নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু গান্ডু দেখলাম পোস্ট দিচ্ছে বা শেয়ার করতেছে, "বিকল্প হতে হলে চোখে ভ্রু থাকা লাগবে।"
এই গান্ডুর দল মানুষের সাথে ডিভাইড অ্যান্ড উইক প্লেনে খেলতেছে।
যারা শেয়ার করতেছে তার উদ্দেশ্যে বলতে চাই, আন্দোলন করলে কর, না করতে চাইলে এইসব ননসেন্স ছড়ানোর দরকার নাই, দরকার হলে আন্দোলনকারীদের বিরুদ্ধে হাসিনার পক্ষে কথা বল।
ঐ ভ্রুহীন বিকল্প নাকি না তা এখন ভাবার সময় না।
বাংলাদেশের সংবিধানের ৫৬(৩) এ স্পষ্ট করে বলা আছে প্রধানমন্ত্রী কিভাবে নিয়োগ দেয়া হবে। সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের কাছে যে আস্থাভাজন বলে প্রতীয়মান হবে, রাষ্ট্রপতি তাকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিবে।
এখন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হলে সর্বপ্রথম যেটা দরকার তা হলো হাসিনাকে হটানো, তারপর একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। তারপর তোদের যারে মন চায় তারে প্রধানমন্ত্রী বানা, মন চাইলে ভ্রুসহ কাউরে, ২৫/২৬ বছরের কাউরে, মন চাইলে খুনী হাসিনারেই আবার বানা, কোন সমস্যা নাই। আপাতত এখন হাসিনারে হটা। রাষ্ট্রের মালিক জনগণ, হাসিনা জনগণের থেকে সেই মালিকানা ডাকাতি করছে, আপাতত হাসিনারে হটাইয়া জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরাইতে হবে।
আপাতত উদ্দেশ্য একটা, সেটা লাউড এন্ড ক্লিয়ার, হাসিনা হটাও, এর বাইরে কোন উদ্দেশ্য থাকলে সেটা জনগণের সাথে বেইমানি।
লেখা: মেহদি হাসান ইমরান।
২| ৩১ শে জুলাই, ২০২৪ সকাল ৭:২০
রানার ব্লগ বলেছেন: আপনি নিশ্চিত থাকেন ভবিষ্যত রাজনীতিতে এই তরুন প্রজন্ম কে হাজার হাত দূরে ফেলে রাখা হবে। তাদের দাবী গুলা কে বৃধ্যাংগুলী দেখিয়ে ভবিষ্যত রাজনৈতিক ব্যাক্তিবর্গ একই কাজ করবে যা এখন হচ্ছে। কেনো এবং কি কারন তখন বুঝে নিবেন।
৩| ৩১ শে জুলাই, ২০২৪ সকাল ১১:২৯
ধুলো মেঘ বলেছেন: হাসিনারে হটানো এত সোজা না। হাসিনারে আপনি চেনেন নাই।
প্রথমে ছাত্রলীগ, তারপরে পুলিশ লীগ/র্যাব, তারপরে বিজিবি, তারপরে মেরুদন্ডহীন সেনা/নৌ/বিমান বাহিনী, এরাও যদি না পারে, তাহলে এর আব্বাজান মোদীজি তো আছেই।
এই ব্যাপক বিধ্বংসী শক্তিকে ক্ষমতা থেক হটানোর জন্য আপনার কাছে কি অস্ত্র আছে?
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০২৪ ভোর ৫:৫৩
মেঠোপথ২৩ বলেছেন: ভবিষ্যত বাংলাদেশ নেতৃত্ব দেবে এই তরুন প্রজন্ম। রক্ত তারা ঝড়িয়েছে, বর্তমান আন্দোলনের দিক নির্দেশনাও তারাই দিচ্ছে। নিশ্চিত থাকেন যে, ভবিষ্যত বাংলাদেশ এরাই গড়বে। আর কোন লুটেরার স্থা্ন এই দেশে হবে না।