এদের আসল উদ্দেশ্য হলো মূলত ভোগবিলাসে মত্ত হয়ে নিজের হীন চরিত্র দ্বারা সংগঠিত নষ্টামি প্রগতির নামে বৈধতা দান করা।

মন্তব্য ৩৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৪

সোনাগাজী বলেছেন:



ইন্জিনিয়ার মানুষ, মক্তবের মোল্লার মতো কিসব হাজিজাবি কয়েক লাইন পোষ্ট লেখেন, কিছুই পরিস্কার হয় না! আগে লিখতে শিখেন, যা বলতে চান, উহাকে পরিস্কার করে লেখার চেষ্টা করেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪০

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




আমার মনে হয় আপনার আগে বুঝতে শেখা উচিত। পশ্চিমে থাকতে থাকতে আপনে বাংলা ভালো বুঝতে পারছেন না।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৭

হাসান১৯ বলেছেন: এইসব তথাকথিত সেকুলাররা মোটেও মুক্ত চিন্তাই বিশ্বাস করে না, তারা নিজের চিন্তা কে শুধু মুক্তচিন্তা বলে , অন্যের ভিন্ন চিন্তার বেলায় তাদের শরীরে আগুণ লেগে যায়।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




মুক্ত চিন্তার মুখোশ উন্মোচিত হচ্ছে।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪২

সোনাগাজী বলেছেন:


লেখক বলেছেন, "আমার মনে হয় আপনার আগে বুঝতে শেখা উচিক। পশ্চিমে থাকতে থাকতে আপনে বাংলা ভালো বুঝতে পারছেন না।"

-তা ঠিক, বাংলা নিয়ে আমার কিছু সমস্যা আছে; তবে, আপনি যে ইন্জিনিয়ার হয়ে, মক্তবের মোল্লার মতো বেহুদা ওয়াজ করছেন, তা'বুঝতে অসুবিধা হচ্ছে না।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




শেষমেশ আপনি বুঝছেন! যাক বাঁচা গেল।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

সোনাগাজী বলেছেন:



ভালো ইন্জিনিয়ার হোন, দেশের দরকার ভালো ইন্জিনিয়ার, মোল্লার অভাব নেই; জোব্বা পরলেই মোল্লা হওয়া সম্ভব।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




আমার পেশাদার জীবন আমি আলহামদুলিল্লাহ। ইঞ্জিনিয়ার হয়েছি বলেই সামাজিক বিভিন্ন বিষয়ে আমার কোন মত থাকবে না, এটা তো হতে পারে না। যে সাবজেক্টের বাহিরে যেতে পারে না সে মানুষ না, রোবট।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৫

নতুন বলেছেন: আপনার ফ্রি মিক্সিং ভালো লাগে আপনি সমর্থন করেন, কোন সমস্যা নাই।

কিছু মানুষের মাথায় মেয়ে বলতেই সুধুই যৌণ কর্মের কথা মাথায় আসে।

তারাই মনে করে কলেজে যদি মেয়েরা ছেলেদের সাথে কথা বলে তবে মেয়েরা লজ্জাহীন হয়ে যাবে। /:)

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



এখানে মনে করা বা না করার কিছু নাই, বাস্তবে সেটাই দেখে এসেছি। বাইদ্যা রাস্তা, ফ্রি মিক্সিং আর কথা বলা একই বিষয় নয়, দুটোকে গুলিয়ে ফেলবেন না।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ক্রিকেট খেলে অর্থ উপার্জন হালাল না কি হারাম?

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২০

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




আর কোন ফতোয়?

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

বাকপ্রবাস বলেছেন: হেব্বি চুলকাচ্ছে, তবে সাকিবকে লাষ্টিং করতে দিবে কিনা সন্দেহ

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২০

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




তা ঠিক বলেছেন।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

কামাল১৮ বলেছেন: এর অনেক বক্তব্য গ্রহন যোগ্য নয়।সেই সব বক্তব্য দেখলে সভ্য দেশে সে ডুকতে পারবে না।সে উগ্রবাদের প্রচারক।অনেক বক্তব্য মুছে ফেলেছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




কোন অসভ্য মন্তব্য সে করেছে, একটা দেখাতে পারবেন?

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়কদের অন্যতম হলো তানজিম হাসান সাকিব। ক্রুশিয়াল মুহূর্তে এক ৪ ও এক ৬ সহ ৮ বলে ১৪ রান ছিল একটা ঝড়ের নাম (নট আউট)। তেমনি তার বোলিং রেকর্ড - ৭.৫ ওভারে ১ মেইডেনসহ ৩২ রান দিয়ে ২ উইকেট। তার লাস্ট ওভারের কারিশমায় বাংলাদেশ জয় পায়। তার ইকোনমি ছিল বেস্ট - ৪.০৪। আমার ঐদিনের পোস্টে তার সম্পর্কে কিছু উচ্চপ্রশংসা করতে চেয়েও সময়ের অভাবে করতে পারি নি। সাকিব একজন খুবই সম্ভাবনাময় বোলার। তবে, আজ ফেইসবুকে ঢুকে আমি বেশ চমকেই গেলাম। তার একটা স্টেটাস ভাইরাল হচ্ছে। স্টেটাসের বক্তব্যের ব্যাপারে আমারও ঘোর আপত্তি ও বিরোধিতা আছে। মনে হচ্ছে, ছেলেটা দল থেকে বাস পড়ে যেতে পারে তার এইসব স্টেটাসের কারণে, যদি তাই হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একটা বিরাট ক্ষতি হবে। আমরা নিজেরা সুশীল, নিজেদের মতামতকে প্রাধান্য দিই এবং সঠিক ও প্রগতিশীল মনে করি, অন্যের মতামতকে গ্রহণ করতে পারি না। ব্যাপারটা খুবই কষ্টদায়ক।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



মোল্রারা তসলিমা নাসরিনকে দেশ ত্যাগে বাধ্য করেছে, কিছু সুশীল সাকিবকে দল হতে বের করে দিতে বলছে, শুধুমাত্র ব্যাক্তিগত মতের কারণে। উভয়ের মধ্যে পার্থক্য কোথায়? কোন দলই ভিন্নমত সহ্য করতে পারছে না। আমি মনে করি তসলিমার যেমন দেশে থেকে মত প্রকাশের অধিকার রয়েছে, সাকিবেরও তেমন রয়েছে। আপনি তার সাথে ভিন্নমত হলে পয়েন্ট আকারে ধরে ধরে যুক্তি দিয়ে তা খন্ডিয়ে দেন, আমার আপত্তি নাই। কিন্তু তা না করে, সে মৌলবাদী, কয়দিন পর তালেবানে যোগ দেবে, এসব কী! এসব তো কোন যুক্তি না, তাই না!


যাইহোক, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই আপনার কিছু মতের সাথে আমার ভিন্ন মত আছে। তবে আপনার মন্তব্যটা আমার ভালো লেগেছে, সম্মান রইল।

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১১

শেরজা তপন বলেছেন: এই ছেলে কি ওই ক্রিকেটার?
যদি হয় ও বা সমস্যা কি? মানুষের জায়গায় সে মানুষ খেলোয়াড়ের জায়গায় সে খেলোয়াড়।
ওই বাচ্চা ছেলের কাছ থেকে এত সেক্যুলার ফেক্যুলার আশা করার কি আছে!!!

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




সেটাই

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৯

কামাল১৮ বলেছেন: তার ফেসবুক পেজে যান,তার পোষ্টগুলো দেখেন সব বুঝতে পারবে।কিইবা বুঝবেন আপনিও তারই মতো।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩০

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




১. আমার বুঝ কেন আপনার মতোই হতে হবে? আপনি কি মনে করেন আপনিই সর্ব জ্ঞানী, এবং আপনার বুঝই সর্বোত্তম বুঝ?
আসলে এইটাই তো আপনাদের সমস্যা, প্রগতির কথা বলবেন, আবার আপনারদের মতের সাথে না মিললেই সেটা নিতে পারবেন না।
বাইদ্যাওয়ে, আপনি একটা পোস্ট এনে যুক্তি তুলে ধরে দেখান পারলে।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৩

ইফতেখার ভূইয়া বলেছেন: তথাকথিত "মুক্ত চিন্তা"-র অধিকারী লোকজনও একটি ধারনায় বিশ্বাসী, সেটাকে মুক্ত বলার অবকাশ নেই।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



হ্যাঁ

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৬

নূর আলম হিরণ বলেছেন: তার ঈমান বেশ দুর্বল, অনেক গুলো পোস্ট ডিলেট করে দিয়েছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



আপনারে এইভাবে চেপে ধরুক তারপর বুঝবেন আপনার ঈমান কই যাঢ।

১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:৩২

শ্রাবণধারা বলেছেন: মেয়েরা কাজ করবে কেন, তার দরকারটা কি? সব শয়তানের বড় শয়তান কিন্তু পড়ালেখা এবং আধুনিক শিক্ষা। লেখাপড়া শিখলেই মেয়েরা ঘরের বাইরে যাবে, বাইরে কাজ করতে চাইবে। মেয়েরা হবে দাসী - যৌন দাসী, সেবা দাসী। চাইলেই তাদের ফুটবলের মত লাথি মারা যাবে।

তাদের আর্থিক ভাবে সাবলম্বী হওয়া মানে এই দাস প্রথাকে অস্কীকার করতে চাওয়া। দাস প্রথার চেয়ের কোন প্রথাই ভালো নয়।
শুনেছি তালেবানরা আফগান দেশে দাস প্রথা নিয়ে আসার জন্য চেষ্টা করছে। আমাদেরও চেষ্টা করতে হবে। আমরা হবো তালেবান, বাংলা হবে আফগান।

১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:০২

নাহল তরকারি বলেছেন: ফ্রি মিক্সিং করলে যদি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি হলে, ফ্রি মিক্সিং আমি পছন্দ করি না।

১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৬

ধুলো মেঘ বলেছেন: কলেজ ভার্সিটিতে যেসব মেয়েরা ছেলেদের গায়ে হাত দিয়ে কথা বলে, হাসাহাসি করে, ছেলেদেরকে ওড়নায় হাত মুছতে দেয় - তাদেরকে আর যাই হোক ভালো মেয়ে বলা চলেনা।

১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২৩

নতুন বলেছেন: এখানে মনে করা বা না করার কিছু নাই, বাস্তবে সেটাই দেখে এসেছি। বাইদ্যা রাস্তা, ফ্রি মিক্সিং আর কথা বলা একই বিষয় নয়, দুটোকে গুলিয়ে ফেলবেন না।

ফ্রি মিক্সিং জিনিসটা কি আসলে? এটা সমাজে কেমন বিস্তার করেছে?

১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: তানজিম টাইপ মানাসিকতার পোলাপান খেললে বাংলাদেশ ক্রিকেট টিম ধ্বংস হয়ে যাবে!
এও সত্য- সে ফেসবুকে যা লিখেছে তার জন্য ওরে শুলে চড়ানোর মানে হয়না। কারণ, এদেশের বহু লোকের এই ধরনের উগ্র ধারনা আছে। সবচেয়ে ভালো হয়, এই ছেলেটাকে কিছুদিন মেয়েদের ক্রিকেট টিমের সঙ্গে প্র্যাকটিস করাইলে। খেলার সময় টুয়েলফথ ম্যান হিসেবে বড় আপাদের তোয়ালে, পানি আগায় দিলো। এতে তাঁর নারীদের স্বাভাবিক ভাবে দেখার চোখ তৈরী হবে। নারীদের প্রতি শ্রদ্ধাবোধ জন্মাবে। তারপর সে এশিয়া কাপ জেতা জাতীয় দলের নারীদের থেকে শিখে, একদিন পুরুষ দলের জন্যও বড় শিরোপা নিয়ে আসতে পারবে।

তানজিমের ভাগ্য ভালো যে এটা বাংলাদেশ। ইউরোপের কোন রাষ্ট্র হলে এতক্ষণে তাকে শিক্ষা দিয়ে দিতো। নারীর প্রতি বিদ্বেষ আর এমন নোংরা মানসিকতার কোন স্থান নেই পশ্চিমা বিশ্বে। এই অসভ‍্যকে অবিলম্বে দল থেকে বাইর করা হোক। বহু ভালো ভালো প্লেয়ার দরজায় কড়া নাড়ছে। ভুল বিশ্বাস, ভুল মনোভাব, ভুল চিন্তাধারা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখা দরকার।

১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫০

বাউন্ডেলে বলেছেন: মুক্ত চিন্তা করার ক্ষমতা মানুষের । যারা এটাকে চর্চা করার চেষ্টা করেছিলো এবং আংশিক সফল হয়ে হয়েছিলো । তারা অতিমানব।

২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৩

বাউন্ডেলে বলেছেন: মুক্ত চিন্তা করার ক্ষমতা মানুষের নাই । যারা এটাকে চর্চা করার চেষ্টা করেছিলো এবং আংশিক সফল হয়ে হয়েছিলো । তারা অতিমানব।

২১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: আমার মনে হয়, "মুক্ত চিন্তা" - এ থিমটাই আমদানী বা তৈরী হয়েছে কর্পোরেট কালচারের পরিণতিতে তথা বহুজাতিক প্রতিষ্ঠানের বিপণনের সুবিধার্থে, যেখানে ভোগবাদই মূল কথা। আর এই ভোগবাদের মূল বিষয়ই হলো মুনাফা , যেখানে সামাজিকতা-মানবিকতা কিংবা লৌকিকতার কোন স্থান থাকেনা।

আর তাদের মুনাফার জন্যই এরা সমাজে কিছু সুবিধাভোগী মানুষ তৈরী করে যারা তথাকথিত মুক্ত চিন্তার দাবীদার-ধারক-বাহক তথা সভ্যতার ঠিকাদার হিসাবে আর্বিভূত হয়। তাদের দৃষ্টিতে তারা এবং তাদের অনুসারীরাই আধুনিক :(( তথা মানুষ, বাকী সবাই গুহাবাসী জীব।

আবার কেউ কেউ আছেন, এমনিতেই গুহাবাসী,তাদের একজনই আমার মননে হয় আলোচ্য ভাই।

২২| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১৯৯২ সালে আমাদের সহপাঠীরা বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি হয়। আমি দেশের বাইরে যাবো তাই ভর্তি হয় নি। আমার দেখা ঐ সময়ের আমার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের একটা আড্ডার ঘটনা শেয়ার করছি। ৩ জন মেয়ে ছিল আর ৪/৫ জন ছেলে ছিল। অনেক আগের কথা হুবহু বলতে পাড়ছি না। একটা মেয়ের বলা কোন একটা কথা প্রসঙ্গে একটা ছেলে বলল যে এই খাবার তো আমি 'পুটকি' দিয়া খাইতাম। সেই মেয়ে হেসে সমর্থন করে বলল ঠিকই কইছস। এখন থেকে ৩১ বছর আগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীর আড্ডার অবস্থা এই ছিল যেখানে ছেলে মেয়ে বসে আড্ডা দিচ্ছে আর এই ধরণের গল্প করছে। আমি অস্বস্তি বোধ করলেও তারা বেশ মজা পাচ্ছিল। আমি হয়তো যথেষ্ট স্মার্ট ছিলাম না।

অনেকে হয়ত বলতে পারে আমি উদারমনা না এবং আমি বেশী রক্ষণশীল, মৌলবাদী বা লাজুক ছিলাম। কিন্তু এই যদি হয় আড্ডার নমুনা তাহলে আমার মতে যে কোন ধর্মভীরু মেয়ের সেই আড্ডা পরিহার করাই উত্তম। আমি শুধু একটা মাত্র উদাহরণ দিলাম। বিশ্ববিদ্যালয়ের আড্ডায় অনেক অশ্লীল বিষয় আসে যেখানে ছেলে এবং মেয়ে এক সাথে থাকে। এই ক্রিকেটার আরও অনেক কিছু হয়তো বলেছে বিভিন্ন সময়ে। সেগুলি সম্পর্কে আমার কোন ধারণা নাই তাই সেগুলি নিয়ে মন্তব্য করবো না। শুধু এই পোস্টে সে ফ্রি মিক্সিং নিয়ে যা বলেছে সেটাকে আমি সমর্থন করেছি। তবে ঢালাওভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে আমি কিছু বলছি না। কারণ সেখানে ধর্মভীরু, নাস্তিক, মুনাফেক, অমুসলিম সবাই আছে। আমার মেয়ে যদি বিশ্ববিদ্যালয় পড়ে ভবিষ্যতে তাহলে আমি আমার মেয়েকে এই ধরণের আড্ডা পরিহার করতে বলবো। কোন মুসলমান মেয়ে যদি এই ধরণের আড্ডা উপভোগ করে এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাহলে সেই মেয়ে ইসলামী শিক্ষা থেকে অনেক দূরে আছে। একই কথা ধর্মভীরু ছেলেদের ক্ষেত্রেও। ক্রিকেটার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার বক্তব্য দিয়েছে বলে আমার মনে হয়। তাই তার এই মন্তব্য শুধু ধর্মভীরু মানুষের জন্য। যারা ধর্মের ব্যাপারে উদাসীন তাদের এটা নিয়ে মাথা না ঘামালেও চলবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.