নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পালায় তো চোর, যার মধ্যে নৈতিক ভিত্তি আছে সে কখনো পালায় না। হিটলার সুইসাইড করেছিল। বঙ্গবন্ধু পালায়নি, গ্রেফতার হয়েছিলেন। হাসিনা যদি গ্রেফতারও হতো, তবে নিজের ও দলের সম্মান রক্ষা করতে পারতো, দলের একটা ভবিষ্যৎ সম্ভবনা টিকে থাকতো। সর্বোচ্চ ফাঁসিই না হয় হতো, বয়স তো এমনিতেই শেষের দিকে। তবুও তার দল বলতে পারতো মৃত্যুর ভয়ে পালায়নি। এখন সবাই বলছে চোরের মতো পালিয়েছে। তার ছেলে জয় বলছে, হাসিনা আর রাজনীতিতে ফিরবে না। যেভাবে চোরের মতো পালিয়ে গেল, তাতে রাজনীতিতে ফেরার আর কোন মুখ কি আছে? শুধু হাসিনা না, তার দলকেও আর কখনো রাজনীতিতে ফেরার মুখ রাখলো না। হাসিনা ভেবেছে আমৃত্যু ক্ষমতায় থাকবে, এবং মৃত্যুর পরে দল টিকলো না ধ্বংস হলো তাতে ওর কিছু যায় আসে না। এজন্যই দমন-পীড়ন চালিয়ে, জনতার ভোট চুরি করে বেহায়ার মতো ক্ষমতা কামড়ে ধরে রেখেছে। এমনকি বারবার ছাড়ার কথা বললেও দলীয় পদটুকু পর্যন্ত ছাড়েনি, এবং শেষে পালালো, দলের কথাও একটু ভাবলো না। দলের কথা যদি ভাবতো তবে তো সুইসাইড না হোক, অন্তত গ্রেফতার হতো। ছি কাপুরষ হাছিনা ছি: এখন মাইনষের দ্বারেদ্বারে আশ্রয় ভিক্ষা করতে হচ্ছে। ছিলি চোর হলি ভিক্ষুক, তুই যেখানেই থাকবি, মানুষ তোকে দেখে চোরচোর বলে ধাওয়া দেবে, তোর বাড়ির সামনে লিখে রাখবে এই বাড়িতে চোর থাকে। মৃত্যুর চেয়ে এটাই তোর বড় শাস্তি।
২| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৫
নয়া পাঠক বলেছেন: এজন্যই বলে আজকে রাজা কালকে ফকির।
৩| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০৫
কামাল১৮ বলেছেন: আপনার মতো যারা শিবির, বিচার না করেই ফাসি দিয়ে দেয় তাদের কাছে ন্যায় বিচার আশা করা যায় না।
০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১৬
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
হু, শিবির হয়ে আমি এমন দিনেও বঙ্গবন্ধুকে অবমাননার বিরুদ্ধে দাঁড়িয়েছি। আপনার মতো সেকুলাঙ্গার কী করছে? এখানে ক্লিক করে পড়ুন। এই ট্যাগ দিতে দিতে হাসিনা ভাগছে। শিক্ষা নিন।
৪| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০৮
সেলিম আনোয়ার বলেছেন: এমন ঘৃণ্য জঘন্য খুনিকে কে আশ্রয় দিবে ??? আবু সা ঈদের মতো তাজা প্রাণ সংহার করা স্বৈরাচার পরিত্যাজ্য সব মহলে ।
৫| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৯
ধুলো মেঘ বলেছেন: হাসিনা মোটেই গ্রেফতার হতোনা। আন্দোলনকারীরা গণভবনে পৌছে গেলে কি করত জানেন? চুল ধরে হাসিনাকে টেনে বের করতো। তারপর গণভবনের সামনের রাস্তায় এনে টেনে টেনে সব কাপড় চোপড় ছিড়তো। তারপর নেশাখোরেরা মিলে তাকে পালাক্রমে ......
এভাবে হেনস্তা হবার অপেক্ষায় সে কেন থাকবে? যা করেছে, ঠিকই করেছে। অন্তত কুমারীত্ব টিকে গেছে।
০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৯
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
কচু বুঝেছেন। সে পুলিশ বা আর্মিকে তাকে গ্রেফতার করতে বলতে পারতো। আর পাবলিক যদি ওরে মেরে ফেলতো, তবে সেটা আওয়ামীলীগের ঘুরে দাড়াতে একটা পাবলিক সেন্টিমেন্ট দিতে পারতো।
৬| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:০৫
ধুলো মেঘ বলেছেন: আপনি তো পানিফল বুঝেছেন। পাবলিক ওকে মেরে ফেলতো না। শাড়ি ছিঁড়ে কেবল অন্তর্বাস পরিয়ে গলায় দড়ি বেঁধে গণভবনের চারপাশে চক্কর দেওয়াতো।
বদরুন্নেসা বা ইডেন কলেজের মেয়েরা কিন্তু ছাত্রলীগ ধরে মেরে ফেলেনি, তাদের ইজ্জত হনন করেছে। আধুনিক জেনারেশনের শাস্তি কিন্তু ক্লাসিক।
০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০০
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
আম্লীগ, ছাত্রলীগের ইজ্জত আছে? হা হা হা! যা নাই তা হনন করবে কী করে? আর ছাত্রীলীগে ঢোকার আবেদন ফরমই তো নেতাদের বিছানা, সেখানে ইজ্জত বিক্রি করেই তো ছাত্রীলীগ হতে হয়। প্রমান চান? দিতে পারবো। আর কোন ছেলে ছাত্রীলীগের কোন মেয়েকে লাঞ্চিত করেনি। সাধারণ ছাত্রীরা তাদের উপর করা নির্যাতনের কিছুটা প্রতিশোধ নিয়েছে। কিন্তু ছাত্রলীগ নামক কুত্তালীগ কাপুরুষের মতো সাধারণ ছাত্রীদের হাত তুলেছে।
০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৫
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
এখানে ক্লিক করে ছাত্রলীগ কুত্তাদের নারীদের কাপুরুষোচিত হামলার আরো ছবি দেখতে পাওয়া যাবে।
০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৭
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
চিন্তা করছি আজ যদি টুপি পরা কেউ নারীদের গায়ে এমন কাপুরুষোচিতভাবে হাত তুলতো, তবে সেকুলাঙ্গার সমাজ কীভাবে প্রতিক্রিয়া করতো। আর এখন কীভাবে চুপ করে আছে!
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৭
মোস্তফা সোহেল বলেছেন: পাপে ছাড়ে না বাপেরে।