নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

এ কোন মাফিয়াতন্ত্রে বাস করছি????

২৯ শে জুলাই, ২০২৪ সকাল ১১:১৭



অধিকার চেয়ে রাস্তায় নামলেই কেন সন্ত্রাসী ট্যাগ লাগিয়ে পাখির মতো গুলি করে মানুষ মারা হয়? যাদের ছবি দিলাম, এরা কি সন্ত্রাসী? কী অপরাধ ছিল দুই বোনের আদরের ছোট ভাই টোনার? কী অপরাধ ছিল ফায়াজের? কী অপরাধ ছিল ছোট্ট শিশুটির? এখানে ক্লিক করে শহীদের তালিকা সম্বলিত ওয়েবসাইটের দেখুন। এরা প্রত্যেকেই দেশের সাধারণ নাগরিক, শিক্ষার্থী। এরা রাষ্ট্রের সবচেয়ে মুল্যবান সম্পদ। একবছর সময় এবং কয়েক কোটি টাকা দিয়েই মেট্রো স্টেশন আগের রূপে ফেরত পাওয়া যাবে। কিন্তু কতো কোটি টাকা আর কতো সময় ব্যায় করলে রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান এই সম্পদ ফিরে পাওয়ার যাবে? আচ্ছা, যারা বুলেট দিয়ে রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ চিরতরে নিঃশেষ করে দিলো, মায়ের বুক খালি করলো, শিশু সন্তানকে এতিম করলো, বোনকে ভাই হারা করলো, সেই দুকষ্কৃতকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে? যারা খুঁজে খুঁজে নিরীহ নিরস্ত্র জনতার বুকে গুলি চালালো, সেই দুকষ্কৃতকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে? নিরস্ত্র বিক্ষোভকারীর উপরে কোন মতেই গুলি চজলানোর নিয়ম নেই। এমনকি বিক্ষোভকারী যদি অস্ত্রধারীও হয় সেক্ষেত্রে একান্ত বাধ্য হয়ে তাকে নিবৃত্ত করার জন্য তার পায়ে শুট করা যেতে পারে। যদি কোন অস্ত্রধারী পুলিশকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়, কেবলমাত্র তখনই আত্মরক্ষার তার বুকে গুলি চালানো যেতে পারে। ছবিতে যাদের দেখছেন, এরা তো সাধারণ শিক্ষার্থী। এরা তো অস্ত্রধারী নয়। কেন এদের বুকে গুলি চালানো হলো? ভিডিওতে দেখা যাচ্ছে বিল্ডিংয়ের কার্নিশ আশ্রয় নিয়েছে, সেখানে গিয়ে পুলিশ গুলি করছেবেলকনিতে দাঁড়িয়ে এক মহিলা ভিডিও করতেছিল, তাকে লক্ষ্য করে গুলি করছেগুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে, হুট করে এক পুলিশ এসে সেই অবস্থাতেই আরো কয়েক রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করছে। এমন বহু ভিডিও সামনে আসছে, যেখানে দেখা যাচ্ছে নিরপরাধ নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যার করা হয়েছে এর কোন বিচার কি হবে? যারা আওয়ামী দালাল রাজাকার আছেন, তারা কি যুক্তি দেবেন এর?

ছোট্ট শিশুটি এতীম হয়ে গেল!







[img|https://s3.amazonaws.com/somewherein/pictures/Saddam217/Saddam217-1722230204-df62d2f_xlarge.jpg




মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০২৪ সকাল ১১:৩৩

প্রহররাজা বলেছেন: এটা ১৯৫২ সাল না, ২০২৪ সাল। রাস্তায় বিপ্লব করে কিছু হবে না। চিন ভারতের প্রভাবে আরব বসন্তের মতো আমেরিকার চাপ কিংবা ইউনুসের লবিং এখানে কোন কাজে আসেনি। একমাত্র ভরসা ছিলো লন্ডন থেকে হুন্ডি করে আসা টাকা, কারফিউ এর জন্য সেটাও ঠিকমতো বন্টন হতে পারলো না।

২৯ শে জুলাই, ২০২৪ সকাল ১১:৪১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



এই মন্তব্য গুলো ২৪ এর মানবতাবিরোধী রাজাকারের স্বাক্ষ বহন করবে। যারা হানাদার আম্লীগের দালালী করেছে। কোন একদিন শাহবাগ উত্তাল হবে। তখন মানবতাবিরোধী অপরাধের বিচারের স্বাক্ষী হিসবে এসব কমেন্ট কাজে লাগবে।

২| ২৯ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:১৬

রবিন_২০২০ বলেছেন: পুলিশের নৃশংশতা দেখে শিউরে উঠতে হয়। আমি নিশ্চিত ইসরায়েলি সেনারাও নৃশংশতায় এদের কাছে হার মানবে।

৩| ২৯ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৪৯

আলচুদুরওয়ালবুদুর বলেছেন: এটা ১৯৫২ সাল না, ২০২৪ সাল। রাস্তায় বিপ্লব করে কিছু হবে না। চিন ভারতের প্রভাবে আরব বসন্তের মতো আমেরিকার চাপ কিংবা ইউনুসের লবিং এখানে কোন কাজে আসেনি। একমাত্র ভরসা ছিলো লন্ডন থেকে হুন্ডি করে আসা টাকা, কারফিউ এর জন্য সেটাও ঠিকমতো বন্টন হতে পারলো না।

মনে হচ্ছে ওপার থেকে দাদারা চেতন্যাংটাদের পেছনে বেশ রুপিয়া খরচা করছেন। খুব একটা লাভ হবে কি? মনে হচ্ছে দাদারা হুদাই হুদাই রুপিয়া নষ্ট করছেন। তার চেয়ে ঐ রুপিয়া দিয়েতো অন্তত কয়েকটা টাট্টিখানা বসানো যেত, কি বলেন?

৪| ২৯ শে জুলাই, ২০২৪ দুপুর ২:১১

নতুন বলেছেন: যারা বলছে প্রধানমন্ত্রী নিহতদের পরিবারকে ৭.৫ লক্ষ টাকা সাহাজ্য করেছে।

তাদের প্রশ্ন করুন তাদের সন্তানকে পুলিশ হত্যা করলে ১০ লক্ষ টাকা করে নিতে রাজি আছে কি না?

যদি ১০ কম হয় তবে বাড়িয়ে ১৫ বা ২০ বলুন। জিঙ্গাসা করুন তারা এমন খুশি থাকবেন কিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.